ETV Bharat / state

রাজগঞ্জে 7 হাজার পরিবারে খাদ্যসামগ্রী বণ্টন বিধায়কের - করোনা

রাজগঞ্জ বিধানসভার অধিকাংশ মানুষজনেরই জীবিকা কৃষিকাজ । ফলে লকডাউনের সময়ে কোনও কাজ না থাকায় পেটে টান পরেছে তাঁদের । সেই কারণেই এই বিধানসভার 7 হাজার পরিবারের খাদ্যের যোগান দিচ্ছেন বিধায়ক

ছবি
ছবি
author img

By

Published : Apr 6, 2020, 1:36 PM IST

Updated : Apr 6, 2020, 1:51 PM IST

জলপাইগুড়ি, 6 এপ্রিল : এলাকার 7 হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বণ্টন শুরু করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় । এই বিধানসভার অধিকাংশ মানুষরেই জীবিকা কৃষিকাজ । ফলে লকডাউনের সময়ে কোনও কাজ না থাকায় পেটে টান পড়েছে তাঁদের ।

2009 সালে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে উত্তরবঙ্গে প্রথম ঘাসফুল ফোটান খগেশ্বর রায় । তখন থেকেই সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি মানুষের সুখ দুঃখে থাকাটাই তাঁর প্রথম পছন্দ । রাজনৈতিক অনেক পালাবদল হয়েছে । অনেকেই বদলেছেন । কিন্তু বদলাননি খগেশ্বর রায় । লকডাউনের পর থেকে গ্রামে গ্রামে ঘুরে মানুষে অভাব অভিযোগ শুনেছেন । সেই কারণে তাঁর উপলব্ধি হয়েছে যে অনেকের বাড়িতেই খাবার রসদ নেই । তাই তড়িঘড়ি ব্যবস্থা নেন তিনি ।

খগেশ্বরবাবু বলেন, " আমি বিভিন্ন এলাকায় লকডাউনের পর সচেতনার জন্য গিয়েছি । তখন সাধারণ জনগণের কথা শুনেছি । তাঁদের কষ্টের কথা শুনেছি । এরপরই খাদ্যসামগ্রী বণ্টনের সিদ্ধান্ত নিই । রাজগঞ্জ বিধানসভার 7 হাজার পরিবারকে চিহ্নিতকরণ করা হয়েছে যাদের বাড়িতে সত্যিই খাদ্যের সমস্যা আছে । আমি এই পরিবারগুলির জন্য খাবারের ব্যবস্থা করেছি । পাশাপাশি সরকারি সাহায্য যাতে তারা পায়, সেই ব্যবস্থাও করছি ।"

জলপাইগুড়ি, 6 এপ্রিল : এলাকার 7 হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বণ্টন শুরু করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় । এই বিধানসভার অধিকাংশ মানুষরেই জীবিকা কৃষিকাজ । ফলে লকডাউনের সময়ে কোনও কাজ না থাকায় পেটে টান পড়েছে তাঁদের ।

2009 সালে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে উত্তরবঙ্গে প্রথম ঘাসফুল ফোটান খগেশ্বর রায় । তখন থেকেই সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ। স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি মানুষের সুখ দুঃখে থাকাটাই তাঁর প্রথম পছন্দ । রাজনৈতিক অনেক পালাবদল হয়েছে । অনেকেই বদলেছেন । কিন্তু বদলাননি খগেশ্বর রায় । লকডাউনের পর থেকে গ্রামে গ্রামে ঘুরে মানুষে অভাব অভিযোগ শুনেছেন । সেই কারণে তাঁর উপলব্ধি হয়েছে যে অনেকের বাড়িতেই খাবার রসদ নেই । তাই তড়িঘড়ি ব্যবস্থা নেন তিনি ।

খগেশ্বরবাবু বলেন, " আমি বিভিন্ন এলাকায় লকডাউনের পর সচেতনার জন্য গিয়েছি । তখন সাধারণ জনগণের কথা শুনেছি । তাঁদের কষ্টের কথা শুনেছি । এরপরই খাদ্যসামগ্রী বণ্টনের সিদ্ধান্ত নিই । রাজগঞ্জ বিধানসভার 7 হাজার পরিবারকে চিহ্নিতকরণ করা হয়েছে যাদের বাড়িতে সত্যিই খাদ্যের সমস্যা আছে । আমি এই পরিবারগুলির জন্য খাবারের ব্যবস্থা করেছি । পাশাপাশি সরকারি সাহায্য যাতে তারা পায়, সেই ব্যবস্থাও করছি ।"

Last Updated : Apr 6, 2020, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.