ETV Bharat / state

Dilip Ghosh in Jalpaiguri: দিলীপকে জোড়া গোলাপ দিয়ে গোষ্ঠী কোন্দলের প্রতিবাদ বিক্ষুব্ধ বিজেপি নেতার - জলপাইগুড়ি বিজেপি

ফের প্রকাশ্যে জলপাইগুড়ি জেলা বিজেপির গোষ্ঠী কোন্দল(Jalpaiguri BJP)৷ কার্যালয়ের বাইরে থেকেই দিলীপ ঘোষের হাতে জোড়া গোলাপ তুলে দিলেন দলীয় অনুষ্ঠানে ডাক না-পাওয়া বিক্ষুব্ধ বিজেপি নেতা ৷

jalpaiguri
দিলীপকে জোড়া গোলাপ দিয়ে গোষ্ঠী কোন্দলের প্রতিবাদ বিক্ষুব্ধ বিজেপি নেতার
author img

By

Published : Jun 23, 2022, 7:03 PM IST

জলপাইগুড়ি, 23 জুন : "দিলীপ ঘোষ জলপাইগুড়ি বিজেপিকে(Jalpaiguri BJP) ধ্বংস করার জন্যই 'গোস্বামী' নামে বিষবৃক্ষ পুতেছেন । তাই তাঁকে গোলাপ ফুল দিয়ে প্রতিবাদ জানালাম," বললেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অলোক চক্রবর্তী । তাঁর এই গোলাপ দেওয়ার ঘটনাতেই ফের প্রকাশ্যে এল জলপাইগুড়ি জেলা বিজেপির গোষ্ঠী কোন্দল(Rebel BJP Leader Gives Roses to Dilip Ghosh)৷

জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামীর সঙ্গে জেলার একাংশ দলীয় নেতার বিরোধ চলছে । বৃহস্পতিবার দিলীপ ঘোষকে গোলাপ ফুল দিয়ে জেলা সভাপতি ও দিলীপ ঘোষের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানালেন বিক্ষুব্ধ বিজেপি নেতা । জলপাইগুড়ি জেলা সভাপতি পদে বাপী গোস্বামী বসার পর থেকেই একাংশ নেতাদের বিরুদ্ধে বিরোধ দেখা গিয়েছে । প্রকাশ্যেই জেলা সভাপতির বিরুদ্ধে আলাদা বৈঠক করেছেন প্রাক্তন জেলা সহ-সভাপতি অলোক চক্রবর্তী-সহ বিভিন্ন ব্লকের নেতারা ।

আরও পড়ুন : Mukul-Ananta Deb Viral Audio : বিধানসভা ভোটের আগে তৃণমূল বিধায়ককে ফোন 'বিজেপির' মুকুলের, ভাইরাল অডিয়ো

এই বিষয়ে বিক্ষুব্ধ বিজেপি নেতা অলোক চক্রবর্তী বলেন, "দিলীপ ঘোষকে দুটি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানোর কারণ তিনি আমাদের কেন্দ্রীয় সহ-সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি । অন্যদিকে জলপাইগুড়িকে ধ্বংস করার জন্য তিনি 'গোস্বামী' নামে যে বিষবৃক্ষ পুঁতেছেন তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ৷ প্রাক্তনীকে যে সম্মান করতে হয় সেটা বুঝিয়ে দিলাম ৷ আমরা দলবিরোধী নই । আমরা উপেক্ষিত । দলের ক্ষতি চাই না । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্ম বলিদান দিবসে দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি । কিন্তু আমি এসেছি । কার্যালয়ের বাইরে থেকেই দিলীপ ঘোষকে ফুল দিলাম । রাজ্য সভাপতি যে নির্দেশ দেবেন তাঁর কথা মতই কাজ করব ।"

আরও পড়ুন : BJP Mahila Morcha Agitation: জেলা সভাপতিকে পদচ্যুত করার দাবিতে মহিলা মোর্চার বিক্ষোভ


যদিও এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "দলের কেউ বিক্ষুদ্ধ নয় । আলোচনা হতেই পারে । জেলা সভাপতি না-কথা বললে, আমি বলব । আমি না-বললে অন্য কেউ বলবে । বিজেপি গণতান্ত্রিক দল । এখানে আলাপ আলোচনার মাধ্যমে ক্ষোভ মিটে যায় । আমরা তৃণমূলকে উৎখাত করার জন্যই কাজ করছি । কোনও বিষয়ে দ্বিমত হতেই পারে । তার জন্য কথা বলতে হবে । যারা নিয়ম শৃঙ্খলার মধ্যে যারা কাজ করতে পারে না তারাই এমন করে । সবাইকে একটা শৃঙ্খলায় আসতে হবে । দলের নির্দেশেই তাকে চলতে হবে । এরা তৃণমূলেরই লোক ৷ তাই তৃণমূলে যোগ দেওয়ার কথা বলছে ৷" যাকে নিয়ে এত ঘটনা সেই বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর বক্তব্য, "আমি যতদিন পদে থাকব আমার মত করেই দল চালাব ।"

আরও পড়ুন : Dilip Ghosh: সিভিক ভলান্টিয়ারদের অগ্নিপথে যোগদানের আবেদন দিলীপের

জলপাইগুড়ি, 23 জুন : "দিলীপ ঘোষ জলপাইগুড়ি বিজেপিকে(Jalpaiguri BJP) ধ্বংস করার জন্যই 'গোস্বামী' নামে বিষবৃক্ষ পুতেছেন । তাই তাঁকে গোলাপ ফুল দিয়ে প্রতিবাদ জানালাম," বললেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অলোক চক্রবর্তী । তাঁর এই গোলাপ দেওয়ার ঘটনাতেই ফের প্রকাশ্যে এল জলপাইগুড়ি জেলা বিজেপির গোষ্ঠী কোন্দল(Rebel BJP Leader Gives Roses to Dilip Ghosh)৷

জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামীর সঙ্গে জেলার একাংশ দলীয় নেতার বিরোধ চলছে । বৃহস্পতিবার দিলীপ ঘোষকে গোলাপ ফুল দিয়ে জেলা সভাপতি ও দিলীপ ঘোষের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানালেন বিক্ষুব্ধ বিজেপি নেতা । জলপাইগুড়ি জেলা সভাপতি পদে বাপী গোস্বামী বসার পর থেকেই একাংশ নেতাদের বিরুদ্ধে বিরোধ দেখা গিয়েছে । প্রকাশ্যেই জেলা সভাপতির বিরুদ্ধে আলাদা বৈঠক করেছেন প্রাক্তন জেলা সহ-সভাপতি অলোক চক্রবর্তী-সহ বিভিন্ন ব্লকের নেতারা ।

আরও পড়ুন : Mukul-Ananta Deb Viral Audio : বিধানসভা ভোটের আগে তৃণমূল বিধায়ককে ফোন 'বিজেপির' মুকুলের, ভাইরাল অডিয়ো

এই বিষয়ে বিক্ষুব্ধ বিজেপি নেতা অলোক চক্রবর্তী বলেন, "দিলীপ ঘোষকে দুটি গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানোর কারণ তিনি আমাদের কেন্দ্রীয় সহ-সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি । অন্যদিকে জলপাইগুড়িকে ধ্বংস করার জন্য তিনি 'গোস্বামী' নামে যে বিষবৃক্ষ পুঁতেছেন তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ৷ প্রাক্তনীকে যে সম্মান করতে হয় সেটা বুঝিয়ে দিলাম ৷ আমরা দলবিরোধী নই । আমরা উপেক্ষিত । দলের ক্ষতি চাই না । শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্ম বলিদান দিবসে দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি । কিন্তু আমি এসেছি । কার্যালয়ের বাইরে থেকেই দিলীপ ঘোষকে ফুল দিলাম । রাজ্য সভাপতি যে নির্দেশ দেবেন তাঁর কথা মতই কাজ করব ।"

আরও পড়ুন : BJP Mahila Morcha Agitation: জেলা সভাপতিকে পদচ্যুত করার দাবিতে মহিলা মোর্চার বিক্ষোভ


যদিও এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "দলের কেউ বিক্ষুদ্ধ নয় । আলোচনা হতেই পারে । জেলা সভাপতি না-কথা বললে, আমি বলব । আমি না-বললে অন্য কেউ বলবে । বিজেপি গণতান্ত্রিক দল । এখানে আলাপ আলোচনার মাধ্যমে ক্ষোভ মিটে যায় । আমরা তৃণমূলকে উৎখাত করার জন্যই কাজ করছি । কোনও বিষয়ে দ্বিমত হতেই পারে । তার জন্য কথা বলতে হবে । যারা নিয়ম শৃঙ্খলার মধ্যে যারা কাজ করতে পারে না তারাই এমন করে । সবাইকে একটা শৃঙ্খলায় আসতে হবে । দলের নির্দেশেই তাকে চলতে হবে । এরা তৃণমূলেরই লোক ৷ তাই তৃণমূলে যোগ দেওয়ার কথা বলছে ৷" যাকে নিয়ে এত ঘটনা সেই বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর বক্তব্য, "আমি যতদিন পদে থাকব আমার মত করেই দল চালাব ।"

আরও পড়ুন : Dilip Ghosh: সিভিক ভলান্টিয়ারদের অগ্নিপথে যোগদানের আবেদন দিলীপের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.