জলপাইগুড়ি, 10 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে চারটে মিটিং করেছেন। এই মিটিংয়ের পর আলিপুরদুয়ারজুড়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের জন্য আলিপুরদুয়ারের মানুষ তৈরি। BJP বুথে লোকই দিতে পারবে না। জিতবে কোথা থেকে?" জলপাইগুড়ি তৃণমূলের দলীয় কার্যালয়ে একথা বললেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী।
সৌরভবাবু বলেন, "জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জিতবে। জলপাইগুড়িতে সব বিরোধীরা এক হয়ে প্রচার চালাচ্ছে। এই লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে মানুষ আছে। প্রধানমন্ত্রী মিথ্যাবাদী, ঝামেলাবাজ। উনি চা বাগান নিয়ে মিথ্যা কথা বলেছেন। মানুষের আবেগ নিয়ে খেলেছেন। তাঁরই প্রতিবাদেই এবারের এই ভোট হবে। "
তিনি আরও বলেন, "আজ আমরা অবজ়ারভারদের নিয়ে কাজ করছি। সবাই ভালোভাবে কাজ করছে। 1868টি বুথের মধ্যে 20 শতাংশ বুথে BJP কোনও বৈঠক করতে পারছে না। এর জন্য মাঝে মধ্যে কৈলাশ বিজয়বর্গীয় ও মুকুল রায় এসে হুমকি দিচ্ছে। মুকুল রায় আলিপুরদুয়ারে মনা এবং কৃষ্ণ দাসকে হুমকি দিয়ে বলেছে, "মনা, কৃষ্ণ কোথায় যাবি?" ২০১৯-এর পর BJP আর ক্ষমতায় আসতে পারবে না। তখন কোন নেতা কোথায় যাবে দেখা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কথা বলবেন তাঁদেরকে এক ইঞ্চি দেব না।"
মুকুল রায় কোচবিহারের SP-কে হুমকি দেওয়ার পরেই বদলি হয়ে যান কোচবিহারের SP।এই প্রসঙ্গে সৌরভবাবু বলেন, " মুকুল রায় দেশের স্বরাষ্ট্র মন্ত্রী নাকি যে ভয় পাব। "