ধূপগুড়ি, 12 জুন : রৌশনের বাড়ি ধূপগুড়ি ব্লকের গাদং এলাকায়। সেখানেরই গাদং হাইস্কুল থেকে এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে ৷ 10 জুন উচ্চমাধ্যমিকের ফলাফলের পর রৌশন জানতে পারে ধূপগুড়িতে প্রথম হয়েছে সে (Roushan ali ranks first of dhupguri blcok in hs examination 2022) ৷ ছেলের এই সাফল্যে খুশি বাবা, মা-সহ পরিবার-পরিজনরা ৷
কৃষক পরিবারের ছেলে রৌশন। নিয়মিত পড়াশোনার করার ফাঁকে বাবার সঙ্গে নিজেদের কৃষি জমিতে কাজ করত। তাঁর সঙ্গে কথা বলে জানা যায় তার নির্দিষ্ট কোনও সময় ছিল না পড়াশোনা করার। যখনই সময় পেত তখনই বই নিয়ে বসে পড়ত সে ।
বাবা দিন-রাত কষ্ট করে, সেই কষ্ট দেখে বাবার সঙ্গে হাতে হাত লাগাত। যাতে বাবার কষ্ট যদি একটু লাঘব হয় ৷ বৃষ্টির কারণে অনেক সময়ই কৃষি জমিতে কাজ করার লোক পাওয়া যায় না। সেই কারণে বাবার সঙ্গে হাত হাত লাগিয়ে একজন চাষীর সমান কাজ করে সাহায্য করে দিত বলে জানায় রৌশন। পরিবারের সদস্যরা তাকে সবসময় সাহায্য করত।
আরও পড়ুন : চরম আর্থিক প্রতিকূলতাকে কাটিয়ে উচ্চমাধ্যমিকে সপ্তম শিলিগুড়ির রীতা
রৌশন এরপরে ইংরেজি বিষয়ে অর্নাস নিয়ে পড়তে চায়। ভবিষ্যতে অধ্যাপক হওয়ার স্বপ্ন তাঁর । অন্যদিকে ছেলের সাফল্যে খুশির হাওয়া পরিবার জুড়ে। রৌশনের বাবা ও মা জানিয়েছেন ছেলে ধূপগুড়ি ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করায় তাঁরা ভীষণ খুশি। ছেলে যেন আরও অনেকদূর এগিয়ে যেতে চাই, এটাই তাঁরা চান ৷