ETV Bharat / state

Badminton Champion: সাব-জুনিয়র ব়্যাংকিং ব্যাডমিন্টন ডাবলসে চ্যাম্পিয়ন বাংলার স্বয়ংদ্যুতি - জলপাইগুড়ির স্বয়ংদ্যুতি ঘোষ

অল ইন্ডিয়া সাব-জুনিয়র ব়্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনূর্ধ্ব-13’র ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন বাংলার স্বয়ংদ্যুতি ঘোষ ৷ জলপাইগুড়ির কিশোর ও তার সঙ্গী প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়েছে ৷

All India Sub-Junior Ranking Badminton ETV BHARAT
All India Sub-Junior Ranking Badminton
author img

By

Published : Jul 5, 2023, 7:19 PM IST

জলপাইগুড়ি, 5 জুলাই: ব্যাডমিন্টনে সর্বভারতীয় স্তরে ডাবলস চ্যাম্পিয়ন জলপাইগুড়ির স্বয়ংদ্যুতি ঘোষ ৷ অল ইন্ডিয়া সাব-জুনিয়র ব়্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনূর্ধ্ব-13’র ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি টাউন ক্লাবের 12 বছরের স্বয়ংদ্যুতি ৷ ডাবলসে তার পার্টনার ছিল অন্ধ্রপ্রদেশের হেমন্ত সামেতলা ৷ খেলার জন্য বর্তমানে বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে কলকাতায় থাকছে জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার ষষ্ঠ শ্রেণির ছাত্র স্বয়ংদ্যুতি ৷

27 জুন থেকে 2 জুলাই পর্যন্ত বিহারের গয়াতে আয়োজিত হয় অল ইন্ডিয়া সাব-জুনিয়র ব়্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৷ সেই টুর্নামেন্টের অনূর্ধ্ব-13 বিভাগে অংশ নিয়েছিল জলপাইগুড়ির স্বয়ংদ্যুতি ৷ ফাইনালে প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়েছে স্বয়ংদ্যুতি এবং হেমন্ত সামেতলা ৷ প্রতিপক্ষ অংশুমান চৌধুরি এবং কন্দর্প শর্মাকে ফাইনালে 17-21, 18-21 স্ট্রেট গেমে হারায় তারা ৷

মাত্র সাড়ে চার বছর বয়সে বাবার হাত ধরে ব্যাডমিন্টন কোর্টে নামা তার ৷ খেলোধূলার জগতে জলপাইগুড়ি টাউন ক্লাব দেশের মানচিত্রে বরাবরই দাগ কেটে এসেছে ৷ স্বয়ংদ্যুতির বাবা শুদ্ধসত্ত্ব ঘোষ পেশায় গ্রামোন্নয়ন দফতরের ইঞ্জিনিয়র ৷ তিনি টাউন ক্লাবের ব্যাডমিন্টন ক্রীড়া সংগঠক ৷ স্বয়ংদ্যুতি বর্তমানে কলকাতার স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমির ছাত্র ৷

স্বয়ংদ্যুতি ইটিভি ভারতকে বলেছে, ‘‘আরও ভালো খেলার জন্য খুব অনুশীলন করব ৷ যাতে করে জলপাইগুড়ির নাম সারা দেশে, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ৷ আগামী দিন দেশের নাম উজ্জ্বল করতে চাই ৷’’ স্বয়ংদ্যুতির বাবা শুদ্ধসত্ত্ব ঘোষ চান, ছেলে আরও ভালো খেলুক ৷ তিনি বলেন, ‘‘জলপাইগুড়ি টাউন ক্লাবের আমি একজন সদস্য ৷ সেই সুবাদে আমার সঙ্গে খেলা শুরু করে ও ৷ টাউন ক্লাবের বাবু রায়, আব্দুল আয়াদ আনসারি-সহ চারজন কোচের কাছেই স্বয়ংদ্যুতি প্রশিক্ষণ নিয়েছে ৷ তাঁদের পরামর্শ মতো ওকে কলকাতায় স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে কোচিংয়ে ভরতি করিয়েছি ৷ আমার স্ত্রী গার্গী দে ঘোষ ছেলেকে নিয়েই কলকাতায় ভাড়া থাকেন ৷ আমাদের ধ্যান-জ্ঞান ছেলের খেলার উপরই আছে ৷’’

আরও পড়ুন: প্রথমবার উইম্বলডনে অতিথি ফেডেক্স, 8 বারের খেতাব জয়ীকে বিশেষ সম্মান আয়োজকদের

শুদ্ধসত্ত্ব ঘোষ জানান, এর আগে অল ইন্ডিয়া ব়্যাংকিংয়ে রানার-আপ হয়েছিল ৷ সেই সময় একটা চোট ছিল তার ৷ ফাইনালে ইনজেকশন নিয়ে খেলতে হয়েছিল তাকে ৷ স্বয়ংদ্যুতি এতদিন জলপাইগুড়ির আশালতা বসু বিদ্যালয়ে পড়াশোনা করত ৷ কিন্তু, এ বছর স্বয়ংদ্যুতিকে টেকনো ইন্ডিয়া স্কুলে ভরতি করিয়েছেন তার বাবা ৷ তিনি জানান, স্কুল কর্তৃপক্ষ সবদিক থেকেই সহযোগিতা করছে তাঁদের ৷ স্টার অ্যাকাডেমিতেও একাধিক দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে কোচিং চলছে স্বয়ংদ্যুতির ৷ আগামী পরশুদিন ভুবনেশ্বরে খেলার জন্য যাবে সে ৷ তারপর কলকাতায় এসে আরও একটি টুর্নামেন্টে অংশ নেবে স্বয়ংদ্যুতি ৷ সেই টুর্নামেন্ট শেষ হলে জলপাইগুড়ির বাড়িতে ফিরবে সয়ংদ্যুতি।

জলপাইগুড়ি, 5 জুলাই: ব্যাডমিন্টনে সর্বভারতীয় স্তরে ডাবলস চ্যাম্পিয়ন জলপাইগুড়ির স্বয়ংদ্যুতি ঘোষ ৷ অল ইন্ডিয়া সাব-জুনিয়র ব়্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনূর্ধ্ব-13’র ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি টাউন ক্লাবের 12 বছরের স্বয়ংদ্যুতি ৷ ডাবলসে তার পার্টনার ছিল অন্ধ্রপ্রদেশের হেমন্ত সামেতলা ৷ খেলার জন্য বর্তমানে বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে কলকাতায় থাকছে জলপাইগুড়ির রেসকোর্স পাড়ার ষষ্ঠ শ্রেণির ছাত্র স্বয়ংদ্যুতি ৷

27 জুন থেকে 2 জুলাই পর্যন্ত বিহারের গয়াতে আয়োজিত হয় অল ইন্ডিয়া সাব-জুনিয়র ব়্যাংকিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৷ সেই টুর্নামেন্টের অনূর্ধ্ব-13 বিভাগে অংশ নিয়েছিল জলপাইগুড়ির স্বয়ংদ্যুতি ৷ ফাইনালে প্রতিপক্ষকে স্ট্রেট গেমে হারিয়েছে স্বয়ংদ্যুতি এবং হেমন্ত সামেতলা ৷ প্রতিপক্ষ অংশুমান চৌধুরি এবং কন্দর্প শর্মাকে ফাইনালে 17-21, 18-21 স্ট্রেট গেমে হারায় তারা ৷

মাত্র সাড়ে চার বছর বয়সে বাবার হাত ধরে ব্যাডমিন্টন কোর্টে নামা তার ৷ খেলোধূলার জগতে জলপাইগুড়ি টাউন ক্লাব দেশের মানচিত্রে বরাবরই দাগ কেটে এসেছে ৷ স্বয়ংদ্যুতির বাবা শুদ্ধসত্ত্ব ঘোষ পেশায় গ্রামোন্নয়ন দফতরের ইঞ্জিনিয়র ৷ তিনি টাউন ক্লাবের ব্যাডমিন্টন ক্রীড়া সংগঠক ৷ স্বয়ংদ্যুতি বর্তমানে কলকাতার স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমির ছাত্র ৷

স্বয়ংদ্যুতি ইটিভি ভারতকে বলেছে, ‘‘আরও ভালো খেলার জন্য খুব অনুশীলন করব ৷ যাতে করে জলপাইগুড়ির নাম সারা দেশে, সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ৷ আগামী দিন দেশের নাম উজ্জ্বল করতে চাই ৷’’ স্বয়ংদ্যুতির বাবা শুদ্ধসত্ত্ব ঘোষ চান, ছেলে আরও ভালো খেলুক ৷ তিনি বলেন, ‘‘জলপাইগুড়ি টাউন ক্লাবের আমি একজন সদস্য ৷ সেই সুবাদে আমার সঙ্গে খেলা শুরু করে ও ৷ টাউন ক্লাবের বাবু রায়, আব্দুল আয়াদ আনসারি-সহ চারজন কোচের কাছেই স্বয়ংদ্যুতি প্রশিক্ষণ নিয়েছে ৷ তাঁদের পরামর্শ মতো ওকে কলকাতায় স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে কোচিংয়ে ভরতি করিয়েছি ৷ আমার স্ত্রী গার্গী দে ঘোষ ছেলেকে নিয়েই কলকাতায় ভাড়া থাকেন ৷ আমাদের ধ্যান-জ্ঞান ছেলের খেলার উপরই আছে ৷’’

আরও পড়ুন: প্রথমবার উইম্বলডনে অতিথি ফেডেক্স, 8 বারের খেতাব জয়ীকে বিশেষ সম্মান আয়োজকদের

শুদ্ধসত্ত্ব ঘোষ জানান, এর আগে অল ইন্ডিয়া ব়্যাংকিংয়ে রানার-আপ হয়েছিল ৷ সেই সময় একটা চোট ছিল তার ৷ ফাইনালে ইনজেকশন নিয়ে খেলতে হয়েছিল তাকে ৷ স্বয়ংদ্যুতি এতদিন জলপাইগুড়ির আশালতা বসু বিদ্যালয়ে পড়াশোনা করত ৷ কিন্তু, এ বছর স্বয়ংদ্যুতিকে টেকনো ইন্ডিয়া স্কুলে ভরতি করিয়েছেন তার বাবা ৷ তিনি জানান, স্কুল কর্তৃপক্ষ সবদিক থেকেই সহযোগিতা করছে তাঁদের ৷ স্টার অ্যাকাডেমিতেও একাধিক দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে কোচিং চলছে স্বয়ংদ্যুতির ৷ আগামী পরশুদিন ভুবনেশ্বরে খেলার জন্য যাবে সে ৷ তারপর কলকাতায় এসে আরও একটি টুর্নামেন্টে অংশ নেবে স্বয়ংদ্যুতি ৷ সেই টুর্নামেন্ট শেষ হলে জলপাইগুড়ির বাড়িতে ফিরবে সয়ংদ্যুতি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.