ETV Bharat / state

BJP-কে ত্রাণ সামগ্রী বিলি করতে দেওয়া হচ্ছে না, অভিযোগ সাংসদের - BJP supporters are stopped to distribute food

শাসক দলের নেতা-কর্মীরা ছাড়া BJP কর্মীদের ত্রাণ সামগ্রী বণ্টন করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় ৷

সাংসদ জয়ন্ত রায়
সাংসদ জয়ন্ত রায়
author img

By

Published : Apr 13, 2020, 9:14 PM IST

Updated : Apr 13, 2020, 9:19 PM IST

জলপাইগুড়ি, 13 এপ্রিল : ত্রাণ সামগ্রী বিলির ক্ষেত্রে রাজনীতি করছে রাজ্য সরকার ৷ শাসক দল ছাড়া BJP কর্মীদের ত্রাণ সামগ্রী বিলি করতে দেওয়া হচ্ছে না । অভিযোগ করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় ৷ তিনি বলেন, শাসক দলের বিধায়করা ত্রাণ বিলি করছেন কিন্তু, BJP কর্মীদের করতে দেওয়া হচ্ছে না ৷ এমনকী, ঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়িতেও ত্রাণ নিয়ে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি ৷

জয়ন্তবাবু অভিযোগ করে বলেন, "রাজ্য সরকার রেশনের চাল নিয়ে অনিয়ম করছে । মালবাজারে একরকম চাল, জলপাইগুড়ি শহরে আর একরকম কেন দেওয়া হচ্ছে জানা নেই । রেশন সামগ্রী তৃণমূল নেতারা বিলি করছেন । এটা প্রশাসনের কাজ । নেতারা কীভাবে করছে জানা নেই । সকলেরই ত্রাণ দেওয়ার অধিকার আছে । আমাদের দলের কর্মী-সমর্থকদের আটকানো হচ্ছে । শাসক দলের কর্মী-সমর্থকদের জন্য এক নিয়ম আর BJP-র সঙ্গে আর এক নিয়ম কেন সেটা বুঝতে পারছি না । শাসক দলের জনপ্রতিনিধিরাও ভোটে জিতে এসেছেন, আমরাও ভোটে জিতে এসেছি । কিন্তু, নিয়ম আলাদা আলাদা ।"

এছাড়াও তাঁর অভিযোগ, কোরোনা নির্ণয়ে সোয়াবের পরীক্ষা নিয়ে উত্তরবঙ্গবাসীর সঙ্গে বঞ্চনা করা হয়েছে ৷ পরবর্তীতে পরীক্ষা করার ব্যবস্থা করে রাজ্য সরকার । এখন পরীক্ষা হচ্ছে । গবেষণাকেন্দ্র হওয়ার কথা । কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে তারপরও রাজ্য সরকার তা নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি ৷

জলপাইগুড়ি, 13 এপ্রিল : ত্রাণ সামগ্রী বিলির ক্ষেত্রে রাজনীতি করছে রাজ্য সরকার ৷ শাসক দল ছাড়া BJP কর্মীদের ত্রাণ সামগ্রী বিলি করতে দেওয়া হচ্ছে না । অভিযোগ করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় ৷ তিনি বলেন, শাসক দলের বিধায়করা ত্রাণ বিলি করছেন কিন্তু, BJP কর্মীদের করতে দেওয়া হচ্ছে না ৷ এমনকী, ঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়িতেও ত্রাণ নিয়ে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি ৷

জয়ন্তবাবু অভিযোগ করে বলেন, "রাজ্য সরকার রেশনের চাল নিয়ে অনিয়ম করছে । মালবাজারে একরকম চাল, জলপাইগুড়ি শহরে আর একরকম কেন দেওয়া হচ্ছে জানা নেই । রেশন সামগ্রী তৃণমূল নেতারা বিলি করছেন । এটা প্রশাসনের কাজ । নেতারা কীভাবে করছে জানা নেই । সকলেরই ত্রাণ দেওয়ার অধিকার আছে । আমাদের দলের কর্মী-সমর্থকদের আটকানো হচ্ছে । শাসক দলের কর্মী-সমর্থকদের জন্য এক নিয়ম আর BJP-র সঙ্গে আর এক নিয়ম কেন সেটা বুঝতে পারছি না । শাসক দলের জনপ্রতিনিধিরাও ভোটে জিতে এসেছেন, আমরাও ভোটে জিতে এসেছি । কিন্তু, নিয়ম আলাদা আলাদা ।"

এছাড়াও তাঁর অভিযোগ, কোরোনা নির্ণয়ে সোয়াবের পরীক্ষা নিয়ে উত্তরবঙ্গবাসীর সঙ্গে বঞ্চনা করা হয়েছে ৷ পরবর্তীতে পরীক্ষা করার ব্যবস্থা করে রাজ্য সরকার । এখন পরীক্ষা হচ্ছে । গবেষণাকেন্দ্র হওয়ার কথা । কেন্দ্র অর্থ বরাদ্দ করেছে তারপরও রাজ্য সরকার তা নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি ৷

Last Updated : Apr 13, 2020, 9:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.