ETV Bharat / state

Potato Farmers Face Loss: বাজারে আলুর দাম না পেয়ে ক্ষতির মুখে কৃষকরা - আলুর দাম

দাম না-পেয়ে মাথায় হাত আলু চাষীদের ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ি, রাজগঞ্জ ও সদর ব্লকে তিস্তা নদীর চরে 5 হাজার বিঘা জমিতে আলু চাষ হয়েছে ৷ সেই আলুর দাম পাচ্ছেন না চাষীরা ৷ ফলে সময় হয়ে গেলেও মাঠেই আলু পড়ে থেকে নষ্ট হওয়ার জোগাড় (Potato Farmers Face Loss) ৷

Potato Farmers Face Loss ETV BHARAT
Potato Farmers Face Loss
author img

By

Published : Mar 4, 2023, 8:31 PM IST

আলুর দাম পাচ্ছেন না চাষীরা

জলপাইগুড়ি, 4 মার্চ: দাম পাচ্ছেন না, তাই মাথায় হাত আলু চাষীদের ৷ বিঘার পর বিঘা জমিতে পরে রয়েছে আলু ৷ আর গরম যত বাড়ছে, তত চিন্তা বাড়ছে চাষীদের ৷ কারণ, গরমে মাঠে পড়ে থাকলে আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর সরকারেরও এ নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ কৃষকদের ৷ অভিযোগ করছেন আলু মাঠ থেকে তুলে হিমঘরে রাখার মতো দাম পাচ্ছেন না তাঁরা (Potato Farmers Face Loss for low Market Price) ৷ মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করে এবার বিপাকে আলুচাষীরা ৷

এই অবস্থায় কী করবেন, তা নিয়ে দিশেহারা কৃষকরা ৷ জলপাইগুড়ি জেলায় এবার প্রায় 34 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে ৷ 2021 সালে প্রায় 30 হাজার হেক্টর ও 2022 সালে 32 হাজার হেক্টর জমিতে আলু চাষ করেছিলেন কৃষকরা ৷ এবারেই সর্বাধিক প্রায় 34 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে ৷ জেলার রাজগঞ্জ, ময়নাগুড়ি, মালবাজার ও ধূপগুড়ি ব্লকে বেশি আলু চাষ হয়ে থাকে ৷ যার মধ্যে ময়নাগুড়ি, রাজগঞ্জ ও সদর ব্লকের কেবলমাত্র তিস্তা নদীর চরে আলু চাষের পরিমাণ সবচেয়ে বেশি ৷

এই বছর প্রতি গাড়ি আলু দাম যাচ্ছে 30 হাজার টাকা ৷ গত বছর এক ট্রাক আলুর দাম ছিল 1 লক্ষ থেকে 1 লক্ষ 30 হাজার টাকা ৷ তিস্তার চরে প্রায় 5 হাজার বিঘা জমিতে আলু চাষ হয়েছে ৷ আলু চাষীদের কাছ থেকে জানা গেছে, প্রতি বিঘা জমিতে আলু চাষ করতে 20-25 হাজার টাকা খরচ হয় ৷ চাষের জমি থেকে হাইওয়ে পর্যন্ত ট্রাক্টরে আলু বয়ে নিয়ে যেতে 13 টাকা প্রতি বস্তা খরচ পড়ে ৷ এমনকি মাঠ থেকে আলু তুলে আনতেও বস্তা প্রতি একটা বড় অংকের টাকা খরচ হয় ৷ এরপর রয়েছে হিমঘরে ঢোকানোর খরচ ৷ ফলে আলুর দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা ৷

আলুচাষী আনন্দ সরকার জানিয়েছেন, পরিস্থিতি খুবই খারাপ ৷ আলুর দাম প্রতি কেজি তিন টাকা করে যাচ্ছে ৷ আর পাইকারি বাজারে যদি আলু বিক্রি না হয়, তাহলে বিপদ আরও বাড়বে ৷ মাঠ থেকে আলু তোলা সম্ভব নয় ৷ তিনি জানিয়েছেন, এক বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয় 20-25 হাজার টাকা ৷ সেই জায়গায় চাষীরা পাচ্ছেন মোট 16 হাজার টাকা ৷ প্রতি বিঘা জমিতে 7 হাজার টাকা করে ক্ষতি হচ্ছে চাষীদের ৷ তাঁদের আক্ষেপ সরকারও এই বিপদে তাঁদের সাহায্য করছে না ৷

আরও পড়ুন: হিমঘর ঠাসা আলু, উঠছে না দাম; মাথায় হাত কৃষক ও ব্যবসায়ীদের

ফলে এই পরিস্থিতিতে তাঁরা কী করবেন ? সেই প্রশ্ন তুলেছেন কৃষকরা ৷ এই পরিস্থিতি সমস্যায় পড়েছেন, মাঠে আলু তোলার কাজ করেন এমন দীনমজুররা ৷ আলুর তোলার কাজে যুক্ত মহিলা শ্রীনিবতি মণ্ডল জানিয়েছেন, কৃষকরা মাঠ থেকে আলু তোলাচ্ছেন না বলে, তাঁরাও কাজ পাচ্ছেন না ৷ আর কাজ না পাওয়া মানে, অনাহারে থাকা ৷ ফলে বিপাকে পড়েছেন আলু চাষের সঙ্গে যুক্ত অসংখ্য শ্রমিক ৷

ময়নাগুড়ির আলু চাষী স্বপনচন্দ্র রায় জানিয়েছেন, 22 বিঘা জমিতে আলু করেছিলেন তিনি ৷ কিন্তু, সেই আলুর বাজারে দাম পাচ্ছেন না তিনি ৷ এমনকি সার ও বীজের দোকানে টাকা বাকি রয়েছে তাঁর ৷ সেখানেও টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই চাষী ৷ তিনি এও জানান, আলুর দাম বাড়লে ভিনরাজ্যে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার ৷ এবার আলুর দাম কমে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার কী করে, তাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন তিনি ৷

আলুর দাম পাচ্ছেন না চাষীরা

জলপাইগুড়ি, 4 মার্চ: দাম পাচ্ছেন না, তাই মাথায় হাত আলু চাষীদের ৷ বিঘার পর বিঘা জমিতে পরে রয়েছে আলু ৷ আর গরম যত বাড়ছে, তত চিন্তা বাড়ছে চাষীদের ৷ কারণ, গরমে মাঠে পড়ে থাকলে আলু পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর সরকারেরও এ নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ কৃষকদের ৷ অভিযোগ করছেন আলু মাঠ থেকে তুলে হিমঘরে রাখার মতো দাম পাচ্ছেন না তাঁরা (Potato Farmers Face Loss for low Market Price) ৷ মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করে এবার বিপাকে আলুচাষীরা ৷

এই অবস্থায় কী করবেন, তা নিয়ে দিশেহারা কৃষকরা ৷ জলপাইগুড়ি জেলায় এবার প্রায় 34 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে ৷ 2021 সালে প্রায় 30 হাজার হেক্টর ও 2022 সালে 32 হাজার হেক্টর জমিতে আলু চাষ করেছিলেন কৃষকরা ৷ এবারেই সর্বাধিক প্রায় 34 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে ৷ জেলার রাজগঞ্জ, ময়নাগুড়ি, মালবাজার ও ধূপগুড়ি ব্লকে বেশি আলু চাষ হয়ে থাকে ৷ যার মধ্যে ময়নাগুড়ি, রাজগঞ্জ ও সদর ব্লকের কেবলমাত্র তিস্তা নদীর চরে আলু চাষের পরিমাণ সবচেয়ে বেশি ৷

এই বছর প্রতি গাড়ি আলু দাম যাচ্ছে 30 হাজার টাকা ৷ গত বছর এক ট্রাক আলুর দাম ছিল 1 লক্ষ থেকে 1 লক্ষ 30 হাজার টাকা ৷ তিস্তার চরে প্রায় 5 হাজার বিঘা জমিতে আলু চাষ হয়েছে ৷ আলু চাষীদের কাছ থেকে জানা গেছে, প্রতি বিঘা জমিতে আলু চাষ করতে 20-25 হাজার টাকা খরচ হয় ৷ চাষের জমি থেকে হাইওয়ে পর্যন্ত ট্রাক্টরে আলু বয়ে নিয়ে যেতে 13 টাকা প্রতি বস্তা খরচ পড়ে ৷ এমনকি মাঠ থেকে আলু তুলে আনতেও বস্তা প্রতি একটা বড় অংকের টাকা খরচ হয় ৷ এরপর রয়েছে হিমঘরে ঢোকানোর খরচ ৷ ফলে আলুর দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা ৷

আলুচাষী আনন্দ সরকার জানিয়েছেন, পরিস্থিতি খুবই খারাপ ৷ আলুর দাম প্রতি কেজি তিন টাকা করে যাচ্ছে ৷ আর পাইকারি বাজারে যদি আলু বিক্রি না হয়, তাহলে বিপদ আরও বাড়বে ৷ মাঠ থেকে আলু তোলা সম্ভব নয় ৷ তিনি জানিয়েছেন, এক বিঘা জমিতে আলু চাষ করতে খরচ হয় 20-25 হাজার টাকা ৷ সেই জায়গায় চাষীরা পাচ্ছেন মোট 16 হাজার টাকা ৷ প্রতি বিঘা জমিতে 7 হাজার টাকা করে ক্ষতি হচ্ছে চাষীদের ৷ তাঁদের আক্ষেপ সরকারও এই বিপদে তাঁদের সাহায্য করছে না ৷

আরও পড়ুন: হিমঘর ঠাসা আলু, উঠছে না দাম; মাথায় হাত কৃষক ও ব্যবসায়ীদের

ফলে এই পরিস্থিতিতে তাঁরা কী করবেন ? সেই প্রশ্ন তুলেছেন কৃষকরা ৷ এই পরিস্থিতি সমস্যায় পড়েছেন, মাঠে আলু তোলার কাজ করেন এমন দীনমজুররা ৷ আলুর তোলার কাজে যুক্ত মহিলা শ্রীনিবতি মণ্ডল জানিয়েছেন, কৃষকরা মাঠ থেকে আলু তোলাচ্ছেন না বলে, তাঁরাও কাজ পাচ্ছেন না ৷ আর কাজ না পাওয়া মানে, অনাহারে থাকা ৷ ফলে বিপাকে পড়েছেন আলু চাষের সঙ্গে যুক্ত অসংখ্য শ্রমিক ৷

ময়নাগুড়ির আলু চাষী স্বপনচন্দ্র রায় জানিয়েছেন, 22 বিঘা জমিতে আলু করেছিলেন তিনি ৷ কিন্তু, সেই আলুর বাজারে দাম পাচ্ছেন না তিনি ৷ এমনকি সার ও বীজের দোকানে টাকা বাকি রয়েছে তাঁর ৷ সেখানেও টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই চাষী ৷ তিনি এও জানান, আলুর দাম বাড়লে ভিনরাজ্যে রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার ৷ এবার আলুর দাম কমে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার কী করে, তাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.