জলপাইগুড়ি, 17 অক্টোবর : রয়্যাল বেঙ্গল বাঘের চামড়া ও হাড়ের টুকরো উদ্ধার হল উত্তরবঙ্গে । এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই জন । তারা ভুটানের বাসিন্দা । উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে চামড়াটি উদ্ধার করেছে ।
টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, তাঁদের কাছে খবর ছিল রয়্যাল বেঙ্গল বাঘের চামড়া পাচার করা হবে । সেই মত টাস্ক ফোর্সের সদস্যরা হাসিমারায় যায় । আলিপুরদুয়ার জেলার হাসিমারা চৌপথি থেকে ফোর্সের সদস্যরা দুই ভুটানি নাগরিককে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বাঘের চামড়া এবং ১১০ টি হাড়ের টুকরো । চামড়াটি 14 ফিট দীর্ঘ একটি পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের ।
সঞ্জয়বাবু জানান, পাচারকারীদের দলটিতে প্রায় আটজন ছিল । কিন্তু সবাইকে ধরতে পারেনি ফোর্সের সদস্যরা । ধৃতদের মধ্যে একজন ভুটানের প্রাক্তন সেনা জওয়ান । পাচার চক্রে এক মহিলাও রয়েছে । ধৃতদের জেরা করে কয়েকটি নাম জানা গেছে । চামড়ায় দুটি বুলেটের ক্ষত রয়েছে । অসম থেকে গ্যালেফু হয়ে নেপালে চামড়াটি পাচারের ছক কষা হয়েছিল । কাঠমাণ্ডুতে চামড়াটি বিক্রির কথা ছিল । দাম ঠিক হয়েছিল প্রায় ৩২ লাখ টাকা ।