ETV Bharat / state

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন রামলালার মূর্তি উদ্বোধন জলপাইগুড়িতেও - Ramlala statue

Jalpaiguri Ram Mandir: অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিনে জলপাইগুড়িতেও প্রাণ প্রতিষ্ঠা আরও এক রাম মূর্তির ৷ 22ফুট উচ্চতার রাম লালার মূর্তিটি তৈরি করেছেন স্থানীয় এক শিল্পী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 8:19 PM IST

জলপাইগুড়ি, 17 জানুয়ারি: আগামী 22 জানুযারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ সেদিনই জলপাইগুড়িতেও 22ফুট উচ্চতার রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। পাশাপাশি তিনদিন ব্যাপী সেখানে চলবে ভজন সংকীর্তন ৷ জলপাইগুড়ি 20নং ওয়ার্ডের বামনপাড়ায় শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির পক্ষ থেকে এই মন্দির প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছে ৷

শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটি সূত্রে জানানো হয়েছে খড়, মাটি, বাঁশ দিয়ে গড়ে তোলা হচ্ছে 22ফুট উচ্চতার ভগবান রামের একটি মূর্তি ৷ অযোধ্যা রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জলপাইগুড়িবাসীর উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। মন্দির উদ্বোধনের রেশ থেকে সাধারণ মানুষ যাতে বঞ্চিত না-হয়, তাই এই উদ্যোগ ৷ বলা যায় জলপাইগুড়িবাসীকেও অযোধ্যার রামমন্দির উদ্বোধনের স্বাদ দিতে এই উদ্য়োগ শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির ৷

কমিটি সূত্রে খবর, 22 ফুট উচ্চতার রামলালার এই মূর্তি গড়তে এক মাস সময় লেগেছে ৷ স্থানীয় এক শিল্পী এই মূর্তি তৈরি করেছেন ৷ 22 জানুয়ারি অযোধ্যায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ঠিক সেই সময় জলপাইগুড়িতেও এই বিরাট রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন উদ্যোক্তারা। পাশাপাশি 500 বছরের রাম জন্মভূমির ইতিহাস সাধারণ মানুষের জন্য জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হবে এদিন ৷

এছাড়াও 22শে জানুয়ারি থেকে তিন দিন ধরে চলবে রামের ভজন গান। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত ধর্মগুরু থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের বিধায়ক সাংসদ ও বিজেপি নেতৃত্বকে। এলাকার মানুষদের থেকে অর্থ সংগ্রহ করে সম্পূর্ণ অনুষ্ঠানটি করা হচ্ছে বলে দাবি উদ্যোক্তাদের এমনটাই দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতা মানস মুস্তাফির। এদিকে মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে অযোধ্যার রামলালার অভিষেক অনুষ্ঠান ৷ সাত দিন ধরে অর্থাৎ 22 জানুয়ারির আগে পর্যন্ত চলবে এই অনুষ্ঠান ৷


আরও পড়ুন:

  1. দত্তপুকুরের জামালউদ্দিনের হাতে তৈরি রামের মূর্তি শোভা পাবে অযোধ্যায়
  2. রামমন্দির উদ্বোধনের আগে রামের থিমে গাড়ি সাজালেন ভক্ত
  3. পুরীর জগন্নাথ দর্শন এবার আরও সহজ, মন্দির পরিক্রমাও করতে পারেন পুণ্যার্থীরা

জলপাইগুড়ি, 17 জানুয়ারি: আগামী 22 জানুযারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ সেদিনই জলপাইগুড়িতেও 22ফুট উচ্চতার রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। পাশাপাশি তিনদিন ব্যাপী সেখানে চলবে ভজন সংকীর্তন ৷ জলপাইগুড়ি 20নং ওয়ার্ডের বামনপাড়ায় শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির পক্ষ থেকে এই মন্দির প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছে ৷

শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটি সূত্রে জানানো হয়েছে খড়, মাটি, বাঁশ দিয়ে গড়ে তোলা হচ্ছে 22ফুট উচ্চতার ভগবান রামের একটি মূর্তি ৷ অযোধ্যা রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে জলপাইগুড়িবাসীর উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। মন্দির উদ্বোধনের রেশ থেকে সাধারণ মানুষ যাতে বঞ্চিত না-হয়, তাই এই উদ্যোগ ৷ বলা যায় জলপাইগুড়িবাসীকেও অযোধ্যার রামমন্দির উদ্বোধনের স্বাদ দিতে এই উদ্য়োগ শ্রী রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন কমিটির ৷

কমিটি সূত্রে খবর, 22 ফুট উচ্চতার রামলালার এই মূর্তি গড়তে এক মাস সময় লেগেছে ৷ স্থানীয় এক শিল্পী এই মূর্তি তৈরি করেছেন ৷ 22 জানুয়ারি অযোধ্যায় যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ঠিক সেই সময় জলপাইগুড়িতেও এই বিরাট রাম মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন উদ্যোক্তারা। পাশাপাশি 500 বছরের রাম জন্মভূমির ইতিহাস সাধারণ মানুষের জন্য জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তুলে ধরা হবে এদিন ৷

এছাড়াও 22শে জানুয়ারি থেকে তিন দিন ধরে চলবে রামের ভজন গান। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত ধর্মগুরু থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের বিধায়ক সাংসদ ও বিজেপি নেতৃত্বকে। এলাকার মানুষদের থেকে অর্থ সংগ্রহ করে সম্পূর্ণ অনুষ্ঠানটি করা হচ্ছে বলে দাবি উদ্যোক্তাদের এমনটাই দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতা মানস মুস্তাফির। এদিকে মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে অযোধ্যার রামলালার অভিষেক অনুষ্ঠান ৷ সাত দিন ধরে অর্থাৎ 22 জানুয়ারির আগে পর্যন্ত চলবে এই অনুষ্ঠান ৷


আরও পড়ুন:

  1. দত্তপুকুরের জামালউদ্দিনের হাতে তৈরি রামের মূর্তি শোভা পাবে অযোধ্যায়
  2. রামমন্দির উদ্বোধনের আগে রামের থিমে গাড়ি সাজালেন ভক্ত
  3. পুরীর জগন্নাথ দর্শন এবার আরও সহজ, মন্দির পরিক্রমাও করতে পারেন পুণ্যার্থীরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.