জলপাইগুড়ি, 2 জুন : বার বার নেশার জন্য টাকা চাইছিল ছেলে ৷ দিতে রাজি হননি মা ৷ আর শুধুমাত্র সেই কারণেই মাকে খুন করল ছেলে ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রায়পুর চা বাগানে ৷ অভিযুক্ত ছেলে আকাশ চিকবড়াইককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানা ৷ প্রসঙ্গত, তিন বছর আগে বাবাকেও কুপিয়ে খুন করেছিল আকাশ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়পুর চা বাগানের শ্রমিক সুন্দরমণি চিকবড়াইক ছেলে আকাশকে নিয়ে ভগৎ লাইন এলাকায় বসবাস করতেন ৷ বেশ কিছুদিন ধরেই আকাশ চিকবড়াইক তার মায়ের কাছে নেশা করার জন্য টাকা চাইছিল ৷ কিন্তু লকডাউন পরিস্থিতিতে হাতে কাজ না থাকায় সুন্দরমণির কাছে টাকা ছিল না ৷ তাই তিনি ছেলেকে টাকা দিতে পারেননি ৷
মঙ্গলবার রাতে টাকা না পেয়ে ঘুমন্ত সুন্দরমণির মাথায় রান্নার জন্য আনা কাঠের টুকরো দিয়ে আঘাত করে আকাশ ৷ তাতেই প্রাণ যায় সুন্দরমণির ৷ রক্তাক্ত অবস্থায় ঘরেই লুটিয়ে পড়েন তিনি ৷ বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, সুন্দরমণি চিকবড়াইক ঘরের মেঝেয় মৃত অবস্থায় পড়ে রয়েছেন ৷
আরও পড়ুন : হাবড়ায় বাবা-মা ও ছেলের রহস্যমৃত্যু, চাঞ্চল্য এলাকায়
ঘটনার খবর দেওয়া হয় কোতোয়ালি থানার পুলিশকে ৷ কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ অভিযুক্ত ছেলে আকাশ চিকড়াইককে গ্রেফতার করে তারা ৷ মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷
স্থানীয় পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান, প্রধান হেমব্রম জানান, তিন বছর আগে বাবাকেও খুন করেছিল আকাশ ৷ তার জন্য জেলও খাটতে হয়েছিল তাকে ৷