জলপাইগুড়ি, 30 নভেম্বর : রেলের জমি দখলমুক্ত করতে ভেঙে দেওয়া হল প্রাক্তন রেলকর্মীর বাড়ি ৷ জলপাইগুড়ি ও হলদিবাড়ি হয়ে চিলাহাটি পর্যন্ত রেলপথের কাজ চলছে । রেলের জমি দখল করে বাড়ি তৈরি করছিলেন এক অবসরপ্রাপ্ত রেলকর্মী জ্যোতিলাল বানিয়া ৷ বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও জমি ফাঁকা করেননি । গতকাল জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর ও রেলের আধিকারিকরা গিয়ে আর্থ মুভার দিয়ে ভেঙে দেন সেই বাড়ি ৷
জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন ১১ নম্বর ওয়ার্ডে রেলের জমিতে তিনতলা বাড়ি তৈরি করছিলেন জ্যোতিলাল বানিয়া । রেল কর্তৃপক্ষ একাধিক বার স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনের মাধ্যমে জমি খালি করার নোটিশ দেয় তাঁকে ৷ কিন্তু জ্যোতিলাল রেলের জমি খালি করেননি ৷ গতকাল 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চট্টোপাধ্যায় ও রেলের আধিকারিকরা সেখানে যান ৷ তারা বাড়ির 15 ফুট অংশ আর্থ মুভার দিয়ে ভেঙে দেন ৷
কাউন্সিলর বলেন, ‘‘আমরা বহুবার বাড়ির মালিককে সতর্ক করেছি ৷ কিন্তু তিনি পদক্ষেপ করেননি । তাই আজ বাড়ির 15 ফুট অংশ ভেঙে দেওয়া হল ৷’’ জ্যোতিলাল বানিয়া এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।