জলপাইগুড়ি,9 এপ্রিল: কোরোনায় আক্রান্ত হয়ে মৃত কালিম্পঙের মহিলার সংস্পর্শে আসা সাত জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এল। জলপাইগুড়ি স্বাস্থ্য বিভাগ সূত্রে একথা জানা গেছে।
কালিম্পঙের বাসিন্দা সুনীতা দেবী সিংয়ের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর তাঁর সংস্পর্শে আসা 13 জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছিল। বাকি 13 জনকে জলপাইগুড়ি রানিনগর কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল। প্রথমে 7 জনের সোয়াব পাঠানো হলে 4 জনের পজ়িটিভ আসে। এরপর মঙ্গলবার বাকিদের সোয়াবের নমুনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । আজ সেই রিপোর্ট এসে পৌছায়। জানা যায় তাঁদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।
জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কোরোনায় আক্রান্ত হয়ে মৃতার পরিবারের চারজনের সোয়াব পরীক্ষার পর তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে। তাঁদের মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। এবার মৃতার সংস্পর্শে আসা আইসোলেশনে থাকা আরও 7 জনের কোরোনা সংক্রমণ হয়েছে কি না তা নিশ্চিত করতে তাঁদের সোয়াব পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছিল জেলা স্বাস্থ্য বিভাগ।
জলপাইগুড়িতে আইসোলেশনে থাকা 7জনের মধ্যে 4 জন পুরুষ, 2 জন মহিলা এবং এক শিশু রয়েছে।