ETV Bharat / state

পুজোয় কীভাবে ডিউটি করতে হবে, সিভিল ডিফেন্সের কর্মীদের বোঝালেন DSP ট্রাফিক - DSP ট্রাফিক মলয় দাস

আজ জলপাইগুড়ি ট্রাফিক অফিসের সামনে সিভিল ডিফেন্সের কর্মীদের পুজোর ডিউটি কীভাবে করতে হবে তা বুঝিয়ে দেন DSP ট্রাফিক মলয় দাস । পুলিশের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে নো-এন্ট্রি পয়েন্টে মোতায়েন করা হবে সিভিল ডিফেন্স-এর কর্মীদের ।

special traffic control in Jalpaiguri town during puja festival
পুজোয় জলপাইগুড়ি শহরে থাকছে বিশেষ ট্রাফিক কন্ট্রোল
author img

By

Published : Oct 21, 2020, 9:26 PM IST

জলপাইগুড়ি, 21 অক্টোবর : ডিউটির সময় কোনও ব্যক্তির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়া চলবে না । পুজোর সময় ডিউটি করতে গিয়ে কাউকে অসম্মান করা চলবে না । সিভিল ডিফেন্সের কর্মীদের এভাবেই বার্তা দিলেন DSP ট্রাফিক মলয় দাস । পঞ্চমী থেকে দশ দিনের জন্য কয়েকশো সিভিল ডিফেন্সের কর্মীকে পুজোর ডিউটিতে নেওয়া হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে ।

আজ জলপাইগুড়ি ট্রাফিক অফিসের সামনে সিভিল ডিফেন্সের কর্মীদের পুজোর ডিউটি কীভাবে করতে হবে তা বুঝিয়ে দেন DSP ট্রাফিক মলয় দাস । পুলিশের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে নো-এন্ট্রি পয়েন্টে মোতায়েন করা হবে সিভিল ডিফেন্স-এর কর্মীদের । ফলে তাঁরা কীভাবে কাজ করবেন, কেমন তাঁদের ব্যবহার হওয়া প্রয়োজন সব কিছুই বুঝিয়ে দেন DSP ।

জলপাইগুড়ি শহরের দিশারি, কদমতলা দুর্গাবাড়ি, পাতকাটা কলোনি তরুন দল, মহুরিপাড়া, জাগ্রত সংঘ-সহ অন্যান্য পুজো কমিটির সামনে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় । সেই সব জায়গায় এবার যাতে কোন রকম ভিড় না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে । পাশাপাশি কোন জায়গায় বেশি জমায়েত হলে সেখানে পুলিশের টিম গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করে দেবে। এ ছাড়া শহরে বাসসহ ভারী যানবাহন ও টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ।

জলপাইগুড়ি, 21 অক্টোবর : ডিউটির সময় কোনও ব্যক্তির সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়া চলবে না । পুজোর সময় ডিউটি করতে গিয়ে কাউকে অসম্মান করা চলবে না । সিভিল ডিফেন্সের কর্মীদের এভাবেই বার্তা দিলেন DSP ট্রাফিক মলয় দাস । পঞ্চমী থেকে দশ দিনের জন্য কয়েকশো সিভিল ডিফেন্সের কর্মীকে পুজোর ডিউটিতে নেওয়া হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে ।

আজ জলপাইগুড়ি ট্রাফিক অফিসের সামনে সিভিল ডিফেন্সের কর্মীদের পুজোর ডিউটি কীভাবে করতে হবে তা বুঝিয়ে দেন DSP ট্রাফিক মলয় দাস । পুলিশের পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে নো-এন্ট্রি পয়েন্টে মোতায়েন করা হবে সিভিল ডিফেন্স-এর কর্মীদের । ফলে তাঁরা কীভাবে কাজ করবেন, কেমন তাঁদের ব্যবহার হওয়া প্রয়োজন সব কিছুই বুঝিয়ে দেন DSP ।

জলপাইগুড়ি শহরের দিশারি, কদমতলা দুর্গাবাড়ি, পাতকাটা কলোনি তরুন দল, মহুরিপাড়া, জাগ্রত সংঘ-সহ অন্যান্য পুজো কমিটির সামনে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় । সেই সব জায়গায় এবার যাতে কোন রকম ভিড় না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে । পাশাপাশি কোন জায়গায় বেশি জমায়েত হলে সেখানে পুলিশের টিম গিয়ে ভিড়কে ছত্রভঙ্গ করে দেবে। এ ছাড়া শহরে বাসসহ ভারী যানবাহন ও টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.