ETV Bharat / state

Raiganj BJP MLA: এবার বেসুরো রায়গঞ্জের বিধায়ক, জেলা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন - বিজেপি

কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগ দেওয়ার পর এ বার বেসুরো রায়গঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক (Raiganj MLA) কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। উত্তর দিনাজপুর বিজেপির (North Dinajpur BJP) সঙ্গে সব সংযোগ ছিন্ন করার কথা ঘোষণা করলেন তিনি ৷

raiganj-mla-krishna-kalyani-left-north-dinajpur-bjp-will-he-join-tmc
এবার বেসুরো রায়গঞ্জের বিধায়ক, সঙ্গ ছাড়লেন জেলা বিজেপির
author img

By

Published : Sep 5, 2021, 6:23 PM IST

Updated : Sep 5, 2021, 8:13 PM IST

রায়গঞ্জ, 5 সেপ্টেম্বর: গতকাল কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর আজ রায়গঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক (Raiganj MLA) কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) বেসুরো গাইলেন । সরাসরি বিজেপি ছাড়ার কথা না-বললেও আপাতত উত্তর দিনাজপুর জেলা বিজেপির সমস্ত কর্মসূচি এবং জেলা বিজেপির সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করার কথা ঘোষণা করলেন তিনি ।

রায়গঞ্জের বিধায়ক তাঁর নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মূলত জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে এই সিদ্ধান্তের কথা জানালেন ৷ তবে একজন বিধায়ক হিসেবে রায়গঞ্জের মানুষের পাশে দাঁড়িয়ে সবরকম কাজ তিনি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । তিনিও তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিতে চলেছেন কি না এই প্রশ্নের উত্তরে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, সে রকম পরিস্থিতি তৈরি হলে তিনি নিজেই জানিয়ে দেবেন ।

উত্তর দিনাজপুর বিজেপি সভাপতি বাসুদেব সরকারকে নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ চলছিল জেলা বিজেপির কার্যকর্তা ও কর্মীদের মধ্যে । সম্প্রতি বাসুদেব সরকার জানিয়েছিলেন, জেলা বিজেপির বাঁশি তাঁর হাতেই রয়েছে । রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এ প্রসঙ্গে বলেন, ‘‘বাসুদেববাবুকে নিয়ে দলের অন্দরে ব্যাপক ক্ষোভ চলছে । এমনকী জেলার বিজেপি বিধায়কেরাও তাঁর উপর ক্ষুব্ধ ।’’ এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির কাছে কৃষ্ণ কল্যাণী নিজেই দরবার করেছিলেন ৷ কিন্তু রাজ্য নেতৃত্ব বিষয়টি নিয়ে তেমন কোনও গুরুত্ব না-দেওয়ায় ক্ষুদ্ধ তিনিও ।

আরও পড়ুন: Damaged Road: দীর্ঘদিন ধরে বেহাল তিস্তাবাঁধের রাস্তা, রোজ যন্ত্রণার সফর স্থানীয়দের

রায়গঞ্জের বিধায়কের অভিযোগ, জেলা সভাপতি বাসুদেব সরকার মুষ্টিমেয় কয়েকজন কার্যকর্তাকে নিয়ে ষড়যন্ত্র করে চলেছেন । দলের বেশিরভাগ কার্যকর্তা-সহ বিধায়কদেরও গুরুত্ব দিচ্ছেন না । নতুন যে জেলা কমিটি গঠন করা হয়েছে, তা বাতিল করার জন্যও দরবার করা হলেও মানা হয়নি । জেলার এই বিষয়গুলি নিয়ে রাজ্য কমিটির দ্বারস্থও হয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী । কিন্তু কোনও সাড়া মেলেনি । এই ঘটনা নিয়ে রাজ্য নেতৃত্বের উপরেও ক্ষোভপ্রকাশ করেছেন তিনি ।

আরও পড়ুন : Tanmay Ghosh: গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক

এই সব কারণে উত্তর দিনাজপুর জেলার বিজেপির কাজকর্ম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক । তিনি জানান, আজ থেকে জেলা বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ থাকবে না । তিনি একজন বিধায়ক হিসেবেই রায়গঞ্জের মানুষের জন্য কাজ করবেন । বিজেপি দল তিনি ছাড়লেন না ঠিকই কিন্তু উত্তর দিনাজপুর জেলা বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন কৃষ্ণ কল্যাণী । তিনি কি তবে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের পথেই হাঁটতে চলেছেন ? এই প্রশ্নের উত্তরে কৃষ্ণবাবু জল্পনা আরও উসকে দিয়ে বলেছেন, "সেটা সময় হলেই জানতে পারবেন ।"

আরও পড়ুন: BJP : দলবদলের হাওয়ায় কি উত্তরবঙ্গে ধাক্কা খাবে বিজেপি ?

রায়গঞ্জ, 5 সেপ্টেম্বর: গতকাল কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর আজ রায়গঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক (Raiganj MLA) কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani) বেসুরো গাইলেন । সরাসরি বিজেপি ছাড়ার কথা না-বললেও আপাতত উত্তর দিনাজপুর জেলা বিজেপির সমস্ত কর্মসূচি এবং জেলা বিজেপির সঙ্গে সবরকম যোগাযোগ বিচ্ছিন্ন করার কথা ঘোষণা করলেন তিনি ।

রায়গঞ্জের বিধায়ক তাঁর নিজের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মূলত জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার এবং রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে এই সিদ্ধান্তের কথা জানালেন ৷ তবে একজন বিধায়ক হিসেবে রায়গঞ্জের মানুষের পাশে দাঁড়িয়ে সবরকম কাজ তিনি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন । তিনিও তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিতে চলেছেন কি না এই প্রশ্নের উত্তরে বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, সে রকম পরিস্থিতি তৈরি হলে তিনি নিজেই জানিয়ে দেবেন ।

উত্তর দিনাজপুর বিজেপি সভাপতি বাসুদেব সরকারকে নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ চলছিল জেলা বিজেপির কার্যকর্তা ও কর্মীদের মধ্যে । সম্প্রতি বাসুদেব সরকার জানিয়েছিলেন, জেলা বিজেপির বাঁশি তাঁর হাতেই রয়েছে । রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এ প্রসঙ্গে বলেন, ‘‘বাসুদেববাবুকে নিয়ে দলের অন্দরে ব্যাপক ক্ষোভ চলছে । এমনকী জেলার বিজেপি বিধায়কেরাও তাঁর উপর ক্ষুব্ধ ।’’ এই বিষয় নিয়ে রাজ্য বিজেপির কাছে কৃষ্ণ কল্যাণী নিজেই দরবার করেছিলেন ৷ কিন্তু রাজ্য নেতৃত্ব বিষয়টি নিয়ে তেমন কোনও গুরুত্ব না-দেওয়ায় ক্ষুদ্ধ তিনিও ।

আরও পড়ুন: Damaged Road: দীর্ঘদিন ধরে বেহাল তিস্তাবাঁধের রাস্তা, রোজ যন্ত্রণার সফর স্থানীয়দের

রায়গঞ্জের বিধায়কের অভিযোগ, জেলা সভাপতি বাসুদেব সরকার মুষ্টিমেয় কয়েকজন কার্যকর্তাকে নিয়ে ষড়যন্ত্র করে চলেছেন । দলের বেশিরভাগ কার্যকর্তা-সহ বিধায়কদেরও গুরুত্ব দিচ্ছেন না । নতুন যে জেলা কমিটি গঠন করা হয়েছে, তা বাতিল করার জন্যও দরবার করা হলেও মানা হয়নি । জেলার এই বিষয়গুলি নিয়ে রাজ্য কমিটির দ্বারস্থও হয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী । কিন্তু কোনও সাড়া মেলেনি । এই ঘটনা নিয়ে রাজ্য নেতৃত্বের উপরেও ক্ষোভপ্রকাশ করেছেন তিনি ।

আরও পড়ুন : Tanmay Ghosh: গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক

এই সব কারণে উত্তর দিনাজপুর জেলার বিজেপির কাজকর্ম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক । তিনি জানান, আজ থেকে জেলা বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ থাকবে না । তিনি একজন বিধায়ক হিসেবেই রায়গঞ্জের মানুষের জন্য কাজ করবেন । বিজেপি দল তিনি ছাড়লেন না ঠিকই কিন্তু উত্তর দিনাজপুর জেলা বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন কৃষ্ণ কল্যাণী । তিনি কি তবে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের পথেই হাঁটতে চলেছেন ? এই প্রশ্নের উত্তরে কৃষ্ণবাবু জল্পনা আরও উসকে দিয়ে বলেছেন, "সেটা সময় হলেই জানতে পারবেন ।"

আরও পড়ুন: BJP : দলবদলের হাওয়ায় কি উত্তরবঙ্গে ধাক্কা খাবে বিজেপি ?

Last Updated : Sep 5, 2021, 8:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.