জলপাইগুড়ি, 11 অগস্ট: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু ঠেকাতে আইডিএস (IDS-Intrusion Detection System) প্রযুক্তির জন্য 77 কোটি টাকা বরাদ্দ করল রেল । শুধু তাই নয়, ট্রেন চালকদের সচেতন করার পাশাপাশি চলবে কড়া নজরদারিও। রেললাইনে হাতি এলে তার তথ্য আদান প্রদান করা হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বনবিভাগের সঙ্গে যোগাযোগ রাখবে রেল।
প্রায়শই ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ঘটছে । বনবিভাগ কিংবা রেল পরস্পর সহযোগিতা করলেও বেঘোরে প্রাণ যাচ্ছে বুনো হাতির । বিগত কয়েক বছর ধরে রেল তার গতি নিয়ন্ত্রণ করে 82টি হাতির প্রাণ বাঁচিয়েছে। এবার হাতিদের চলাচল সুরক্ষিত রাখতে আরও একধাপ এগোল রেলমন্ত্রক । জঙ্গলের বুক চিড়ে বয়ে যাওয়া রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে হাতির চলাচলের প্রচুর করিডোর রয়েছে । সেই করিডোরগুলোকে সুরক্ষিত রাখতে অর্থ বরাদ্দ করল রেল। জঙ্গলের মধ্যে অবস্থিত রেল পথে হাতি চলাচলের করিডোরে হাতির মৃত্যু ঠেকাতেই এই উদ্যোগ।
এদিন ডিআরএম (DRM) আরও জানান, তিনি উত্তর-পূর্ব সীমান্ত রেলের হেড কোয়ার্টারে যাবেন। হাতির প্রাণহানি রুখতে কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে। ট্রেন চালকদের আরও সচেতন করা হবে। মাঝে বেশ কিছুদিন সচেতন করা হয়নি । সেই কাজটা আবার শুরু করা হবে ৷ তবে লাইনে বাঁক থাকার কারণে এই দুর্ঘটনা ঘটছে ৷
আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় গর্ভবতী হাতির মৃত্যু, পেট থেকে ছিটকে গেল শাবক
রেলট্র্যাকের আশপাশে হাতির আনাগোনার আগাম হদিশ দেবে এই ইনট্রুসন ডিটেকশন সিস্টেম (আইডিএস)। এটি মূলত থার্মাল ডিভাইস । আলিপুরদুয়ার ডিভিশনের ইতিমধ্যেই বানারহাট ও ক্যারন স্টেশনের মাঝে রেড ব্যাংক চা বাগানের গা ঘেঁষে চলে যাওয়া রেলপথে এই ডিভাইস লাগানো হয়েছে । প্রথম দফায় বিন্নাগুড়ি স্টেশনকে কেন্দ্র করে আইডিএস চালু হবে। প্রয়োজনীয় সরঞ্জাম বসনো হচ্ছে বলে রেল সূত্রের খবর ।
জঙ্গল ও রেলপথের দু-ধার দিয়েই অপটিক্যাল ফাইবার পাতা হয়েছে। তাতে থাকছে সেন্সরও । রেললাইনের দু-পাশের অন্তত 10 মিটারের মধ্যে হাতি থাকলে সেন্সরের মাধ্যমে অপটিক্যাল ফাইবারবাহিত বার্তা পৌঁছে যাবে স্থানীয় স্টেশনে। বার্তা পৌঁছবে রেলের কন্ট্রোল রুমেও । সেখান থেকে ট্রেন চালকদের ওয়াকিটকির মাধ্যমে হাতি কোথায় আছে তা জানিয়ে দেওয়া হবে। তাতে করে চালক সতর্ক হবেন সেই মোতাবেক তাঁরা ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন । ইতিমধ্যেই রাজ্যের তরফে এই কাজ ঠিকমত হচ্ছে কি না, তা দেখার জন্য টিম ডাকা হচ্ছে ।