ETV Bharat / state

মোহন বোসকে ছাড়াই জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক সহ 5 জনের নাম প্রকাশ - name of administrator of Jalpaiguri municipality disclosed

জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বোসকে ছাড়াই প্রশাসক সহ পাঁচজনের নাম প্রকাশের ফলে ক্ষুব্ধ তাঁর অনুগামীরা ।

জলপাইগুড়ি পৌরসভা
জলপাইগুড়ি পৌরসভা
author img

By

Published : May 16, 2020, 12:28 AM IST

জলপাইগুড়ি, 15 মে: জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বোসকে বাদ দিয়েই প্রশাসক সহ পাঁচজনের নামের তালিকা প্রকাশ করল পৌর ও নগর উন্নয়ন দপ্তর । 17 মে শেষ হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ । তার আগে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসকের নাম ঘোষণা করল রাজ্য সরকার । এইভাবে প্রশাসক বসানো আইনসিদ্ধ কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ।

জলপাইগুড়ি পৌরসভার 23 বছরের চেয়ারম্যান মোহন বোসকে বাদ দিয়েই পৌরসভার বিদায়ী বোর্ডের উপ পৌরমাতা পাপিয়া পালকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে । পাশাপাশি চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত ও সৈকত চট্টোপাধ্যায় সহ তৃণমূলের দুই কাউন্সিলর নিপু শা ও বিশ্বজিৎ সরকারকে সদস্য হিসেবে রাখা হয়েছে ।

এদিকে মোহন বোসকে ছাড়াই প্রশাসক সহ পাঁচজনের নাম প্রকাশের ফলে তাঁর অনুগামীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে । মোহন বোস শারীরিকভাবে অসুস্থ । দিল্লিতে দীর্ঘদিনের চিকিৎসার পর বর্তমানে তিনি জলপাইগুড়িতে আছেন । শারীরিক অবস্থা আগের মতো নেই । তাই তাঁকে সরিয়েই সেই জায়গায় পাপিয়া পালকেই প্রশাসক হিসেবে বসানো হল বলে মনে করা হচ্ছে । এদিকে জলপাইগুড়ি পৌরসভায় এইভাবে তৃণমূলের উপ পৌরমাতাকে প্রশাসক হিসেবে বসানো আইনসিদ্ধ কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী কাউন্সিলররা ।

জলপাইগুড়ি, 15 মে: জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বোসকে বাদ দিয়েই প্রশাসক সহ পাঁচজনের নামের তালিকা প্রকাশ করল পৌর ও নগর উন্নয়ন দপ্তর । 17 মে শেষ হচ্ছে জলপাইগুড়ি পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ । তার আগে জলপাইগুড়ি পৌরসভার প্রশাসকের নাম ঘোষণা করল রাজ্য সরকার । এইভাবে প্রশাসক বসানো আইনসিদ্ধ কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ।

জলপাইগুড়ি পৌরসভার 23 বছরের চেয়ারম্যান মোহন বোসকে বাদ দিয়েই পৌরসভার বিদায়ী বোর্ডের উপ পৌরমাতা পাপিয়া পালকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে । পাশাপাশি চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত ও সৈকত চট্টোপাধ্যায় সহ তৃণমূলের দুই কাউন্সিলর নিপু শা ও বিশ্বজিৎ সরকারকে সদস্য হিসেবে রাখা হয়েছে ।

এদিকে মোহন বোসকে ছাড়াই প্রশাসক সহ পাঁচজনের নাম প্রকাশের ফলে তাঁর অনুগামীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে । মোহন বোস শারীরিকভাবে অসুস্থ । দিল্লিতে দীর্ঘদিনের চিকিৎসার পর বর্তমানে তিনি জলপাইগুড়িতে আছেন । শারীরিক অবস্থা আগের মতো নেই । তাই তাঁকে সরিয়েই সেই জায়গায় পাপিয়া পালকেই প্রশাসক হিসেবে বসানো হল বলে মনে করা হচ্ছে । এদিকে জলপাইগুড়ি পৌরসভায় এইভাবে তৃণমূলের উপ পৌরমাতাকে প্রশাসক হিসেবে বসানো আইনসিদ্ধ কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী কাউন্সিলররা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.