ETV Bharat / state

জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিক ও কর্মীদের সোয়াব টেস্ট শুরু

কেন্দ্রীয় সংশোধনাগারে 1246 জন আবাসিক রয়েছেন । এই আবাসিকদের পাশাপাশি কেন্দ্রীয় সংশোধনাগারের কর্মীদেরও সোয়াব পরীক্ষা করা হবে । আজ সংশোধনাগারের আবাসিকদের লালারস সংগ্রহের জন্য সেখানে যান স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় , জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক ।

Jalpaiguri
জলপাইগগুড়ি
author img

By

Published : May 14, 2020, 10:27 PM IST

জলপাইগুড়ি , 14 মে : জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনারের আবাসিকদের সোয়াব পরীক্ষা শুরু করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগ । কোরোনা সর্তকতার জন্য সংশোধনাগারের আবাসিকদের লালারস সংগ্রহের কাজ আজ থেকে শুরু করা হল ।

আজ সংশোধনাগারের আবাসিকদের লালারস সংগ্রহের জন্য সেখানে যান স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় , জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক । জানা গেছে , কেন্দ্রীয় সংশোধনাগারে 1246 জন আবাসিক রয়েছেন । আবাসিকদের পাশাপাশি কেন্দ্রীয় সংশোধনাগারের কর্মীদেরও সোয়াব পরীক্ষা করা হবে । প্রায় দিন কোনও না কোনও বন্দী জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোনাগারে আসছেন । তাছাড়া , জেল থেকেও অনেককে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে । তাই সংশোধানাগারের আবাসিকদের মধ্যে সবাই যাতে সুরক্ষিত থাকে বা তাদের পরিস্থিতি কী তা জানার জন্যই এই সোয়াব টেস্টের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে ।

সংশোধনাগারে আবাসিকরা সবাই একসঙ্গে থাকেন । এই কারণে জেলা স্বাস্থ্য বিভাগ কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না । তাই সকল বন্দীর কোরোনা পরীক্ষার জন্য লালারস সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উত্তরবঙ্গের OSD সুশান্তকুমার রায় । আজ প্রথম দিনে দেড়শো জনের লালারস নেওয়া হবে ৷ এরপর ধাপে ধাপে সবার পরীক্ষা হবে বলে জানান সুশান্ত রায় । সকলের লালারস পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে ।

জলপাইগুড়ি , 14 মে : জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনারের আবাসিকদের সোয়াব পরীক্ষা শুরু করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগ । কোরোনা সর্তকতার জন্য সংশোধনাগারের আবাসিকদের লালারস সংগ্রহের কাজ আজ থেকে শুরু করা হল ।

আজ সংশোধনাগারের আবাসিকদের লালারস সংগ্রহের জন্য সেখানে যান স্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় , জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামাণিক । জানা গেছে , কেন্দ্রীয় সংশোধনাগারে 1246 জন আবাসিক রয়েছেন । আবাসিকদের পাশাপাশি কেন্দ্রীয় সংশোধনাগারের কর্মীদেরও সোয়াব পরীক্ষা করা হবে । প্রায় দিন কোনও না কোনও বন্দী জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোনাগারে আসছেন । তাছাড়া , জেল থেকেও অনেককে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে । তাই সংশোধানাগারের আবাসিকদের মধ্যে সবাই যাতে সুরক্ষিত থাকে বা তাদের পরিস্থিতি কী তা জানার জন্যই এই সোয়াব টেস্টের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে ।

সংশোধনাগারে আবাসিকরা সবাই একসঙ্গে থাকেন । এই কারণে জেলা স্বাস্থ্য বিভাগ কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না । তাই সকল বন্দীর কোরোনা পরীক্ষার জন্য লালারস সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উত্তরবঙ্গের OSD সুশান্তকুমার রায় । আজ প্রথম দিনে দেড়শো জনের লালারস নেওয়া হবে ৷ এরপর ধাপে ধাপে সবার পরীক্ষা হবে বলে জানান সুশান্ত রায় । সকলের লালারস পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.