ETV Bharat / state

কোটা থেকে চলতি সপ্তাহে ফিরছেন জলপাইগুড়ির পডুয়ারা

author img

By

Published : Apr 29, 2020, 6:55 PM IST

জেলায় ফিরিয়ে এনে প্রথমে কোয়ারানটিনে রাখা হবে । সোয়াবের নমুনাও পরীক্ষা করা হবে ।

Jalpaiguri
জলপাইগুড়ি

জলপাইগুড়ি, 29 এপ্রিল : রাজস্থানের কোটা থেকে জলপাইগুড়ি জেলার পড়ুয়াদের ফেরানোর উদ্যোগ গ্রহণ করল জেলা প্রশাসন । জেলায় ফিরিয়ে এনে প্রথমে তাঁদের কোয়ারানটিনে রাখা হবে । সোয়াবের নমুনাও পরীক্ষা করা হবে । জলপাইগুড়ি জেলার মোট 106 জন পড়ুয়াকে রাজস্থানের কোটা থেকে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি ।

জেলাশাসক বলেন, "রাজস্থানের কোটাতে পড়তে যাওয়া জলপাইগুড়ি জেলার পড়ুয়াদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে । দুই - তিন দিনের মধ্যেই তাঁরা জেলায় চলে আসবেন । তাঁদেরকে আমরা কোয়ারানটিন কেন্দ্রে রাখব । তাঁদের সকলের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে । রিপোর্ট যদি নেগেটিভ ধরা পরে তবেই ছাড়া হবে । তবে রিপোর্ট নেগেটিভ হলেও সকল পড়ুয়াদের হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হবে । "

সূত্রের খবর, কোটা থেকে আগত পড়ুয়াদের রাজগঞ্জের লায়নস্ ক্লাবের হাসপাতালে তৈরি কোয়ারানটিন কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হবে । যদি সেখানে জায়গা না হয়, তাহলে জেলা প্রশাসনকে বিকল্প থাকার ব্যবস্থার চিন্তা ভাবনা করতে হবে ।

জলপাইগুড়ি থেকে রাজস্থানের কোটায় পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন । তাঁদের জলপাইগুড়িতে ফিরিয়ে আনার আরজি জানিয়েছিল লায়নস ক্লাব ইন্টারন্যাশনালের জলপাইগুড়ি শাখা । সংগঠনের তরফে বিনিত খড়িয়া জানান, "আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পৌরপ্রধানের দ্বারস্থ হয়েছিলাম । আমরা খুশি যে প্রশাসন আমাদের আরজি শুনেছেন । জেলার ছেলেমেয়েরা জেলায় ফিরছে ।" রাজস্থানের কোটার ওল্ড রাজীব গান্ধি নগরের এক হোস্টেলে রয়েছেন জলপাইগুড়ি দিনবাজারের এক ছাত্রী । ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁদের হস্টেলের কাছেই কোরোনার সংক্রমণের হদিস মিলেছে । উত্তরবঙ্গের শিলিগুড়ি, বাগডোগরাসহ মুর্শিদাবাদের বেশকিছু পড়ুয়া রয়েছে সেখানে ।

জলপাইগুড়ি, 29 এপ্রিল : রাজস্থানের কোটা থেকে জলপাইগুড়ি জেলার পড়ুয়াদের ফেরানোর উদ্যোগ গ্রহণ করল জেলা প্রশাসন । জেলায় ফিরিয়ে এনে প্রথমে তাঁদের কোয়ারানটিনে রাখা হবে । সোয়াবের নমুনাও পরীক্ষা করা হবে । জলপাইগুড়ি জেলার মোট 106 জন পড়ুয়াকে রাজস্থানের কোটা থেকে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি ।

জেলাশাসক বলেন, "রাজস্থানের কোটাতে পড়তে যাওয়া জলপাইগুড়ি জেলার পড়ুয়াদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে । দুই - তিন দিনের মধ্যেই তাঁরা জেলায় চলে আসবেন । তাঁদেরকে আমরা কোয়ারানটিন কেন্দ্রে রাখব । তাঁদের সকলের সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে । রিপোর্ট যদি নেগেটিভ ধরা পরে তবেই ছাড়া হবে । তবে রিপোর্ট নেগেটিভ হলেও সকল পড়ুয়াদের হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হবে । "

সূত্রের খবর, কোটা থেকে আগত পড়ুয়াদের রাজগঞ্জের লায়নস্ ক্লাবের হাসপাতালে তৈরি কোয়ারানটিন কেন্দ্রে রাখার ব্যবস্থা করা হবে । যদি সেখানে জায়গা না হয়, তাহলে জেলা প্রশাসনকে বিকল্প থাকার ব্যবস্থার চিন্তা ভাবনা করতে হবে ।

জলপাইগুড়ি থেকে রাজস্থানের কোটায় পড়তে যাওয়া ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন । তাঁদের জলপাইগুড়িতে ফিরিয়ে আনার আরজি জানিয়েছিল লায়নস ক্লাব ইন্টারন্যাশনালের জলপাইগুড়ি শাখা । সংগঠনের তরফে বিনিত খড়িয়া জানান, "আমরা ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পৌরপ্রধানের দ্বারস্থ হয়েছিলাম । আমরা খুশি যে প্রশাসন আমাদের আরজি শুনেছেন । জেলার ছেলেমেয়েরা জেলায় ফিরছে ।" রাজস্থানের কোটার ওল্ড রাজীব গান্ধি নগরের এক হোস্টেলে রয়েছেন জলপাইগুড়ি দিনবাজারের এক ছাত্রী । ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁদের হস্টেলের কাছেই কোরোনার সংক্রমণের হদিস মিলেছে । উত্তরবঙ্গের শিলিগুড়ি, বাগডোগরাসহ মুর্শিদাবাদের বেশকিছু পড়ুয়া রয়েছে সেখানে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.