ETV Bharat / state

রাজ্যের নির্দেশ ছাড়া দোকান খুলবে না জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন - জলপাইগুড়ি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন

কেন্দ্রীয় সরকারের নির্দেশমত শর্তসাপেক্ষে দোকান খোলা যাবে কিনা তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে । তাই জলপাইগুড়ির 24টি ব্যবসায়ী সংগঠনের যৌথ মঞ্চ জলপাইগুড়ি ফোরাম অব ট্রেড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাশাসককে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের নির্দেশে শর্তসাপেক্ষে দোকান খোলা যাবে কিনা তা জানতে চাইছেন ব্যবসায়ীরা।ফলে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন এই বিষয়ে কী নির্দেশিকা দিচ্ছেন তার জন্য জেলাশাসকের কাছে জানতে চাওয়া হয়েছে।

jalpaiguri merchant association
জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন
author img

By

Published : Apr 25, 2020, 5:37 PM IST

জলপাইগুড়ি, 25 এপ্রিল: রাজ্য সরকারের নির্দেশ না পেলে জলপাইগুড়িতে দোকান খুলবে না জলপাইগুড়ি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। গতকাল রাতেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, শর্তসাপেক্ষে কিছু কিছু দোকান খোলা হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা এখনও জেলা পুলিশ প্রশাসনের কাছে না আসার ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

কেন্দ্রীয় সরকারের নির্দেশমত শর্তসাপেক্ষে দোকান খোলা যাবে কিনা তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে । তাই জলপাইগুড়ির 24টি ব্যবসায়ী সংগঠনের যৌথ মঞ্চ জলপাইগুড়ি ফোরাম অব ট্রেড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাশাসককে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের নির্দেশে শর্তসাপেক্ষে দোকান খোলা যাবে কিনা তা জানতে চাইছেন ব্যবসায়ীরা।ফলে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন এই বিষয়ে কী নির্দেশিকা দিচ্ছেন তার জন্য জেলাশাসকের কাছে জানতে চাওয়া হয়েছে।

জলপাইগুড়ি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ শা জানান, "আমরা বিভ্রান্ত হয়ে আছি।সকালে TV খুলে দেখি অনেক দোকান শর্ত সাপেক্ষে খোলা যাবে । এদিকে স্থানীয় প্রশাসন দোকান খোলার ব্যপারে কিছুই জানেন না। আমরা পুলিশ সহ স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি দোকান খোলা নিয়ে । তাঁরা জানান, রাজ্য সরকারের কোনও নির্দেশিকা তাঁদের কাছে আসেনি।"

এদিকে জলপাইগুড়ি জেলার ব্যবসায়ীদের যৌথ মঞ্চের তরফে জেলাশাসককে চিঠি দেওয়া হয়েছে দোকান খোলার বিষয়ে জানতে চেয়ে । দিলীপ শা বলেন, রাজ্য সরকার না নির্দেশ দিলে তাঁরা দোকান খুলবেন না ।

জলপাইগুড়ি, 25 এপ্রিল: রাজ্য সরকারের নির্দেশ না পেলে জলপাইগুড়িতে দোকান খুলবে না জলপাইগুড়ি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। গতকাল রাতেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, শর্তসাপেক্ষে কিছু কিছু দোকান খোলা হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা এখনও জেলা পুলিশ প্রশাসনের কাছে না আসার ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

কেন্দ্রীয় সরকারের নির্দেশমত শর্তসাপেক্ষে দোকান খোলা যাবে কিনা তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে । তাই জলপাইগুড়ির 24টি ব্যবসায়ী সংগঠনের যৌথ মঞ্চ জলপাইগুড়ি ফোরাম অব ট্রেড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাশাসককে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের নির্দেশে শর্তসাপেক্ষে দোকান খোলা যাবে কিনা তা জানতে চাইছেন ব্যবসায়ীরা।ফলে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন এই বিষয়ে কী নির্দেশিকা দিচ্ছেন তার জন্য জেলাশাসকের কাছে জানতে চাওয়া হয়েছে।

জলপাইগুড়ি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ শা জানান, "আমরা বিভ্রান্ত হয়ে আছি।সকালে TV খুলে দেখি অনেক দোকান শর্ত সাপেক্ষে খোলা যাবে । এদিকে স্থানীয় প্রশাসন দোকান খোলার ব্যপারে কিছুই জানেন না। আমরা পুলিশ সহ স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি দোকান খোলা নিয়ে । তাঁরা জানান, রাজ্য সরকারের কোনও নির্দেশিকা তাঁদের কাছে আসেনি।"

এদিকে জলপাইগুড়ি জেলার ব্যবসায়ীদের যৌথ মঞ্চের তরফে জেলাশাসককে চিঠি দেওয়া হয়েছে দোকান খোলার বিষয়ে জানতে চেয়ে । দিলীপ শা বলেন, রাজ্য সরকার না নির্দেশ দিলে তাঁরা দোকান খুলবেন না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.