ETV Bharat / state

Bharat Gaurav Tourist Train: দেশের ধর্মীয় স্থান দর্শনে অসম থেকে চালু ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন - আইআরসিটিসি

ভারত দর্শনে নয়া উদ্যোগ রেলের ৷ উত্তর-পূর্ব ভারত থেকে রেলের তরফে প্রথম ছাড়বে ভারত গৌরব ট্রেন ৷ আইআরসিটিসির সহায়তায় এই পরিষেবা দেবে ভারতীয় রেল ৷ 27 মে ডিব্রুগড় থেকে শুরু হবে যাত্রা ৷

Bharat Gaurav Tourist Train
ভারত গৌরব টুরিস্ট ট্রেন
author img

By

Published : Apr 11, 2023, 5:51 PM IST

ধর্মীয় স্থানগুলি দর্শনে অসম থেকে ভারত গৌরব ট্রেন চালু রেলের

জলপাইগুড়ি, 11 এপ্রিল: এই প্রথম দেশের উত্তর-পূর্ব অংশ থেকে ভারত গৌরব ট্রেন চালু করতে চলেছে রেল । উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে স্পেশাল ট্যুরের ব্যবস্থা করা হয়েছে । তাতে দেশের জনপ্রিয় ধর্মীয় পর্যটনস্থলগুলি ঘুরে দেখানো হবে ৷ আগামী 27 মে ডিব্রুগড় থেকে প্রথম ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু করবে আইআরসিটিসি ও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে । ট্রেনটি ফিরে আসবে 6 জুন ।

মঙ্গলবার আইআরসিটিসি'র গুয়াহাটি রিজিওনাল দফতরের সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা জানান, দেশের ধর্মীয় পর্যটনস্থলের মধ্যে শ্রী মাতা বৈষ্ণোদেবী, অযোধ্যা, প্রয়াগরাজ ও বারাণসী থাকছে এই বিশেষ ট্যুরে । রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীরা ডিব্রুগড়, সিমলুগুড়ি, মরিয়নি, ডিমাপুর, লামডিং, গুয়াহাটি, রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাণসী জং, হাজিপুর ও শোনপুর স্টেশন থেকে উঠতে ও নামতে পারবেন । এই ভারত গৌরব পর্যটন ট্রেনটিতে আটটি এলএইচবি স্লিপার কোচ, তিনটি এসি থ্রি টিয়ার কোচ ও একটি প্যান্ট্রিকারের ব্যবস্থা থাকবে ।

ট্রেন থেকে নেমে দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য পর্যটকদের ডেডিকেটেড কোচ বা বাস প্রদান করা হবে । সম্পূর্ণ ভ্রমণে ডেডিকেটেড ট্যুরের ক্ষেত্রে এসকর্ট দ্বারা পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে ৷ স্লিপার শ্রেণির যাত্রীদের রাত্রিবাসের জন্য নন এসি হোটেল রুম দেওয়ার পাশাপাশি এসি যাত্রীদের জন্য স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেলে এসি রুমের ব্যবস্থা করা হবে । স্লিপার ক্লাসের জন্য 20 হাজার 850 ও এসি থ্রি-টিয়ারে 31 হাজার 135 টাকা জিএসটি-সহ যাতায়াতের খরচ পড়বে । এছাড়া যাত্রীদের স্বাস্থ্য পরিষেবার বিষয়টিও লক্ষ্য রাখা হবে বলেও জানানো হয়েছে আইআরসিটিসি তরফে । ভারত গৌরব ট্রেন প্রকল্পের অধীনে রেল পর্যটনের প্রচারের জন্য রেলওয়ে আনুমানিক 33 শতাংশ ছাড় দিচ্ছে ।

এদিন জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে আইআরসিটিসি'র গুয়াহাটি রিজিওনাল দফতরের সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা বলেন, "10 রাত ও 11 দিনের এই পরিভ্রমণের সময় ট্রেনটি প্রথম বিরতি নেবে কাতরায় ৷ এখান থেকে পর্যটকরা মাতা বৈষ্ণোদেবী মন্দির পরিদর্শন করতে যাবেন । এরপর ট্রেন অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে ৷ সেখানে পর্যটকরা রাম জন্মভূমি, হনুমানগিরি দেখে সরযূ নদীতে আরতি দেখবেন । পরবর্তী গন্তব্যস্থল প্রয়াগরাজ, যেখানে পর্যটকরা পবিত্র স্থান, ত্রিবেণী সঙ্গম ও আলোপি দেবী মন্দির পরিদর্শন করবেন । পর্যটন ট্রেনটির পরবর্তী গন্তব্যস্থল হল বারাণসী, যেখানে পর্যটকরা গঙ্গা আরতি ও কাশী বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি অন্যান্য তীর্থস্থানগুলি পরিদর্শন করবেন ।"

ধর্মীয় পর্যটনস্থলগুলি ঘোরানোর সময় ভারত গৌরব ট্রেনের যাত্রীদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থাও থাকছে । সকালে চা, ব্রেকফাস্ট, দুপুরের আহার, সন্ধ্যার চা এবং রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে । এছাড়া ট্রেনে থাকা হাউসকিপিং কর্মীদের দ্বারা প্রতিটি কামরা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৌচালয়ের স্বচ্ছতার যত্ন রাখা হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে । ট্রেনে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কামরায় সুরক্ষা কর্মী থাকবেন । বিশেষ করে এই ট্রেনে যাতে বুকিং ব্যাতিত অন্য কেউ উঠতে না পারে সেটাও লক্ষ্য রাখা হবে ।

জলপাইগুড়ির পর্যটন ব্যবসায়ী অলোক চক্রবর্তী বলেন, "খুব ভালো উদ্যোগ রেলের । উত্তর-পূর্ব ভারত থেকে এই প্রথম ধর্মীয় স্থল ঘোরার জন্য ট্রেনের ব্যবস্থা করা হল । অনেকেই আগ্রহী এই ভারত দর্শন ট্রেনের বুকিং করার জন্য । আগে কলকাতা-সহ অন্যান্য জায়গায় থেকে এমন ট্রেন পাওয়া যেত । এবার উত্তর-পূর্ব ভারত তথা অসম থেকে উত্তরবঙ্গ হয়ে ট্রেনটি যাচ্ছে । এতে খুব সুবিধা হবে পর্যটকদের ।"

আরও পড়ুন: কলকাতা থেকে চালু হচ্ছে 'ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন', টিকিটে থাকছে ইএমআই সুবিধা

ধর্মীয় স্থানগুলি দর্শনে অসম থেকে ভারত গৌরব ট্রেন চালু রেলের

জলপাইগুড়ি, 11 এপ্রিল: এই প্রথম দেশের উত্তর-পূর্ব অংশ থেকে ভারত গৌরব ট্রেন চালু করতে চলেছে রেল । উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে স্পেশাল ট্যুরের ব্যবস্থা করা হয়েছে । তাতে দেশের জনপ্রিয় ধর্মীয় পর্যটনস্থলগুলি ঘুরে দেখানো হবে ৷ আগামী 27 মে ডিব্রুগড় থেকে প্রথম ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু করবে আইআরসিটিসি ও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে । ট্রেনটি ফিরে আসবে 6 জুন ।

মঙ্গলবার আইআরসিটিসি'র গুয়াহাটি রিজিওনাল দফতরের সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা জানান, দেশের ধর্মীয় পর্যটনস্থলের মধ্যে শ্রী মাতা বৈষ্ণোদেবী, অযোধ্যা, প্রয়াগরাজ ও বারাণসী থাকছে এই বিশেষ ট্যুরে । রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীরা ডিব্রুগড়, সিমলুগুড়ি, মরিয়নি, ডিমাপুর, লামডিং, গুয়াহাটি, রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাণসী জং, হাজিপুর ও শোনপুর স্টেশন থেকে উঠতে ও নামতে পারবেন । এই ভারত গৌরব পর্যটন ট্রেনটিতে আটটি এলএইচবি স্লিপার কোচ, তিনটি এসি থ্রি টিয়ার কোচ ও একটি প্যান্ট্রিকারের ব্যবস্থা থাকবে ।

ট্রেন থেকে নেমে দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য পর্যটকদের ডেডিকেটেড কোচ বা বাস প্রদান করা হবে । সম্পূর্ণ ভ্রমণে ডেডিকেটেড ট্যুরের ক্ষেত্রে এসকর্ট দ্বারা পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে ৷ স্লিপার শ্রেণির যাত্রীদের রাত্রিবাসের জন্য নন এসি হোটেল রুম দেওয়ার পাশাপাশি এসি যাত্রীদের জন্য স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেলে এসি রুমের ব্যবস্থা করা হবে । স্লিপার ক্লাসের জন্য 20 হাজার 850 ও এসি থ্রি-টিয়ারে 31 হাজার 135 টাকা জিএসটি-সহ যাতায়াতের খরচ পড়বে । এছাড়া যাত্রীদের স্বাস্থ্য পরিষেবার বিষয়টিও লক্ষ্য রাখা হবে বলেও জানানো হয়েছে আইআরসিটিসি তরফে । ভারত গৌরব ট্রেন প্রকল্পের অধীনে রেল পর্যটনের প্রচারের জন্য রেলওয়ে আনুমানিক 33 শতাংশ ছাড় দিচ্ছে ।

এদিন জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে আইআরসিটিসি'র গুয়াহাটি রিজিওনাল দফতরের সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা বলেন, "10 রাত ও 11 দিনের এই পরিভ্রমণের সময় ট্রেনটি প্রথম বিরতি নেবে কাতরায় ৷ এখান থেকে পর্যটকরা মাতা বৈষ্ণোদেবী মন্দির পরিদর্শন করতে যাবেন । এরপর ট্রেন অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে ৷ সেখানে পর্যটকরা রাম জন্মভূমি, হনুমানগিরি দেখে সরযূ নদীতে আরতি দেখবেন । পরবর্তী গন্তব্যস্থল প্রয়াগরাজ, যেখানে পর্যটকরা পবিত্র স্থান, ত্রিবেণী সঙ্গম ও আলোপি দেবী মন্দির পরিদর্শন করবেন । পর্যটন ট্রেনটির পরবর্তী গন্তব্যস্থল হল বারাণসী, যেখানে পর্যটকরা গঙ্গা আরতি ও কাশী বিশ্বনাথ মন্দিরের পাশাপাশি অন্যান্য তীর্থস্থানগুলি পরিদর্শন করবেন ।"

ধর্মীয় পর্যটনস্থলগুলি ঘোরানোর সময় ভারত গৌরব ট্রেনের যাত্রীদের জন্য খাবার ও পানীয় জলের ব্যবস্থাও থাকছে । সকালে চা, ব্রেকফাস্ট, দুপুরের আহার, সন্ধ্যার চা এবং রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে । এছাড়া ট্রেনে থাকা হাউসকিপিং কর্মীদের দ্বারা প্রতিটি কামরা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৌচালয়ের স্বচ্ছতার যত্ন রাখা হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে । ট্রেনে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কামরায় সুরক্ষা কর্মী থাকবেন । বিশেষ করে এই ট্রেনে যাতে বুকিং ব্যাতিত অন্য কেউ উঠতে না পারে সেটাও লক্ষ্য রাখা হবে ।

জলপাইগুড়ির পর্যটন ব্যবসায়ী অলোক চক্রবর্তী বলেন, "খুব ভালো উদ্যোগ রেলের । উত্তর-পূর্ব ভারত থেকে এই প্রথম ধর্মীয় স্থল ঘোরার জন্য ট্রেনের ব্যবস্থা করা হল । অনেকেই আগ্রহী এই ভারত দর্শন ট্রেনের বুকিং করার জন্য । আগে কলকাতা-সহ অন্যান্য জায়গায় থেকে এমন ট্রেন পাওয়া যেত । এবার উত্তর-পূর্ব ভারত তথা অসম থেকে উত্তরবঙ্গ হয়ে ট্রেনটি যাচ্ছে । এতে খুব সুবিধা হবে পর্যটকদের ।"

আরও পড়ুন: কলকাতা থেকে চালু হচ্ছে 'ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন', টিকিটে থাকছে ইএমআই সুবিধা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.