জলপাইগুড়ি, 2 মে : রাজস্থান থেকে আসা ছাত্রছাত্রীদের অধিকাংশই বাড়ি ফিরে গেলেন। থাকলেন না সরকারি কোয়ারানটিন সেন্টারে। হোম কোয়ারানটিনে থাকার সিদ্ধান্ত নেন তাঁরা ।
গতরাতে রাজস্থানের কোটা থেকে জলপাইগুড়ির ছাত্র-ছাত্রীরা শিলিগুড়িতে আসেন । দুইটি বাসে প্রায় ৪০ জনকে জলপাইগুড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ট্রেনিং সেন্টারে নিয়ে আসা হয় । জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছিল । ছাত্র-ছাত্রীদের ভালো খাওয়া-দাওয়ার কথা চিন্তা করে প্রশাসনকে সাহায্য করার জন্য এগিয়ে আসে একটি ক্লাব। পড়ুয়াদর খাওয়ার জন্য বুফে-র ব্যবস্থা করা হয়।
কিন্তু কোয়ারানটিন সেন্টারে যেতে রাজি হননি অধিকাংশই । তাঁরা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ । এরপর প্রশাসন রাতেই তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে । যদিও কয়েকজন প্রশাসনের নির্ধারিত জায়গায় থাকার কথা মেনে নেন । কিন্তু অনেকে বাড়ি চলে যান । প্রসঙ্গত, প্রশাসনের পরিকল্পনা ছিল এখান থেকেই সবার সোয়াব পরীক্ষা করে তারপর তাঁদের বাড়ি পাঠানো হবে ।
সংশ্লিষ্ট ক্লাবের পক্ষে বিনিত খড়িয়া, নিশান্ত চৌধুরি বলেন, “আমরা ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে খাওয়ার ব্যবস্থা করেছিলাম । যাতে তাঁদের মনে না হয় তাঁরা খারাপ অবস্থায় আছেন । প্রশাসন আমাদের সাহায্য করেছে । কিন্তু, গভীর রাতেই দুই একজন বাদে সবাই বাড়ি চলে যান । তাঁরা হোম কোয়ারানটিনে থাকবেন ।”