ETV Bharat / state

কোভিড আবহে জলপাইগুড়ির চা শ্রমিকদের পাশে ক্ষুদ্র চা চাষিরা - অক্সিজেন কনসেনট্রেটর

কোভিড আবহে জলপাইগুড়ির চা শ্রমিকদের পাশে ক্ষুদ্র চা চাষিরা ৷ বন্ধ চা বাগানগুলিতে অক্সিজেনের সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে চারটি অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে তাঁদের সংগঠন ৷ পাশাপাশি, দুঃস্থ চা শ্রমিকদের জন্য বণ্টন করা হচ্ছে রেশন ৷

small tea planters donate oxygen concentrator for tea garden labors in Jalpaiguri
কোভিড আবহে জলপাইগুড়ির চা শ্রমিকদের পাশে ক্ষুদ্র চা চাষিরা
author img

By

Published : Jul 2, 2021, 6:27 PM IST

জলপাইগুড়ি, 2 জুলাই : করোনা আবহে দুঃস্থ চা শ্রমিকদের পাশে দাঁড়ালেন ক্ষুদ্র চা চাষিরা ৷ করোনায় আক্রান্ত হলে চা শ্রমিকদের যাতে অক্সিজেন পেতে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করতেই সহযোগিতার হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি ৷ জেলার বন্ধ চা বাগানগুলিতে অক্সিজেন পরিষেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের হাতে চারটি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা ৷

আরও পড়ুন : চা শ্রমিক মহল্লায় করোনা ছড়ালে পরিস্থিতি খারাপের আশঙ্কা, দ্রুত টিকাকরণের আর্জি

করোনা আবহে মাসের পর মাস বন্ধ থেকেছে উত্তরবঙ্গের চা বাগানগুলি ৷ রুজিরুটি হারিয়ে বিপাকে পড়তে হয়েছে চা শ্রমিকদের ৷ অনেকেরই ঠিক মতো খাওয়াটুকুও জোটেনি ৷ এই পরিস্থিতিতে যতটা সম্ভব দুঃস্থ শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করছেন জেলার ক্ষুদ্র চা চাষিরা ৷ চা শ্রমিকদের জন্য তাই রেশনের বন্দোবস্ত করেছেন তাঁরা ৷

শুক্রবার জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সাধারণ সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী জানান, আপাতত মোট 5 হাজার চা শ্রমিককে রেশন দেওয়া হবে ৷ এক-একটি রেশন কিটে মোট 1200 টাকার খাদ্যপণ্য থাকবে ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি বন্ধ চা বাগানের শ্রমিকদের কাছে এই সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷ অন্যান্য বাগানের শ্রমিকদের মধ্যেও এই রেশন কিট বণ্টন করা হবে ৷

বিজয়গোপাল জানিয়েছেন, চারটি অক্সিজেন কনসেনট্রেটর জেলার মালবাজার, জলপাইগুড়ি সদর, চালসা এবং মঙ্গলবাড়িতে সংশ্লিষ্ট প্রশাসনের হাতে তুলে দেওয়া পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ পাশাপাশি, বাগান শ্রমিকদের ব্যবহারের জন্য চারটি স্যানিটাইজার মেশিনও দেওয়া হচ্ছে ৷ বিজয়গোপাল এই প্রসঙ্গে বলেন, ‘‘অতিমারির সময় আমরা সাধারণ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে চাই ৷ কোভিডকালে অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্য়ু হয়েছে ৷ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অক্সিজেন অপ্রতুল ৷ এই অক্সিজেন কনসেনট্রেটরগুলি সেই সমস্যা কিছুটা হলেও মেটাবে বলে আমাদের আশা ৷’’

আরও পড়ুন : শ্রমিকদের বেতন নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ চা শ্রমিক সংগঠনের যৌথমঞ্চ

এছাড়া, জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের জন্যও অক্সিজেন কনসেনট্রেটর মজুত রেখেছেন বিজয়গোপালরা ৷ আপতকালীন পরিস্থিতিতে কারও অক্সিজেন প্রয়োজন হলে, তাঁকে অবশ্যই সংগঠনের তরফে সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷ বিজয়গোপাল বলেন, জলপাইগুড়ি শহরে অক্সিজেনের প্রয়োজন হলে 97345-38888 এবং 99323-55317, এই দু’টি নম্বরে ফোন করলেই সহযোগিতা করা হবে ৷

জলপাইগুড়ি, 2 জুলাই : করোনা আবহে দুঃস্থ চা শ্রমিকদের পাশে দাঁড়ালেন ক্ষুদ্র চা চাষিরা ৷ করোনায় আক্রান্ত হলে চা শ্রমিকদের যাতে অক্সিজেন পেতে কোনও সমস্য়া না হয়, তা নিশ্চিত করতেই সহযোগিতার হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি ৷ জেলার বন্ধ চা বাগানগুলিতে অক্সিজেন পরিষেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের হাতে চারটি অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা ৷

আরও পড়ুন : চা শ্রমিক মহল্লায় করোনা ছড়ালে পরিস্থিতি খারাপের আশঙ্কা, দ্রুত টিকাকরণের আর্জি

করোনা আবহে মাসের পর মাস বন্ধ থেকেছে উত্তরবঙ্গের চা বাগানগুলি ৷ রুজিরুটি হারিয়ে বিপাকে পড়তে হয়েছে চা শ্রমিকদের ৷ অনেকেরই ঠিক মতো খাওয়াটুকুও জোটেনি ৷ এই পরিস্থিতিতে যতটা সম্ভব দুঃস্থ শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করছেন জেলার ক্ষুদ্র চা চাষিরা ৷ চা শ্রমিকদের জন্য তাই রেশনের বন্দোবস্ত করেছেন তাঁরা ৷

শুক্রবার জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সাধারণ সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী জানান, আপাতত মোট 5 হাজার চা শ্রমিককে রেশন দেওয়া হবে ৷ এক-একটি রেশন কিটে মোট 1200 টাকার খাদ্যপণ্য থাকবে ৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি বন্ধ চা বাগানের শ্রমিকদের কাছে এই সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷ অন্যান্য বাগানের শ্রমিকদের মধ্যেও এই রেশন কিট বণ্টন করা হবে ৷

বিজয়গোপাল জানিয়েছেন, চারটি অক্সিজেন কনসেনট্রেটর জেলার মালবাজার, জলপাইগুড়ি সদর, চালসা এবং মঙ্গলবাড়িতে সংশ্লিষ্ট প্রশাসনের হাতে তুলে দেওয়া পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ পাশাপাশি, বাগান শ্রমিকদের ব্যবহারের জন্য চারটি স্যানিটাইজার মেশিনও দেওয়া হচ্ছে ৷ বিজয়গোপাল এই প্রসঙ্গে বলেন, ‘‘অতিমারির সময় আমরা সাধারণ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে চাই ৷ কোভিডকালে অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্য়ু হয়েছে ৷ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অক্সিজেন অপ্রতুল ৷ এই অক্সিজেন কনসেনট্রেটরগুলি সেই সমস্যা কিছুটা হলেও মেটাবে বলে আমাদের আশা ৷’’

আরও পড়ুন : শ্রমিকদের বেতন নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ চা শ্রমিক সংগঠনের যৌথমঞ্চ

এছাড়া, জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের জন্যও অক্সিজেন কনসেনট্রেটর মজুত রেখেছেন বিজয়গোপালরা ৷ আপতকালীন পরিস্থিতিতে কারও অক্সিজেন প্রয়োজন হলে, তাঁকে অবশ্যই সংগঠনের তরফে সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি ৷ বিজয়গোপাল বলেন, জলপাইগুড়ি শহরে অক্সিজেনের প্রয়োজন হলে 97345-38888 এবং 99323-55317, এই দু’টি নম্বরে ফোন করলেই সহযোগিতা করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.