ETV Bharat / state

Student Died by Suicide: পরীক্ষায় নকলের মিথ্যে অপবাদ, সইতে না-পেরে আত্মঘাতী ছাত্রী

author img

By

Published : Dec 10, 2022, 9:08 PM IST

পরীক্ষায় নকল করায় বাবা ও মাকে বিদ্যালয়ে ডেকে শিক্ষিকাদের অপমান ৷ সহ্য করতে না-পেরে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা (Student Died by Suicide) অষ্টম শ্রেণির ছাত্রীর ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের দেবনগরে (Student Died by Suicide at Debnagar)। মৃত ছাত্রীর নাম শ্রেয়া ঘোষ (13)।

Student Died by Suicide
পরীক্ষায় নকলের মিথ্যা অপবাদ সহ্য করতে না-পেরে আত্মঘাতী ছাত্রী

পরীক্ষায় নকলের মিথ্যা অপবাদ সহ্য করতে না-পেরে আত্মহত্যা ছাত্রীর

জলপাইগুড়ি, 10 ডিসেম্বর: "স্কুল থেকে চিটিং করার মিথ্যা অপবাদ আমি সহ্য করতে পারলাম না। একটা মেয়ের জন্য আমার পুরো জীবনের কলঙ্ক লেগে গেল।" পরীক্ষায় নকল করার মিথ্যে অপবাদ সহ্য করতে না-পেরে সুইসাইড নোট (Suicide Note) লিখে আত্মঘাতী ছাত্রী। মৃত ছাত্রীর নাম শ্রেয়া ঘোষ (13)। ঘটনায় প্রধান শিক্ষিকার পাশাপাশি আরও দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ মৃত ছাত্রীর পরিবারের (Student Died by Suicide at Debnagar) । জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল শ্রেয়া ৷

মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ চলতি মাসের 7 তারিখ স্কুলে অষ্টম শ্রেণির সংস্কৃত পরীক্ষা ছিল। অভিযোগ, পরীক্ষা চলাকালীন ক্লাসের এক সহপাঠী শ্রেণি শিক্ষিকাকে অভিযোগ করেন শ্রেয়া পরীক্ষায় নকল করছে। এরপর শিক্ষিকা শ্রেয়াকে চেক করেন। চেক করে নকলের কিছুই পান না। তারপরেও পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি জানানো হয়। পরদিন অর্থাৎ, 8 ডিসেম্বর শ্রেয়ার বাবা দেবদুলাল ঘোষ ও মা শিল্পী ঘোষ বিদ্যালয়ের গেলে শ্রেয়ার সামনেই বাবা ও মাকে অপমান করা হয় শিক্ষিকাদের তরফে । এরপর 9 তারিখ রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শ্রেয়া ৷

আরও পড়ুন: স্ত্রী'র মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার স্বামী

আত্মহত্যার আগে সমগ্র ঘটনা সুইসাইড নোটে লিখে গিয়েছে মৃত ছাত্রী। পরিবার সুইসাইড নোটকে হাতিয়ার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছাড়াও আরও দুই শিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা ভাবেন। শ্রেয়ার মৃতদেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। তাঁর আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেবনগর এলাকায়। কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে । যদিও এখনও পর্যন্ত থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের পক্ষ থেকে।

পরীক্ষায় নকলের মিথ্যা অপবাদ সহ্য করতে না-পেরে আত্মহত্যা ছাত্রীর

জলপাইগুড়ি, 10 ডিসেম্বর: "স্কুল থেকে চিটিং করার মিথ্যা অপবাদ আমি সহ্য করতে পারলাম না। একটা মেয়ের জন্য আমার পুরো জীবনের কলঙ্ক লেগে গেল।" পরীক্ষায় নকল করার মিথ্যে অপবাদ সহ্য করতে না-পেরে সুইসাইড নোট (Suicide Note) লিখে আত্মঘাতী ছাত্রী। মৃত ছাত্রীর নাম শ্রেয়া ঘোষ (13)। ঘটনায় প্রধান শিক্ষিকার পাশাপাশি আরও দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ মৃত ছাত্রীর পরিবারের (Student Died by Suicide at Debnagar) । জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল শ্রেয়া ৷

মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ চলতি মাসের 7 তারিখ স্কুলে অষ্টম শ্রেণির সংস্কৃত পরীক্ষা ছিল। অভিযোগ, পরীক্ষা চলাকালীন ক্লাসের এক সহপাঠী শ্রেণি শিক্ষিকাকে অভিযোগ করেন শ্রেয়া পরীক্ষায় নকল করছে। এরপর শিক্ষিকা শ্রেয়াকে চেক করেন। চেক করে নকলের কিছুই পান না। তারপরেও পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি জানানো হয়। পরদিন অর্থাৎ, 8 ডিসেম্বর শ্রেয়ার বাবা দেবদুলাল ঘোষ ও মা শিল্পী ঘোষ বিদ্যালয়ের গেলে শ্রেয়ার সামনেই বাবা ও মাকে অপমান করা হয় শিক্ষিকাদের তরফে । এরপর 9 তারিখ রাতে বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শ্রেয়া ৷

আরও পড়ুন: স্ত্রী'র মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার স্বামী

আত্মহত্যার আগে সমগ্র ঘটনা সুইসাইড নোটে লিখে গিয়েছে মৃত ছাত্রী। পরিবার সুইসাইড নোটকে হাতিয়ার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছাড়াও আরও দুই শিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার কথা ভাবেন। শ্রেয়ার মৃতদেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। তাঁর আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেবনগর এলাকায়। কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে । যদিও এখনও পর্যন্ত থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের পক্ষ থেকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.