ETV Bharat / state

Students in Sweater at Schools : তীব্র গরমে জ্বলছে দক্ষিণ, উত্তরে সোয়েটার পরে স্কুলে পড়ুয়ারা

দক্ষিণবঙ্গে যখন তীব্র গরম উত্তরবঙ্গে, তখন সোয়েটার পরে ছাত্রদের স্কুলে আসতে দেখা গেল । দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টি হয়েছে (Students in Sweater at Schools) ৷ আগামী কয়েক ঘণ্টার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

Students put on Sweater in Schools of Jalpaiguri
জলপাইগুড়িতে সোয়েটার পরে স্কুলে পড়ুয়ারা
author img

By

Published : Apr 30, 2022, 5:54 PM IST

জলপাইগুড়ি, 30 এপ্রিল : দক্ষিণবঙ্গে যখন তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ । চাতক পাখির মতো চেয়ে আছে এক পশলা বৃষ্টির দিকে ৷ ঠিক তার উলটো চিত্র দেখা যাচ্ছে জলপাইগুড়িতে । সোয়েটার গায়ে গুটি গুটি পায়ে ছাত্ররা আসছে স্কুলে (Students put on Sweater in Schools of Jalpaiguri) ৷

গরমের পর এল বৃষ্টি । ফলে স্বস্তির নিঃশ্বাস জলপাইগুড়িতে । আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে যখন তীব্র তাপপ্রবাহ হচ্ছে, সেই জায়গায় উত্তরের জেলাগুলোতে বৃষ্টিতে শীতল আবহাওয়ায় খুশি জলপাইগুড়িবাসী ।

Students put on Sweater in Schools of Jalpaiguri
জলপাইগুড়িতে সোয়েটার পরে স্কুলে পড়ুয়ারা

সকালে বৃষ্টির সঙ্গে হালকা হাওয়া থাকায় ছাত্রদের সোয়েটার পরে স্কুলে আসাতে দেখা গেল । যেখানে প্রচণ্ড গরমে রাজ্য সরকার ইতিমধ্যে স্কুলে ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে । সেখানে উত্তরবঙ্গে এমন আবহাওয়াতে কেন ছুটি হবে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে । সকাল থেকেই জেলাজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া লক্ষ করা গিয়েছে ৷

তীব্র গরমে জ্বলছে দক্ষিণ, উত্তরে সোয়েটার পরে স্কুলে পড়ুয়ারা

আরও পড়ুন : Rain Possibility Saturday : শনিবার সন্ধ্যায় ভিজতে পারে তিলোত্তমা

জলপাইগুড়ি, 30 এপ্রিল : দক্ষিণবঙ্গে যখন তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ । চাতক পাখির মতো চেয়ে আছে এক পশলা বৃষ্টির দিকে ৷ ঠিক তার উলটো চিত্র দেখা যাচ্ছে জলপাইগুড়িতে । সোয়েটার গায়ে গুটি গুটি পায়ে ছাত্ররা আসছে স্কুলে (Students put on Sweater in Schools of Jalpaiguri) ৷

গরমের পর এল বৃষ্টি । ফলে স্বস্তির নিঃশ্বাস জলপাইগুড়িতে । আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে যখন তীব্র তাপপ্রবাহ হচ্ছে, সেই জায়গায় উত্তরের জেলাগুলোতে বৃষ্টিতে শীতল আবহাওয়ায় খুশি জলপাইগুড়িবাসী ।

Students put on Sweater in Schools of Jalpaiguri
জলপাইগুড়িতে সোয়েটার পরে স্কুলে পড়ুয়ারা

সকালে বৃষ্টির সঙ্গে হালকা হাওয়া থাকায় ছাত্রদের সোয়েটার পরে স্কুলে আসাতে দেখা গেল । যেখানে প্রচণ্ড গরমে রাজ্য সরকার ইতিমধ্যে স্কুলে ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে । সেখানে উত্তরবঙ্গে এমন আবহাওয়াতে কেন ছুটি হবে, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে । সকাল থেকেই জেলাজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া লক্ষ করা গিয়েছে ৷

তীব্র গরমে জ্বলছে দক্ষিণ, উত্তরে সোয়েটার পরে স্কুলে পড়ুয়ারা

আরও পড়ুন : Rain Possibility Saturday : শনিবার সন্ধ্যায় ভিজতে পারে তিলোত্তমা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.