ETV Bharat / state

DA Agitation in Jalpaiguri: বকেয়া ডিএ নিয়ে অভিনব প্রতিবাদ, রাজ্যের কোষাগারে 36 টাকা করে প্রদান সরকারি কর্মচারীদের

author img

By

Published : Apr 18, 2023, 10:04 PM IST

Updated : Apr 18, 2023, 11:07 PM IST

ডিএ নিয়ে আন্দোলন এখনও চলছে রাজ্য সরকারি কর্মচারীদের ৷ ঠিক যেন তাপমাত্রার পারদ চড়ার সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আন্দোলনের মাত্রা চড়ছে ৷ জলপাইগুড়িতে সরকারি কোষাগারে 36 টাকা দিয়ে অভিনব প্রতিবাদ রাজ্য সরকারি কর্মীদের ৷

Etv Bharat
ডিএ নিয়ে অভিনব প্রতিবাদ
বকেয়া ডিএ নিয়ে অভিনব প্রতিবাদ

জলপাইগুড়ি, 18 এপ্রিল: 36 শতাংশ ডিএ বাকি রাজ্য সরকারি কর্মচারীদের। তারই প্রতিবাদে মন্ত্রীদের খাতে 36 টাকা দিয়ে অভিনব প্রতিবাদ করলেন রাজ্য সরকারি কর্মচারীরা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে প্রথমে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যানার পোস্টার নিয়ে ডিএ-এর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্য সরকারি কর্মচারীরা। এর পরে ব্যাঙ্কে ঢুকে সরকারি অ্যাকাউন্টে 36 টাকা করে প্রদান করেন তারা ৷

আর এই কর্মসূচির মধ্যে দিয়ে বকেয়া মহার্ঘভাতা প্রদান না-করার অভিনব প্রতিবাদ করলো রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। রাজ্যের কোষাগারে অর্থ সংকট, সেই সংকটে সাহায্য করতেই এদিন 36 টাকা করে কোষাগারে প্রদান করেন সরকারি কর্মচারিরা। রাজ্য সরকারি কর্মীদের 36শতাংশ ডিএ বকেয়া থাকলেও, মন্ত্রীদের ভাতা যাতে বন্ধ না-হয়, এ বিষয়েই কটাক্ষ করা হয়েছে এদিনের প্রতিবাদে ।

রাজ্য কো অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস জানান, এখন 36 শতাংশ মহার্ঘভাতা বকেয়া। বকেয়ার ভাতার দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। কাজ হয়নি কিছুই ৷ তার প্রতিবাদে 36 টাকা করে রাজ্য কোষাগারে জমা করা হয়েছে। শুধু তাই নয়, ওই টাকা ফেরৎ দেওয়া হচ্ছে ৷ মন্ত্রীরা যে খাত থেকে ভাতা পান সেই খাতে এই টাকা জমা দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ডিএ জট কাটাতে কর্মচারীদের ফের রাজ্যের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব হাইকোর্টের

তিনি আরও বলেন, "আমরা বকেয়া ডিএ-র দাবি করছি। বকেয়া ডিএ 36 শতাংশ হয়ে গিয়েছে। আমাদের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে । এটা আমাদের অধিকার । বকেয়া মহার্ঘ ভাতা ফেরতের কোনও উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে না । তাই আমরা প্রতীকী অর্থ ফেরতের কর্মসূচি গ্রহণ করেছি । যেহেতু 36 শতাংশ ডিএ আমাদের বাকি তাই আমরা 36 টাকা দান করেছি । এই অর্থ আমরা মাননীয় মন্ত্রীদের দিচ্ছি । অর্থাৎ মন্ত্রীরা যে খাত থেকে ভাতা পান । আমরা তাদের সেই খাতে 36 টাকা করে অর্থ দান করছি প্রতিবাদ হিসেবে ।"

বকেয়া ডিএ নিয়ে অভিনব প্রতিবাদ

জলপাইগুড়ি, 18 এপ্রিল: 36 শতাংশ ডিএ বাকি রাজ্য সরকারি কর্মচারীদের। তারই প্রতিবাদে মন্ত্রীদের খাতে 36 টাকা দিয়ে অভিনব প্রতিবাদ করলেন রাজ্য সরকারি কর্মচারীরা। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে প্রথমে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যানার পোস্টার নিয়ে ডিএ-এর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন রাজ্য সরকারি কর্মচারীরা। এর পরে ব্যাঙ্কে ঢুকে সরকারি অ্যাকাউন্টে 36 টাকা করে প্রদান করেন তারা ৷

আর এই কর্মসূচির মধ্যে দিয়ে বকেয়া মহার্ঘভাতা প্রদান না-করার অভিনব প্রতিবাদ করলো রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সদস্যরা। রাজ্যের কোষাগারে অর্থ সংকট, সেই সংকটে সাহায্য করতেই এদিন 36 টাকা করে কোষাগারে প্রদান করেন সরকারি কর্মচারিরা। রাজ্য সরকারি কর্মীদের 36শতাংশ ডিএ বকেয়া থাকলেও, মন্ত্রীদের ভাতা যাতে বন্ধ না-হয়, এ বিষয়েই কটাক্ষ করা হয়েছে এদিনের প্রতিবাদে ।

রাজ্য কো অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস জানান, এখন 36 শতাংশ মহার্ঘভাতা বকেয়া। বকেয়ার ভাতার দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে। কাজ হয়নি কিছুই ৷ তার প্রতিবাদে 36 টাকা করে রাজ্য কোষাগারে জমা করা হয়েছে। শুধু তাই নয়, ওই টাকা ফেরৎ দেওয়া হচ্ছে ৷ মন্ত্রীরা যে খাত থেকে ভাতা পান সেই খাতে এই টাকা জমা দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ডিএ জট কাটাতে কর্মচারীদের ফের রাজ্যের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব হাইকোর্টের

তিনি আরও বলেন, "আমরা বকেয়া ডিএ-র দাবি করছি। বকেয়া ডিএ 36 শতাংশ হয়ে গিয়েছে। আমাদের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে । এটা আমাদের অধিকার । বকেয়া মহার্ঘ ভাতা ফেরতের কোনও উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছে না । তাই আমরা প্রতীকী অর্থ ফেরতের কর্মসূচি গ্রহণ করেছি । যেহেতু 36 শতাংশ ডিএ আমাদের বাকি তাই আমরা 36 টাকা দান করেছি । এই অর্থ আমরা মাননীয় মন্ত্রীদের দিচ্ছি । অর্থাৎ মন্ত্রীরা যে খাত থেকে ভাতা পান । আমরা তাদের সেই খাতে 36 টাকা করে অর্থ দান করছি প্রতিবাদ হিসেবে ।"

Last Updated : Apr 18, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.