ETV Bharat / state

Jalpaiguri District Hospital: ইটিভি ভারতের খবরের জের ! জেলা প্রশাসনের জবাব তলব - খবর ইটিভি ভারতে প্রকাশিত হবার পরই নড়ে চড়ে বসল জেলা প্রশাসন

রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সনের আশ্বাসবাণীই সার। আর এই খবর ইটিভি ভারতে প্রকাশিত হবার পরই নড়েচড়ে বসল জেলা প্রশাসন। জেলা প্রশাসনের জবাব তলব করল শিশু অধিকার সুরক্ষা আয়োগ ৷ পাশাপাশি পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার (Summons Reply from Jalpaiguri DM on Jalpaiguri Family Living Their Life in Footpath)।

Jalpaiguri District Hospital
জেলা প্রশাসনকে জবাব তলব করল শিশু অধিকার সুরক্ষা আয়োগ
author img

By

Published : Jul 15, 2022, 10:21 PM IST

জলপাইগুড়ি, 15 জুলাই: অভাবের তাড়নায় ভিক্ষা বৃত্তিতে চলে যাওয়া নাবালক শিশুর পরিবারকে ডিসিপিউকে সাহায্য করার নির্দেশ দিলেও এখনও সহযোগিতা পায়নি। জেলাপ্রশাসনের কাজে অখুশি রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগ। শুক্রবার জেলা প্রশাসনকে লিখিতভাবে কেন সাহায্য করা হয়নি, তা জানতে চাওয়া হয়েছে। এই বিষয়টি ইটিভি ভারতে প্রকাশ হলে এদিন পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার (Summons Reply from Jalpaiguri DM on Jalpaiguri Family Living Their Life in Footpath)৷

পৌরসভার চেয়ারম্যান জানান, তিনি বিষয়টি কিছুই জানেন না। ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সঞ্জয় পন্ডিত জানান, ইতিমধ্যেই রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সনের নির্দেশে ওই পরিবারকে আশ্রয় দেবার জন্য পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছিল। 5 জুলাই পৌরসভাকে চিঠি দিয়েও এই পরিবারের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়ছিল। কিন্তু অভিযোগ, জলপাইগুড়ি পৌরসভা তাতে কর্ণপাত করেনি।

আরও পড়ুন : শিশু সুরক্ষা আয়োগ চেয়ারপার্সনের আশ্বাসবাণীই সার, ফুটপাতেই দিন কাটছে অসহায় পরিবারের

এদিন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল জানান, তাঁর কাছে এমন কোনও খবর আসেনি। তিনি এই পরিবারের বিষয়ে কিছুই জানেন না। তিনি পরিবারটিকে সাহায্যের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। পৌরসভার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলি দেখে নিয়ে তাঁদের সমস্যার সমাধান করে দেবেন। এদিনই জলপাইগুড়ি জেলাশাসকের দফতরেই পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পালের সঙ্গে দেখা করেন চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিকরা ও ওয়েলফেয়ার অফিসার। এই পরিবারটিকে সাহায্যের জন্য আবেদন করেন।

সমস্যা সমাধানের আর্জি জানাল ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার

উল্লেখ্য, গত মাসে 21 জুন রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন অন্যন্যা চক্রবর্তী জলপাইগুড়িতে আসেন। পরিবারটির সমস্যার কথা শুনেই চেয়ারপার্সন তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের প্রধান সুদীপ ভদ্রকে । কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে পরিবারের সঙ্গে দেখা করা হলেও তাদের নূন্যতম সাহায্য করা হয়নি।

আরও পড়ুন : জলপাইগুড়িতে অসহায় পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন

জলপাইগুড়ি, 15 জুলাই: অভাবের তাড়নায় ভিক্ষা বৃত্তিতে চলে যাওয়া নাবালক শিশুর পরিবারকে ডিসিপিউকে সাহায্য করার নির্দেশ দিলেও এখনও সহযোগিতা পায়নি। জেলাপ্রশাসনের কাজে অখুশি রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগ। শুক্রবার জেলা প্রশাসনকে লিখিতভাবে কেন সাহায্য করা হয়নি, তা জানতে চাওয়া হয়েছে। এই বিষয়টি ইটিভি ভারতে প্রকাশ হলে এদিন পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার (Summons Reply from Jalpaiguri DM on Jalpaiguri Family Living Their Life in Footpath)৷

পৌরসভার চেয়ারম্যান জানান, তিনি বিষয়টি কিছুই জানেন না। ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সঞ্জয় পন্ডিত জানান, ইতিমধ্যেই রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সনের নির্দেশে ওই পরিবারকে আশ্রয় দেবার জন্য পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছিল। 5 জুলাই পৌরসভাকে চিঠি দিয়েও এই পরিবারের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়ছিল। কিন্তু অভিযোগ, জলপাইগুড়ি পৌরসভা তাতে কর্ণপাত করেনি।

আরও পড়ুন : শিশু সুরক্ষা আয়োগ চেয়ারপার্সনের আশ্বাসবাণীই সার, ফুটপাতেই দিন কাটছে অসহায় পরিবারের

এদিন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল জানান, তাঁর কাছে এমন কোনও খবর আসেনি। তিনি এই পরিবারের বিষয়ে কিছুই জানেন না। তিনি পরিবারটিকে সাহায্যের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। পৌরসভার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলি দেখে নিয়ে তাঁদের সমস্যার সমাধান করে দেবেন। এদিনই জলপাইগুড়ি জেলাশাসকের দফতরেই পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পালের সঙ্গে দেখা করেন চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিকরা ও ওয়েলফেয়ার অফিসার। এই পরিবারটিকে সাহায্যের জন্য আবেদন করেন।

সমস্যা সমাধানের আর্জি জানাল ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার

উল্লেখ্য, গত মাসে 21 জুন রাজ্যের শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন অন্যন্যা চক্রবর্তী জলপাইগুড়িতে আসেন। পরিবারটির সমস্যার কথা শুনেই চেয়ারপার্সন তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের প্রধান সুদীপ ভদ্রকে । কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে পরিবারের সঙ্গে দেখা করা হলেও তাদের নূন্যতম সাহায্য করা হয়নি।

আরও পড়ুন : জলপাইগুড়িতে অসহায় পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.