ETV Bharat / state

Clash Between Fan Groups: আর্জেন্তিনার ট্রফি জয়ের পর দুই সমর্থকগোষ্ঠীর বচসা, জলপাইগুড়িতে আহত 7 - Clash Between Fan Groups

আর্জেন্তিনা বিশ্বকাপ জেতায় জলপাইগুড়িতে কলেজ ছাত্র ও স্থানীয় যুবকদের মধ্যে বচসা এবং মারামারি। আহত 7 (Clash between fan groups in Jalpaiguri) ৷

Jalpaiguri Injured
জলপাইগুড়িতে কলেজ ছাত্র ও স্থানীয় যুবকদের মধ্যে মারপিট
author img

By

Published : Dec 19, 2022, 4:08 PM IST

জলপাইগুড়িতে কলেজ ছাত্র ও স্থানীয় যুবকদের মধ্যে মারপিট

জলপাইগুড়ি, 19 ডিসেম্বর: আর্জেন্তিনা ফুটবল বিশ্বকাপ জিততেই চরম উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় । কলেজের ছাত্র ও স্থানীয় যুবকদের মধ্যে মারপিটের ঘটনা সামনে এল। মারপিটের ঘটনায় দু'পক্ষের আহত হয়েছেন 7 জন (Seven injured as two fan group met a clash in Jalpaiguri) ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ । আহত 4 কলেজ ছাত্রকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

অভিযোগ, পলিটেকনিক কলেজের বাইরে রাস্তার ধারে বিশ্বকাপ দেখার জন্য স্থানীয় যুবকরা একটি প্রজেক্টার লাগিয়েছিল । বেশিরভাগ দর্শক ফ্রান্স সমর্থক ছিলেন । সব ঠিকই ছিল কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার পরে পলিটেকনিক কলেজের কিছু ছাত্র আর্জেন্তিনা জয়ী হওয়ার পর সেখানে এসে গালাগালি করে ৷ এরপরেই গণ্ডগোল লেগে যায় ৷

স্থানীয় যুবক পুলক সরকার বলেন, "পলিটেকনিক কলেজের ছাত্ররা বাইরে এসে আমাদের গালিগালাজ করতে থাকে ।আমরা তাদের প্রথমে বুঝিয়ে কলেজের ভেতরে চলে যেতে বললেও তারা কথা শোনেনি । এরপর ছাত্ররা স্থানীয় এক যুবকের গায়ে হাত দেয় । দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় লাঠি নিয়ে ব্যাপক মারামারি ৷"

কলেজের ছাত্র সর্বজিৎ সাহা বলেন, "আমরা আর্জেন্তিনা সাপোর্টার । আর্জেন্তিনা জয়ী হওয়ার পরে আমরা আমাদের মধ্যে কথা বলছিলাম । স্থানীয় যুবকরা ফ্রান্স সমর্থক হওয়ার ফলে তারা আমাদের প্রথমে গালাগালি এবং পরে মারধর করে ৷ আহত 4 জন ছাত্রকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয় ৷"

আরও পড়ুন: 'এক মিনিটের নীরবতা...' এমবাপেকে উপহাস এমিলিয়ানো মার্তিনেজের

জলপাইগুড়িতে কলেজ ছাত্র ও স্থানীয় যুবকদের মধ্যে মারপিট

জলপাইগুড়ি, 19 ডিসেম্বর: আর্জেন্তিনা ফুটবল বিশ্বকাপ জিততেই চরম উত্তেজনা ছড়াল জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় । কলেজের ছাত্র ও স্থানীয় যুবকদের মধ্যে মারপিটের ঘটনা সামনে এল। মারপিটের ঘটনায় দু'পক্ষের আহত হয়েছেন 7 জন (Seven injured as two fan group met a clash in Jalpaiguri) ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ । আহত 4 কলেজ ছাত্রকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

অভিযোগ, পলিটেকনিক কলেজের বাইরে রাস্তার ধারে বিশ্বকাপ দেখার জন্য স্থানীয় যুবকরা একটি প্রজেক্টার লাগিয়েছিল । বেশিরভাগ দর্শক ফ্রান্স সমর্থক ছিলেন । সব ঠিকই ছিল কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার পরে পলিটেকনিক কলেজের কিছু ছাত্র আর্জেন্তিনা জয়ী হওয়ার পর সেখানে এসে গালাগালি করে ৷ এরপরেই গণ্ডগোল লেগে যায় ৷

স্থানীয় যুবক পুলক সরকার বলেন, "পলিটেকনিক কলেজের ছাত্ররা বাইরে এসে আমাদের গালিগালাজ করতে থাকে ।আমরা তাদের প্রথমে বুঝিয়ে কলেজের ভেতরে চলে যেতে বললেও তারা কথা শোনেনি । এরপর ছাত্ররা স্থানীয় এক যুবকের গায়ে হাত দেয় । দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় লাঠি নিয়ে ব্যাপক মারামারি ৷"

কলেজের ছাত্র সর্বজিৎ সাহা বলেন, "আমরা আর্জেন্তিনা সাপোর্টার । আর্জেন্তিনা জয়ী হওয়ার পরে আমরা আমাদের মধ্যে কথা বলছিলাম । স্থানীয় যুবকরা ফ্রান্স সমর্থক হওয়ার ফলে তারা আমাদের প্রথমে গালাগালি এবং পরে মারধর করে ৷ আহত 4 জন ছাত্রকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয় ৷"

আরও পড়ুন: 'এক মিনিটের নীরবতা...' এমবাপেকে উপহাস এমিলিয়ানো মার্তিনেজের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.