ETV Bharat / state

লকডাউন ! জলপাইগুড়িতে রমরমিয়ে বিক্রি নাইটি থেকে জুতো - Jalpaiguri

লকডাউনের ফলে সব দোকানপাট বন্ধ । শুধু খোলা থাকার কথা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান । কিন্তু লকডাউন উপেক্ষা করেই জলপাইগুড়ির মার্চেন্ট রোডে রমরমিয়ে বিক্রি হচ্ছে নাইটি থেকে শুরু করে চটি, জুতো সবই ।

জলপাইগুড়িতে রমরমিয়ে বিক্রি নাইটি থেকে জুতো
জলপাইগুড়িতে রমরমিয়ে বিক্রি নাইটি থেকে জুতো
author img

By

Published : Apr 22, 2020, 11:18 PM IST

জলপাইগুড়ি, 22 এপ্রিল: সত্যিই কি লকডাউন চলছে ? জলপাইগুড়ি শহরের ছবিটা দেখলে এমন প্রশ্ন মনে আসাটা স্বাভাবিক । প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নাইটি থেকে জুতো । ফুটপাথের উপর হামলে পড়ে সেসব কিনছে ক্রেতারা । সব দেখেও নীরব পুলিশ প্রশাসন । যা দেখে হতবাক শহরবাসী ।

জলপাইগুড়ি শহরের ব্যস্ততম রোড মার্চেন্ট রোড । লকডাউনের ফলে সব দোকানপাট বন্ধ । শুধু খোলা থাকার কথা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান । কিন্তু লকডাউন উপেক্ষা করেই মার্চেন্ট রোডে রমরমিয়ে বিক্রি হচ্ছে নাইটি থেকে শুরু করে চটি, জুতো সবই । কারণে-অকারণে রাস্তায় লোকজনের চলাফেরা বন্ধ করা যাচ্ছে না । এসব দেখে শহরের সচেতন মানুষরা একইসঙ্গে অবাক এবং হতাশ ।

পুলিশ ধরপাকড় করলেও কোনও কাজ হচ্ছে না । সকাল থেকেই জলপাইগুড়ি শহরের দিনিবাজার, রায়কতপাড়া মোড় ভিড় বাড়তে থাকে । সামাজিক দূরত্ব মেনে চলার বালাই নেই । জলপাইগুড়ি শহরের দিনবাজারের মূল রাস্তার দুপাশেই সবজির পসরা সাজিয়ে বসছেন দোকানিরা । স্থানীয়রা আশঙ্কা, অনেক দোকানি বাইরে থেকে আসছেন । জনবহুল এলাকায় এভাবে বাজার বসানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে । ইতিমধ্যেই এই বিষয়ে জেলা পুলিশ ও প্রশাসনকে চিঠি দিয়েছে জলপাইগুড়ি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন ।

জলপাইগুড়ি, 22 এপ্রিল: সত্যিই কি লকডাউন চলছে ? জলপাইগুড়ি শহরের ছবিটা দেখলে এমন প্রশ্ন মনে আসাটা স্বাভাবিক । প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নাইটি থেকে জুতো । ফুটপাথের উপর হামলে পড়ে সেসব কিনছে ক্রেতারা । সব দেখেও নীরব পুলিশ প্রশাসন । যা দেখে হতবাক শহরবাসী ।

জলপাইগুড়ি শহরের ব্যস্ততম রোড মার্চেন্ট রোড । লকডাউনের ফলে সব দোকানপাট বন্ধ । শুধু খোলা থাকার কথা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান । কিন্তু লকডাউন উপেক্ষা করেই মার্চেন্ট রোডে রমরমিয়ে বিক্রি হচ্ছে নাইটি থেকে শুরু করে চটি, জুতো সবই । কারণে-অকারণে রাস্তায় লোকজনের চলাফেরা বন্ধ করা যাচ্ছে না । এসব দেখে শহরের সচেতন মানুষরা একইসঙ্গে অবাক এবং হতাশ ।

পুলিশ ধরপাকড় করলেও কোনও কাজ হচ্ছে না । সকাল থেকেই জলপাইগুড়ি শহরের দিনিবাজার, রায়কতপাড়া মোড় ভিড় বাড়তে থাকে । সামাজিক দূরত্ব মেনে চলার বালাই নেই । জলপাইগুড়ি শহরের দিনবাজারের মূল রাস্তার দুপাশেই সবজির পসরা সাজিয়ে বসছেন দোকানিরা । স্থানীয়রা আশঙ্কা, অনেক দোকানি বাইরে থেকে আসছেন । জনবহুল এলাকায় এভাবে বাজার বসানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে । ইতিমধ্যেই এই বিষয়ে জেলা পুলিশ ও প্রশাসনকে চিঠি দিয়েছে জলপাইগুড়ি জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.