ETV Bharat / state

রেলের জমি দখল করে প্রাক্তন রেলকর্মীর বাড়ি, ভাঙল প্রশাসন - local goverment broke the house of a ex serviceman

জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডে রেলের জমিতে তিনতলা বাড়ি তৈরি করছিলেন জ্যোতিলাল বানিয়া । রেল কর্তৃপক্ষ একাধিক বার স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনের মাধ্যমে জমি খালি করার নোটিশ দেয় তাঁকে ৷ কিন্তু জ্যোতিলাল রেলের জমি খালি করেননি ৷ গতকাল 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চট্টোপাধ্যায় ও রেলের আধিকারিকরা সেখানে যান ৷ তারা বাড়ির 15 ফুট অংশ আর্থ মুভার দিয়ে ভেঙে দেন ৷

image
প্রাক্তন রেল কর্মীর বাড়ি ভাঙল রেল
author img

By

Published : Nov 30, 2019, 10:00 AM IST

জলপাইগুড়ি, 30 নভেম্বর : রেলের জমি দখলমুক্ত করতে ভেঙে দেওয়া হল প্রাক্তন রেলকর্মীর বাড়ি ৷ জলপাইগুড়ি ও হলদিবাড়ি হয়ে চিলাহাটি পর্যন্ত রেলপথের কাজ চলছে । রেলের জমি দখল করে বাড়ি তৈরি করছিলেন এক অবসরপ্রাপ্ত রেলকর্মী জ্যোতিলাল বানিয়া ৷ বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও জমি ফাঁকা করেননি । গতকাল জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর ও রেলের আধিকারিকরা গিয়ে আর্থ মুভার দিয়ে ভেঙে দেন সেই বাড়ি ৷


জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডে রেলের জমিতে তিনতলা বাড়ি তৈরি করছিলেন জ্যোতিলাল বানিয়া । রেল কর্তৃপক্ষ একাধিক বার স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনের মাধ্যমে জমি খালি করার নোটিশ দেয় তাঁকে ৷ কিন্তু জ্যোতিলাল রেলের জমি খালি করেননি ৷ গতকাল 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চট্টোপাধ্যায় ও রেলের আধিকারিকরা সেখানে যান ৷ তারা বাড়ির 15 ফুট অংশ আর্থ মুভার দিয়ে ভেঙে দেন ৷

কাউন্সিলর বলেন, ‘‘আমরা বহুবার বাড়ির মালিককে সতর্ক করেছি ৷ কিন্তু তিনি পদক্ষেপ করেননি । তাই আজ বাড়ির 15 ফুট অংশ ভেঙে দেওয়া হল ৷’’ জ্যোতিলাল বানিয়া এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

জলপাইগুড়ি, 30 নভেম্বর : রেলের জমি দখলমুক্ত করতে ভেঙে দেওয়া হল প্রাক্তন রেলকর্মীর বাড়ি ৷ জলপাইগুড়ি ও হলদিবাড়ি হয়ে চিলাহাটি পর্যন্ত রেলপথের কাজ চলছে । রেলের জমি দখল করে বাড়ি তৈরি করছিলেন এক অবসরপ্রাপ্ত রেলকর্মী জ্যোতিলাল বানিয়া ৷ বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও জমি ফাঁকা করেননি । গতকাল জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর ও রেলের আধিকারিকরা গিয়ে আর্থ মুভার দিয়ে ভেঙে দেন সেই বাড়ি ৷


জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডে রেলের জমিতে তিনতলা বাড়ি তৈরি করছিলেন জ্যোতিলাল বানিয়া । রেল কর্তৃপক্ষ একাধিক বার স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনের মাধ্যমে জমি খালি করার নোটিশ দেয় তাঁকে ৷ কিন্তু জ্যোতিলাল রেলের জমি খালি করেননি ৷ গতকাল 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চট্টোপাধ্যায় ও রেলের আধিকারিকরা সেখানে যান ৷ তারা বাড়ির 15 ফুট অংশ আর্থ মুভার দিয়ে ভেঙে দেন ৷

কাউন্সিলর বলেন, ‘‘আমরা বহুবার বাড়ির মালিককে সতর্ক করেছি ৷ কিন্তু তিনি পদক্ষেপ করেননি । তাই আজ বাড়ির 15 ফুট অংশ ভেঙে দেওয়া হল ৷’’ জ্যোতিলাল বানিয়া এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

Intro:জলপাইগুড়িঃঃজলপাইগুড়ি থেকে হলদিবাড়ি থেকে চিলাহাটি রেলপথের কাজ চলছে। রেললাইনের সম্প্রসারনের জন্য রেলের জমিতে রেল কাজ করবে। কিন্তু রেলের জমি দখল করে বাড়ি বানিয়ে জমি ফাঁকা করার কোন উদ্যোগই নিচ্ছিলেন না জলপাইগুড়ির এক অবসরপ্রাপ্ত রেল কর্মি। আজ জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর ও রেল দপ্তরের আধিকারিকরা গিয়ে রেললাইনের জমিতে অবৈধভাবে দখল মুক্ত করতে বুলডজার চালাল।বহুবার নোটিশ দিয়ে জানানোর পরেও গৃহকর্তার কোন হেলদোল না থাকায় আজ বুল ডজার দিয়ে ভেঙে ফেলা হলো কংক্রিটের দোতালা বাড়ি।Body:জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন পুরসভার ১১নং ওয়ার্ডের রেলের জমিতে তিনতলা বাড়ি বানিয়ে বাস করছিলেন জ্যোতি লাল বানিয়া। বহুবার রেল কর্তৃপক্ষ স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনের মাধ্যমে বারংবার নোটিশ দেওয়ার পরেও তিনি রেলের জমি খালি করে দেননি।মাপঝোক করে আজ তাই আজ স্থানীয় পুরসভার 11 নং ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চ্যাটার্জী সহ রেল দপ্তরের আধিকারিকরা সেখানে গিয়ে বেআইনি দখল করা জায়গার 15 ফুট অংশ ভেঙে ফেলা হল বুলডোজার দিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। Conclusion:এদিন জলপাইগুড়ি 11 নং ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চ্যাটার্জী জানান আমরা বহুবার এই বাড়ির মালিক জ্যোতি লাল বানিয়া কে আমরা বহুবার জানিয়েছি এবং সতর্ক করেছি কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি।রেলের কাজ হচ্ছে আন্তর্জাতিক রেলপথ হচ্ছে। আমাদের রাস্তা ড্রেন চাই।তাই রেলকেও চিঠি পত্র দেবার পর রেল মেনেও নেয়।কিন্তু এই বাড়ির মালিক মানছিলেন।রাস্তা ও ড্রেন আমাদের করতেই হবে।এলাকার উন্নয়ন আমরা চাই।এলাকার সার্থে আমরা রেলের সাথে আছি। ভুমি রাজস্ব দপ্তর মাপ ঝোক করে দেখেছেন তার রিন কাঠা জমি কিনলেও তিনি বেশি দখল করে আছেন।আসলে তিন কাঠার মধ্যে রেলের জমিও ছিল।তআই আজ ১৫ ফুট জায়গা ফাঁকা করা হল।এদিন জ্যোতিলাল বানিয়া এই বিষিয়ে কোন মন্তব্য করতে চাননি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.