ETV Bharat / state

জলপাইগুড়ির বনবস্তিতে 90 জন মহিলার মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিলি - sanitary napkin distribution

বনবস্তি এলাকায় মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হল একটি সংগঠনের মহিলা সদস্যদের তরফে । পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয় ।

aa
ন্যাপকিন বিলি
author img

By

Published : May 3, 2020, 1:13 PM IST

জলপাইগুড়ি, 3 মে : স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্বন্ধে এখনও সচেতন নন আর্থিকভাবে পিছিয়েপড়া একাংশ মহিলা । তাই লকডাউনের মধ্যেই মহিলাদের মধ্যে সচেতেনতা বৃদ্ধি করতে বনবস্তি এলাকায় গেলেন একটি সংগঠনের সদস্যরা । মহিলাদের হাতে তুলে দেওয়া হল স্যানিটারি ন্যাপকিন ।

ঋতুস্রাবের সময় নানা সমস্যায় ভোগেন প্রান্তিক এলাকার মহিলারা । তার মূল কারণ হল স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করা । সেই বিষয়ে অজ্ঞতা । আর এর ফলেই পরবর্তীকালে নানারকম জটিল রোগে ভোগেন মহিলারা । ময়নাগুড়ি ব্লকের গোরুমারা জাতীয় উদ্যান লাগোয়া রামশাই কালীপুর বস্তির মহিলারাও সচেতন নন এই বিষয়ে । তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নিলেন একটি সংগঠনের মহিলা সদস্যরা । বনবস্তির 90 জন মহিলার হাতে গতকাল স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয় । পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয় ।

এর আগেও চা বাগানের মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তায় সম্পর্কে বোঝাতে পদক্ষেপ করা হয়েছিল । গতকাল ওই সংগঠনের মহিলা সদস্যরা বিশেষত স্যানিটারি ন্যাপকিনের গুণাগুণ নিয়েই প্রচার চালান বনবস্তিতে । ঋতুস্রাব চলাকালীন সমস্যায় পড়ে স্কুলছাত্রী থেকে শুরু করে মহিলারাও । বিশেষ করে অনেকে লজ্জায় ন্যাপকিন বাজার থেকে কিনতে যেতে পারেন না । পাশাপাশি স্কুল যাওয়া বন্ধ করে দেয় অনেক ছাত্রী । মহিলারা কাজে যান না ঋতুস্রাবের সময় । সমস্যার সমাধানে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ দেন ওই সংগঠনের সদস্যরা । স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে সুস্থভাবে কাজ করা যাবে বলে প্রচার করেন তাঁরা ।

জলপাইগুড়ি, 3 মে : স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্বন্ধে এখনও সচেতন নন আর্থিকভাবে পিছিয়েপড়া একাংশ মহিলা । তাই লকডাউনের মধ্যেই মহিলাদের মধ্যে সচেতেনতা বৃদ্ধি করতে বনবস্তি এলাকায় গেলেন একটি সংগঠনের সদস্যরা । মহিলাদের হাতে তুলে দেওয়া হল স্যানিটারি ন্যাপকিন ।

ঋতুস্রাবের সময় নানা সমস্যায় ভোগেন প্রান্তিক এলাকার মহিলারা । তার মূল কারণ হল স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করা । সেই বিষয়ে অজ্ঞতা । আর এর ফলেই পরবর্তীকালে নানারকম জটিল রোগে ভোগেন মহিলারা । ময়নাগুড়ি ব্লকের গোরুমারা জাতীয় উদ্যান লাগোয়া রামশাই কালীপুর বস্তির মহিলারাও সচেতন নন এই বিষয়ে । তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নিলেন একটি সংগঠনের মহিলা সদস্যরা । বনবস্তির 90 জন মহিলার হাতে গতকাল স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয় । পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয় ।

এর আগেও চা বাগানের মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয়তায় সম্পর্কে বোঝাতে পদক্ষেপ করা হয়েছিল । গতকাল ওই সংগঠনের মহিলা সদস্যরা বিশেষত স্যানিটারি ন্যাপকিনের গুণাগুণ নিয়েই প্রচার চালান বনবস্তিতে । ঋতুস্রাব চলাকালীন সমস্যায় পড়ে স্কুলছাত্রী থেকে শুরু করে মহিলারাও । বিশেষ করে অনেকে লজ্জায় ন্যাপকিন বাজার থেকে কিনতে যেতে পারেন না । পাশাপাশি স্কুল যাওয়া বন্ধ করে দেয় অনেক ছাত্রী । মহিলারা কাজে যান না ঋতুস্রাবের সময় । সমস্যার সমাধানে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ দেন ওই সংগঠনের সদস্যরা । স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে সুস্থভাবে কাজ করা যাবে বলে প্রচার করেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.