ETV Bharat / state

32 লাখে বিক্রির আগে রয়্যাল বেঙ্গলের চামড়া উদ্ধার, গ্রেপ্তার 2 - bhutani citizen arrested with tiger skin

টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, তাঁদের  কাছে খবর ছিল রয়্যাল বেঙ্গল বাঘের চামড়া পাচার করা হবে । সেই মত টাস্ক ফোর্সের সদস্যরা হাসিমারায় যায় । আলিপুরদুয়ার জেলার হাসিমারা চৌপথি থেকে ফোর্সের সদস্যরা দুই ভুটানি নাগরিককে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বাঘের চামড়া।

tiger
author img

By

Published : Oct 17, 2019, 1:33 AM IST

জলপাইগুড়ি, 17 অক্টোবর : রয়্যাল বেঙ্গল বাঘের চামড়া ও হাড়ের টুকরো উদ্ধার হল উত্তরবঙ্গে । এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই জন । তারা ভুটানের বাসিন্দা । উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে চামড়াটি উদ্ধার করেছে ।

টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, তাঁদের কাছে খবর ছিল রয়্যাল বেঙ্গল বাঘের চামড়া পাচার করা হবে । সেই মত টাস্ক ফোর্সের সদস্যরা হাসিমারায় যায় । আলিপুরদুয়ার জেলার হাসিমারা চৌপথি থেকে ফোর্সের সদস্যরা দুই ভুটানি নাগরিককে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বাঘের চামড়া এবং ১১০ টি হাড়ের টুকরো । চামড়াটি 14 ফিট দীর্ঘ একটি পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের ।

সঞ্জয়বাবু জানান, পাচারকারীদের দলটিতে প্রায় আটজন ছিল । কিন্তু সবাইকে ধরতে পারেনি ফোর্সের সদস্যরা । ধৃতদের মধ্যে একজন ভুটানের প্রাক্তন সেনা জওয়ান । পাচার চক্রে এক মহিলাও রয়েছে । ধৃতদের জেরা করে কয়েকটি নাম জানা গেছে । চামড়ায় দুটি বুলেটের ক্ষত রয়েছে । অসম থেকে গ্যালেফু হয়ে নেপালে চামড়াটি পাচারের ছক কষা হয়েছিল । কাঠমাণ্ডুতে চামড়াটি বিক্রির কথা ছিল । দাম ঠিক হয়েছিল প্রায় ৩২ লাখ টাকা ।

জলপাইগুড়ি, 17 অক্টোবর : রয়্যাল বেঙ্গল বাঘের চামড়া ও হাড়ের টুকরো উদ্ধার হল উত্তরবঙ্গে । এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই জন । তারা ভুটানের বাসিন্দা । উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে চামড়াটি উদ্ধার করেছে ।

টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত জানান, তাঁদের কাছে খবর ছিল রয়্যাল বেঙ্গল বাঘের চামড়া পাচার করা হবে । সেই মত টাস্ক ফোর্সের সদস্যরা হাসিমারায় যায় । আলিপুরদুয়ার জেলার হাসিমারা চৌপথি থেকে ফোর্সের সদস্যরা দুই ভুটানি নাগরিককে গ্রেপ্তার করে । তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বাঘের চামড়া এবং ১১০ টি হাড়ের টুকরো । চামড়াটি 14 ফিট দীর্ঘ একটি পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের ।

সঞ্জয়বাবু জানান, পাচারকারীদের দলটিতে প্রায় আটজন ছিল । কিন্তু সবাইকে ধরতে পারেনি ফোর্সের সদস্যরা । ধৃতদের মধ্যে একজন ভুটানের প্রাক্তন সেনা জওয়ান । পাচার চক্রে এক মহিলাও রয়েছে । ধৃতদের জেরা করে কয়েকটি নাম জানা গেছে । চামড়ায় দুটি বুলেটের ক্ষত রয়েছে । অসম থেকে গ্যালেফু হয়ে নেপালে চামড়াটি পাচারের ছক কষা হয়েছিল । কাঠমাণ্ডুতে চামড়াটি বিক্রির কথা ছিল । দাম ঠিক হয়েছিল প্রায় ৩২ লাখ টাকা ।

Intro:জলপাইগুড়ি ঃ ফের রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া গ্রেপ্তার হলেন দুই জন।উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের সাফল্য।রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া ও দেহাংশ সহ STF এর হাতে গ্রেপ্তার ভুটানের দুই নাগরিক।Body:উত্তরবঙ্গের বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান আমাদের কাছে খবর ছিল রয়্যাল বেঙ্গলের চামড়া পাচার করা হবে সেই মত আমরা হাসীমারা যাই। আলিপুরদুয়ার জেলার হাসিমারা চৌপথি থেকে দুই ভুটানি নাগরিকের কাছ থেকে উদ্ধার হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া সহ ১১০ টি রয়্যাল বেঙ্গল টাইগারের হাড়।এই দলের সাত আটজন ছিল। সবাই ধরা যায়নি।রয়্যাল বেঙ্গলটির চামড়ায় দুটি বুলেটের ক্ষত রয়েছে।আসাম থেকে গ্যালেফু হয়েছে নেপালে পাচারের ছক কষা হয়েছিল বলে জানান উত্তরবঙ্গ বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্ত।Conclusion:আসাম থেকে এই চামড়াটি নিয়ে নেপালে কাঠমান্ডুতে বিক্রি করার কথা ছিল।৩২ লক্ষ টাকা দিয়ে বিক্রি করার কথা ছিল এই পাচার চক্রে মহিলাও ছিল।পুর্ন বয়স্ক এই রপ্যযাল বেঙ্গল টাইগারটির দৈর্ঘ প্রায় ১৪ ফুট।ধৃতদের কাছে জেরা করে আরও কিছু নাম জানা গেছে। টাইগারটিকে গুলি করে মারা হয়েছে।ধৃতদের মধ্যে একজন ভুটানের প্রাক্তন সেনা জওয়ান বলে জানান সঞ্জয় দত্ত।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানা গেছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.