জলপাইগুড়ি, 17 সেপ্টেম্বর : উত্তরবঙ্গে ভাইরাল জ্বরে আক্রান্ত 760 জন শিশু । তাই রাজ্যে স্বাস্থ্য ভবনের নির্দেশে ভাইরাল জ্বরে আক্রান্ত শিশুদের দেখতে জলপাইগুড়িতে আসছেন পাঁচ সদস্যের চিকিৎসকের দল । এই দলে থাকছেন রাজা রায়, পল্লব ভট্টাচার্য, বিকাশচন্দ্র মণ্ডল, মিহির সরকার ও দীপ্তকান্তি মুখোপাধ্যায় ।
কলকাতায় পাঠানো সোয়াব টেস্টের রিপোর্টে দেখা গিয়েছে, 10 জনের মধ্যে তিনজন শিশুর শরীরে আরএস ভাইরাস এবং আরও তিনজন শিশুর শরীরে ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, আরএস ভাইরাস মিলেছে । আর দু’জনের সোয়াব নিম্নমানের থাকায় টেস্ট করা যায়নি । অন্যদিকে চিকিৎসাধীন শিশুদের মনিটরিংয়ের জন্য সাতজনের টিম তৈরি করা হয়েছে ৷
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পাঁচ সদসের দলটি জেলা স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করবে । শিশুদের ওয়ার্ডে পরিদর্শনে যাবে । এই মুহূর্তে কী চিকিৎসা দেওয়া যেতে পারে, তার গাইডলাইন দেবে ।
আরও পড়ুন : Fever in Children : জলপাইগুড়িতে একসঙ্গে 130 শিশুর জ্বর, নমুনা যাচ্ছে কলকাতায়
উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি ড. সুশান্ত রায় গতকালই জানিয়েছেন, তেমন কোনও ভয়ের কিছু নেই । দশ জনের রিপোর্ট ভালই এসেছে । জলপাইগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ভাইরাল জ্বরে আক্রান্ত 10 জন শিশুর সোয়াব নমুনা পরীক্ষা করে এই রিপোর্ট দিয়েছে কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ।
এছাড়া জানা গিয়েছে, শিশুদের দেখার জন্য মনিটরিং টিমে সুপারকে মাথা করে দু’জন পেডিট্রিশিয়ান, একজন নার্সিং সুপার, দু’জন বায়ো কেমিস্টের ডাক্তার ও একজন প্যাথলজিস্টকে রাখা হয়েছে । তাঁরা এই বাচ্চাদের মনিটরিং করবেন । যদিও এই ভাইরাস পাওয়ার পরেও শিশুদের ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার মতোই চিকিৎসা করা হবে ।