ETV Bharat / state

Successful operation in Jalpaiguri: গাছ থেকে পড়ে কানের পাশে ঢুকল চা পাতার ডাল, সফল অস্ত্রোপচার বালকের - চা গাছের ডাল

পা পিছলে গাছ থেকে পড়ে এক বালকের কানের পাশে ঢুকে গেল চা গাছের ডাল (Tea tree branch taken off from boy's ear)৷ জলপাইগুড়ির ঘটনা ৷ সফল অস্ত্রোপচারের মাধ্যমে সেই ডাল বের করা সম্ভব হয়েছে (Successful operation in Jalpaiguri)৷

Tea tree branch taken off from boy's ear after successful operation in Jalpaiguri
গাছ থেকে পিছলে পড়ে কানে ঢুকল চা গাছের ডাল, সফল অস্ত্রোপচার বালকের
author img

By

Published : May 4, 2022, 9:25 AM IST

জলপাইগুড়ি, 4 মে: পা পিছলে এক বালক গাছ থেকে পড়ে গিয়েছিল চা গাছের উপর (Successful operation in Jalpaiguri)। চা পাতা-সহ সেই গাছের ডাল ভেঙে কানের পাশে ঢুকে যায় তার । জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর কানের পাশ দিয়ে ঢুকে যাওয়া চা গাছের ডাল বের করেন ডাক্তাররা ।

মঙ্গলবার 12 বছরের জয়ন্ত বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য বাবার সঙ্গে জিগা গাছের ছাল ছাড়াতে গিয়েছিল (Tea tree branch taken off from boy's ear)। গাছে উঠে ছাল ছাড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায় জয়ন্ত । সে সোজা গিয়ে পড়ে চা গাছের উপর । তাকে ওঠাতে গিয়ে তার বাবা দীনেশ রায় দেখতে পান, জয়ন্তর কানের পাশে চা গাছের ডাল ঢুকে গিয়েছে । দীনেশ সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে যান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে ডাক্তার সঞ্জীব রায়ের তত্ত্বাবধানে চলে চিকিৎসা । সন্ধ্যায় সফল অপারেশন করে চা পাতা ও ডাল বের করেন ডা. সঞ্জীব রায় ।

আরও পড়ুন: Summer Special Train : গ্রীষ্ম স্পেশাল হাওড়া-নিউ জলপাইগুড়ি ট্রেন

জয়ন্তর বাবা বলেছেন, "ডাক্তার বাবু যে ভাবে চিকিৎসা করলেন তাতে আমরা খুব খুশি । তাঁর জন্যই ছেলের মাথার ভেতরে ঢুকে যাওয়া ডাল বের হল ।"

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সার্জেন ডা. সঞ্জীব রায় জানিয়েছেন, সকালে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকা থেকে একটি নাবালক আসে । তার কানের পাশে একটি বড় চা গাছের ডাল ঢুকে গিয়েছিল । অপারেশন করে বাচ্চাটির কানের পাশ থেকে প্রায় 5 ইঞ্চি গাছের ডাল বের করা হয় । বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছে ছেলেটি ।

জলপাইগুড়ি, 4 মে: পা পিছলে এক বালক গাছ থেকে পড়ে গিয়েছিল চা গাছের উপর (Successful operation in Jalpaiguri)। চা পাতা-সহ সেই গাছের ডাল ভেঙে কানের পাশে ঢুকে যায় তার । জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর কানের পাশ দিয়ে ঢুকে যাওয়া চা গাছের ডাল বের করেন ডাক্তাররা ।

মঙ্গলবার 12 বছরের জয়ন্ত বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য বাবার সঙ্গে জিগা গাছের ছাল ছাড়াতে গিয়েছিল (Tea tree branch taken off from boy's ear)। গাছে উঠে ছাল ছাড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যায় জয়ন্ত । সে সোজা গিয়ে পড়ে চা গাছের উপর । তাকে ওঠাতে গিয়ে তার বাবা দীনেশ রায় দেখতে পান, জয়ন্তর কানের পাশে চা গাছের ডাল ঢুকে গিয়েছে । দীনেশ সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে যান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । সেখানে ডাক্তার সঞ্জীব রায়ের তত্ত্বাবধানে চলে চিকিৎসা । সন্ধ্যায় সফল অপারেশন করে চা পাতা ও ডাল বের করেন ডা. সঞ্জীব রায় ।

আরও পড়ুন: Summer Special Train : গ্রীষ্ম স্পেশাল হাওড়া-নিউ জলপাইগুড়ি ট্রেন

জয়ন্তর বাবা বলেছেন, "ডাক্তার বাবু যে ভাবে চিকিৎসা করলেন তাতে আমরা খুব খুশি । তাঁর জন্যই ছেলের মাথার ভেতরে ঢুকে যাওয়া ডাল বের হল ।"

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সার্জেন ডা. সঞ্জীব রায় জানিয়েছেন, সকালে ময়নাগুড়ির ভোটপট্টি এলাকা থেকে একটি নাবালক আসে । তার কানের পাশে একটি বড় চা গাছের ডাল ঢুকে গিয়েছিল । অপারেশন করে বাচ্চাটির কানের পাশ থেকে প্রায় 5 ইঞ্চি গাছের ডাল বের করা হয় । বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছে ছেলেটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.