ETV Bharat / state

বড়দিঘি চা বাগানে উদ্ধার চিতাবাঘের দেহ

ডুয়ার্সের বড়দিঘি চা বাগান থেকে উদ্ধার হল চিতাবাঘের মৃতদেহ ।

মৃত চিতাবাঘ
author img

By

Published : May 8, 2019, 8:50 PM IST

ডুয়ার্স, 8 মে : চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ । ডুয়ার্সের বড়দিঘি চা বাগানের ঘটনা ।

আজ দুপুরে মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল লাগোয়া বড়দিঘি চা বাগানের 37 নম্বর সেকশনে চিতাবাঘের মৃতদেহটি দেখতে পান বনকর্মীরা । রুটিন টহলদাহির সময় বনকর্মীরা বাঘটিকে পড়ে থাকতে দেখে । প্রথমের দিকে কিছুক্ষণ বাঘটির প্রাণ থাকলেও কিছুক্ষণের মধ্যেই মারা যায় বাঘটি । এরপর চিতাবাঘটিকে দেখার জন্য ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা ।

বড়দিঘির বিট অফিসার জয়ন্ত বিশ্বাস খুনিয়া স্কয়্যাডে খবর দিলে তারা এসে চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায় । খুনিয়া স্কয়্যাডের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, "চিতাবাঘটি অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী । ময়নাতদন্তের জন্য বাঘটিকে লাটাগুড়ি প্রকৃতিবিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । চিতাবাঘটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । অনুমান, ক্ষতস্থানে ইনফেকশনের জেরেই মৃত্যু হয়েছে চিতাবাঘটির ।"

ডুয়ার্স, 8 মে : চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ । ডুয়ার্সের বড়দিঘি চা বাগানের ঘটনা ।

আজ দুপুরে মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল লাগোয়া বড়দিঘি চা বাগানের 37 নম্বর সেকশনে চিতাবাঘের মৃতদেহটি দেখতে পান বনকর্মীরা । রুটিন টহলদাহির সময় বনকর্মীরা বাঘটিকে পড়ে থাকতে দেখে । প্রথমের দিকে কিছুক্ষণ বাঘটির প্রাণ থাকলেও কিছুক্ষণের মধ্যেই মারা যায় বাঘটি । এরপর চিতাবাঘটিকে দেখার জন্য ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা ।

বড়দিঘির বিট অফিসার জয়ন্ত বিশ্বাস খুনিয়া স্কয়্যাডে খবর দিলে তারা এসে চিতাবাঘের দেহটি উদ্ধার করে নিয়ে যায় । খুনিয়া স্কয়্যাডের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন, "চিতাবাঘটি অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী । ময়নাতদন্তের জন্য বাঘটিকে লাটাগুড়ি প্রকৃতিবিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । চিতাবাঘটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । অনুমান, ক্ষতস্থানে ইনফেকশনের জেরেই মৃত্যু হয়েছে চিতাবাঘটির ।"

Intro:nullBody:চা বাগানের মাঝ থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ।ঘটনায় চাঞ্চল্য ডুয়ার্সের বড়দিঘী চা বাগানে। এদিন দুপুর নাগাদ মেটেলি ব্লকের লাটাগুড়ি জঙ্গল লাগোয়া বড়োদীঘি চা বাগানের ৩৭ নাম্বার সেকশনে ঐ চিতাবাঘের দেহটি দেখতে পাওয়া যায়।বনকর্মীরা চিতাবাঘ টিকে উদ্ধার করে।জানা যায় এদিন বড়োদীঘি বিটের বনকর্মীরা রুটিন টহলদারির সময় চিতা বাঘ টিকে বাগানে পরে থাকতে দেখেন।প্রথমের দিকে কিছুক্ষণ চিতাবাঘটির প্রান ছিল, তবে কিছুক্ষনের মধ্যে মারা যায়।এদিন চিতাবাঘ টিকে দেখার জন্য বাগানের বহু মানুষের ভিড় উপচে পরে ওই এলাকায়।
বড়োদীঘির বিট অফিসার জয়ন্ত বিশ্বাস খবর দেন খুনিয়া স্কোয়াডে।তারা এসে চিতাবাঘের মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়।বনকর্মীরা জানায়,খুনিয়া স্কোয়াডের রেঞ্জার রাজকুমার লায়েক বলেন,চিতাবাঘটি অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী।ময়নাতদন্তের জন্য সেটি লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।চিতাবাঘটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।অনুমান ঐ ক্ষতস্থানে ইনফেকশনের জেরে মৃত্যু হয়েছে।Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.