ETV Bharat / state

Shishu Alay Sarathi App : 'শিশু আলয় সারথি' অ্যাপ আইসিডিএস সেন্টার পরিদর্শনে পথ দেখাবে প্রশাসনকে - নেভিগেশন অ্যাপ

নেভিগেশন অ্যাপ চালু করতে চলেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন ৷ অ্যাপটির নাম রাখা হয়েছে 'শিশু আলয় সারথি' ৷ আইসিডিএস (ICDS) সেন্টারে আচমকা পরিদর্শনে প্রশাসনকে সহযোগিতা করবে 'শিশু আলয় সারথি'। আধিকারিকদের পরিদর্শনস্থলের রাস্তা চিনিয়ে দেবে 'শিশু আলয় সারথি' (Shishu Alay Sarathi App)।

Shishu Alay Sarathi app to help administration in visiting ICDS centres
App to Visit ICDS Centres
author img

By

Published : May 17, 2022, 10:12 PM IST

জলপাইগুড়ি, 17 মে : নেভিগেশন অ্যাপ চালু করতে চলেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন । সারপ্রাইজ ভিজিটে গেলে আগে রাস্তা দেখানোর জন্য এলাকার কর্মী বা সংশ্লিষ্ট আধিকারিককে জানিয়ে যেতে হয়, ফলে সেটা সবাই জেনে যায় । অ্যাপটির নাম রাখা হয়েছে 'শিশু আলয় সারথি' ৷ গুগলের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছেন জেলাশাসক । জেলার যে কোন আইসিডিএস সেন্টারে কারও সাহায্য ছাড়াই, কীভাবে সেই সেন্টারে চলে যাওয়া যায়, সেই উদ্দেশ্যেই এই অ্যাপ তৈরি করা হয়েছে । জেলার 3900টি আইসিডিএস সেন্টার রয়েছে । সব কটি আইসিডিএস সেন্টারকে গুগল ম্যাপে রাখা হয়েছে । গুগলে নেভিগেশন অ্যাপের মাধ্যমে যে কোন সময়, যে কোন আধিকারিক সেই সেন্টারে যেতে পারবেন অ্যাপ দেখেই (Shishu Alay Sarathi app to help administration in visiting ICDS centres) ।

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, "আমরা এই প্রথম একটা নেভিগেশন অ্যাপ তৈরি করছি । যাতে করে আমরা আচমকা যে কোন আইসিডিএস সেন্টারে পরিদর্শনে চলে যেতে পারে । এতে করে কারও সহযোগিতা দরকার হবে না । এখন অ্যাপটি ট্রায়ালে রয়েছে । আমরা যখন কোন আইসিডিএস সেন্টারে যাই তাতে করে সেখানকার সুপারভাইজার বা কোন আধিকারিকদের ডেকে নিয়ে তখন সেই সেন্টারে যেতে হয় । এই অ্যাপটি সঠিকভাবে রান করলে, আমরা কোন আধিকারিক বা কোন কর্মীর সহযোগিতা ছাড়াই সেই আইসিডিএস সেন্টারে পৌছে যেতে পারব । অনেক সময় ফ্লাইং ভিজিটের সময় আমরা যেতে চাইলে সবাইকে ডেকে নিয়ে রাস্তা চিনে নিয়ে তারপর সেই সেন্টারে পৌছতে হয়, ফলে তার আগেই প্রচার হয়ে যায় পরিদর্শনে কেউ আসছেন । আমরা আইসিডিএস এর জন্য এই অ্যাপটি করার পর জেলার স্কুল গুলিকে নিয়েই একটা অ্যাপ করব বলে জানান জেলাশাসক ।"

আইসিডিএস সেন্টারে আচমকা পরিদর্শনে প্রশাসনকে সহযোগিতা করবে 'শিশু আলয় সারথি

আরও পড়ুন : Foreign Market of Sri Lanka : শ্রীলঙ্কার চায়ের বিদেশি বাজার ধরার লক্ষ্যে ভারতীয় চা পর্ষদ

এদিন জলপাইগুড়ি আইসিডিএস কর্মীদের নিয়ে একটি সখি মেলার আয়োজন করা হয়েছিল । জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝার চা বাগানে এই সখি মেলার উদ্বোধন করেন জেলাশাসক মৌমিতা গোদারা । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(জেলাপরিষদ) তেজস্বী রানা, সভাধিপতি উত্তরা বর্মন-সহ প্রশাসনিক কর্তারা ৷ জেলাশাসক বলেন, "আইসিডিএস কর্মীদের নিয়ে আজ এই মেলার আয়োজন করা হল । সরকারের 11 বছর পুর্তি উপলক্ষে এই মেলায় সরকারের সব সুযোগ সুবিধাগুলো তুলে ধরা হয়েছিল ।"

জলপাইগুড়ি, 17 মে : নেভিগেশন অ্যাপ চালু করতে চলেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন । সারপ্রাইজ ভিজিটে গেলে আগে রাস্তা দেখানোর জন্য এলাকার কর্মী বা সংশ্লিষ্ট আধিকারিককে জানিয়ে যেতে হয়, ফলে সেটা সবাই জেনে যায় । অ্যাপটির নাম রাখা হয়েছে 'শিশু আলয় সারথি' ৷ গুগলের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছেন জেলাশাসক । জেলার যে কোন আইসিডিএস সেন্টারে কারও সাহায্য ছাড়াই, কীভাবে সেই সেন্টারে চলে যাওয়া যায়, সেই উদ্দেশ্যেই এই অ্যাপ তৈরি করা হয়েছে । জেলার 3900টি আইসিডিএস সেন্টার রয়েছে । সব কটি আইসিডিএস সেন্টারকে গুগল ম্যাপে রাখা হয়েছে । গুগলে নেভিগেশন অ্যাপের মাধ্যমে যে কোন সময়, যে কোন আধিকারিক সেই সেন্টারে যেতে পারবেন অ্যাপ দেখেই (Shishu Alay Sarathi app to help administration in visiting ICDS centres) ।

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, "আমরা এই প্রথম একটা নেভিগেশন অ্যাপ তৈরি করছি । যাতে করে আমরা আচমকা যে কোন আইসিডিএস সেন্টারে পরিদর্শনে চলে যেতে পারে । এতে করে কারও সহযোগিতা দরকার হবে না । এখন অ্যাপটি ট্রায়ালে রয়েছে । আমরা যখন কোন আইসিডিএস সেন্টারে যাই তাতে করে সেখানকার সুপারভাইজার বা কোন আধিকারিকদের ডেকে নিয়ে তখন সেই সেন্টারে যেতে হয় । এই অ্যাপটি সঠিকভাবে রান করলে, আমরা কোন আধিকারিক বা কোন কর্মীর সহযোগিতা ছাড়াই সেই আইসিডিএস সেন্টারে পৌছে যেতে পারব । অনেক সময় ফ্লাইং ভিজিটের সময় আমরা যেতে চাইলে সবাইকে ডেকে নিয়ে রাস্তা চিনে নিয়ে তারপর সেই সেন্টারে পৌছতে হয়, ফলে তার আগেই প্রচার হয়ে যায় পরিদর্শনে কেউ আসছেন । আমরা আইসিডিএস এর জন্য এই অ্যাপটি করার পর জেলার স্কুল গুলিকে নিয়েই একটা অ্যাপ করব বলে জানান জেলাশাসক ।"

আইসিডিএস সেন্টারে আচমকা পরিদর্শনে প্রশাসনকে সহযোগিতা করবে 'শিশু আলয় সারথি

আরও পড়ুন : Foreign Market of Sri Lanka : শ্রীলঙ্কার চায়ের বিদেশি বাজার ধরার লক্ষ্যে ভারতীয় চা পর্ষদ

এদিন জলপাইগুড়ি আইসিডিএস কর্মীদের নিয়ে একটি সখি মেলার আয়োজন করা হয়েছিল । জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝার চা বাগানে এই সখি মেলার উদ্বোধন করেন জেলাশাসক মৌমিতা গোদারা । উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(জেলাপরিষদ) তেজস্বী রানা, সভাধিপতি উত্তরা বর্মন-সহ প্রশাসনিক কর্তারা ৷ জেলাশাসক বলেন, "আইসিডিএস কর্মীদের নিয়ে আজ এই মেলার আয়োজন করা হল । সরকারের 11 বছর পুর্তি উপলক্ষে এই মেলায় সরকারের সব সুযোগ সুবিধাগুলো তুলে ধরা হয়েছিল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.