ETV Bharat / state

দু'মাস পর খুললেও ক্রেতা হল না জলপাইগুড়ির দোকানগুলিতে - আমফান

গতকালই দক্ষিণবঙ্গে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা । আর আমফানের দাপটে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে । বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়িতেও বয়েছে ঝোড়ো হাওয়া । সঙ্গে একটানা বৃষ্টি। তার জেরেই দীর্ঘদিন পর দোকানে খুললেও ক্রেতার দেখা প্রায় মেলেনি ।

no buyers in Jalpaiguri due to amphan
জলপাইগুড়ি
author img

By

Published : May 21, 2020, 8:22 PM IST

জলপাইগুড়ি, 21 মে: লকডাউন জারি হওয়ার পর আজই প্রথম সব ধরনের দোকানপাট খুলল জলপাইগুড়িতে । কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্রেতা হল না । দীর্ঘদিন পর দোকান খুলতে পেরে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটলেও দিনের শেষে ব্যবসা না হওয়ায় মন ভালো নেই তাঁদের ।

দু'মাস পর শর্তসাপেক্ষে বৃহস্পতিবার জেলার অধিকাংশ ব্যবসায়ী দোকান খোলেন । কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের কারণে সকাল থেকে দোকান খুলে বসে থাকলেও ক্রেতার দেখা মিলল না।

গতকালই দক্ষিণবঙ্গে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা । আর আমফানের দাপটে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে । বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়িতেও বয়েছে ঝোড়ো হাওয়া । সঙ্গে একটানা বৃষ্টি। তার জেরেই দীর্ঘদিন পর দোকানে খুললেও ক্রেতার দেখা প্রায় মেলেনি । তবে, আজ দোকান স্য়ানিটাইজ় করেন ব্যবসায়ীরা।

জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ শা বলেন, দুই মাস পর দোকানগুলো খুলল । দোকান স্যানিটাইজ় করে খুললেও ক্রেতার দেখা মেলেনি । প্রাকৃতিক দুর্যোগের ফলেই বাজারে ক্রেতা ছিল না । আশা করি দুর্যোগ কেটে গেলে কেনাকাটা স্বাভাবিক হবে।

জলপাইগুড়ি, 21 মে: লকডাউন জারি হওয়ার পর আজই প্রথম সব ধরনের দোকানপাট খুলল জলপাইগুড়িতে । কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্রেতা হল না । দীর্ঘদিন পর দোকান খুলতে পেরে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটলেও দিনের শেষে ব্যবসা না হওয়ায় মন ভালো নেই তাঁদের ।

দু'মাস পর শর্তসাপেক্ষে বৃহস্পতিবার জেলার অধিকাংশ ব্যবসায়ী দোকান খোলেন । কিন্তু, প্রাকৃতিক দুর্যোগের কারণে সকাল থেকে দোকান খুলে বসে থাকলেও ক্রেতার দেখা মিলল না।

গতকালই দক্ষিণবঙ্গে আছড়ে পড়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা । আর আমফানের দাপটে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে । বৃহস্পতিবার সকাল থেকে জলপাইগুড়িতেও বয়েছে ঝোড়ো হাওয়া । সঙ্গে একটানা বৃষ্টি। তার জেরেই দীর্ঘদিন পর দোকানে খুললেও ক্রেতার দেখা প্রায় মেলেনি । তবে, আজ দোকান স্য়ানিটাইজ় করেন ব্যবসায়ীরা।

জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলীপ শা বলেন, দুই মাস পর দোকানগুলো খুলল । দোকান স্যানিটাইজ় করে খুললেও ক্রেতার দেখা মেলেনি । প্রাকৃতিক দুর্যোগের ফলেই বাজারে ক্রেতা ছিল না । আশা করি দুর্যোগ কেটে গেলে কেনাকাটা স্বাভাবিক হবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.