ETV Bharat / state

Teesta River Red Alert : তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি - হলুদ সংকেত

তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল সেচ দফতর (Irrigation Department) । অন্যদিকে সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত (Yellow Alert) ।

red-alert-issues-in-teesta-river
Teesta River Red Alert : তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি
author img

By

Published : Jun 21, 2022, 3:38 PM IST

জলপাইগুড়ি, 21 জুন : তিস্তা নদীতে লাল সতর্কতা জারি করল সেচ দফতর (Red Alert Issues in Teesta River) । গতকালের পর ফের লাল সতর্কতা জারি হল । পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী । তিস্তা নদীর (Teesta River) দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত জলস্তর বাড়তে থাকায় ভোরে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর (Irrigation Department) ।

অন্যদিকে তিস্তা নদীর সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত (Yellow Alert) । এদিন সকালে গাজোলডোবার তিস্তা ব্যারেজ থেকে 2247 কিউমেক জল ছাড়া হয়েছে । তাতেই জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে নদীর । তিস্তা নদীতে জলস্তর বৃদ্ধির ফলে উদ্বিগ্ন তিস্তাপারের বাসিন্দারা । অন্যদিকে জলঢাকা নদীর অসংরক্ষিত এবং সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে সেচ দফতর ।

গতকালও তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছিল । জল কমে যাওয়ার ফলে সতর্কতা তুলে নেওয়া হয় । তিস্তা নদীর তীরে বসবাসকারী নিচু এলাকাগুলোতে জল ঢুকেছে । বাঁধের পাশে বসবাসকারীদের সচেতন করা হচ্ছে ।

আরও পড়ুন : Teesta Yellow Alert: তিস্তা নদীতে জারি হলুদ সতর্কতা

জলপাইগুড়ি, 21 জুন : তিস্তা নদীতে লাল সতর্কতা জারি করল সেচ দফতর (Red Alert Issues in Teesta River) । গতকালের পর ফের লাল সতর্কতা জারি হল । পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী । তিস্তা নদীর (Teesta River) দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত জলস্তর বাড়তে থাকায় ভোরে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর (Irrigation Department) ।

অন্যদিকে তিস্তা নদীর সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সংকেত (Yellow Alert) । এদিন সকালে গাজোলডোবার তিস্তা ব্যারেজ থেকে 2247 কিউমেক জল ছাড়া হয়েছে । তাতেই জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে নদীর । তিস্তা নদীতে জলস্তর বৃদ্ধির ফলে উদ্বিগ্ন তিস্তাপারের বাসিন্দারা । অন্যদিকে জলঢাকা নদীর অসংরক্ষিত এবং সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে সেচ দফতর ।

গতকালও তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছিল । জল কমে যাওয়ার ফলে সতর্কতা তুলে নেওয়া হয় । তিস্তা নদীর তীরে বসবাসকারী নিচু এলাকাগুলোতে জল ঢুকেছে । বাঁধের পাশে বসবাসকারীদের সচেতন করা হচ্ছে ।

আরও পড়ুন : Teesta Yellow Alert: তিস্তা নদীতে জারি হলুদ সতর্কতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.