জলপাইগুড়ি, 11 সেপ্টেম্বর : বিজ্ঞানের যুগেও কুসংস্কার পিছু ছাড়ছে না ৷ যদিও শেষ পর্যন্ত ভুল ভাঙল ৷ শেষ পর্যন্ত মহিলাকে সুস্থ করতে চিকিৎসকই ভরসা ৷
ভুতে ধরেছে, এই গুজবে ডাকা হয়েছিল ওঝা ৷ কিন্তু, বেশ কিছুক্ষণ নিজের মতো চেষ্টা করার পর ওঝা স্বীকার করলেন তার দ্বারা কাজ সম্ভব নয় ৷ যা করার চিকিৎসকই করবেন ৷ ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের কালার বাড়ির মণ্ডল বাড়ির ৷
মাধবডাঙার কালারবাড়ির বাসিন্দা ভজন মণ্ডলের ছেলে সুজিতর সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় ধুপগুড়ির সুমিত্রা মণ্ডলের । ভজন মণ্ডল জানান, সংসারে সব ঠিকঠাক ছিল । হঠাৎ করে সুমিত্রার ব্যবহারে অসঙ্গতি দেখা যায় । উলটোপালটা বলতে থাকেন । এর পরই ওঝা ডাকা হয়েছিল ৷ যদিও শেষ পর্যন্ত ওঝা বুঝতে পারে তাকে দিয়ে কোনও কাজ হবে না ৷ চিকিৎসকের কাছে পাঠানোর কথা বলে সে ৷
সুমিত্রার মা পুস্পবালা মণ্ডল বলেন, "আশা করি ডাক্তার দেখালেই আমার মেয়ে ভালো হয়ে যাবে ৷" বিজ্ঞানের শিক্ষক দীপক চক্রবর্তী বলেন, "এসব কুসংস্কার । ডাক্তার দেখালে সমস্যার সমাধান হয়ে যাবে । ওই এলাকায় গিয়ে সচেতেনতা শিবির করব, যাতে এমন ঘটনা আর না ঘটে ।" জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার বলেন, "ঘটনাটি শুনলাম । ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলল ওই বাড়িতে যাতে স্বাস্থ্যকর্মীরা যান এবং এলাকায় একটা সচেতেনতামূলক প্রচার করা যায় তাহলে এমন কুসংস্কার রোধ করা যাবে ৷"