ETV Bharat / state

'গো ব্যাক মোদি', পোস্টার জলপাইগুড়িতে - নরেন্দ্র মোদি

জলপাইগুড়িতে মোদির সভার আগে "গো ব্যাক মোদি" পোস্টার। জলপাইগুড়ির জনগণের তরফে পোস্টার বলে লেখা।

go back modi
author img

By

Published : Feb 8, 2019, 11:37 AM IST

জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারি : আজ জলপাইগুড়িতে অস্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যকে এড়িয়ে তড়িঘড়ি সার্কিট বেঞ্চ উদ্বোধনের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এরইমাঝে আজ সকালে জলপাইগুড়িতে মোদির বিরুদ্ধে বেশ কিছু পোস্টার পড়েছে। তাতে লেখা 'গো ব্যাক মোদি'। পোস্টারের নিচে অবশ্য তৃণমূলের নাম নেই। জলপাইগুড়ির জনগণের তরফে পোস্টার বলে লেখা।

দু'দিন আগে জলপাইগুড়িতে অস্থায়ী সার্কিট বেঞ্চের জন্য কেন্দ্র অনুমোদন দেয়। তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, আজ ময়নাগুড়ির মঞ্চ থেকে উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত অস্থায়ী সার্কিট বেঞ্চ।

রাজ্যের তরফে আগ্রহ দেখিয়ে 8 কোটি টাকা খরচ করে জলপাইগুড়ির ডাকবাংলোতে তৈরি করা হয়েছে অস্থায়ী সার্কিট বেঞ্চ। প্রথমে গতবছরের অগাস্টে উদ্বোধনের দিন ঠিক হয়। মুখ্যমন্ত্রী আসবেন বলেও ঠিক ছিল। কিন্তু কেন্দ্র জানায়, অস্থায়ী বেঞ্চের আওতাভুক্ত এলাকা নিয়ে রাজ্যের নোটিফিকেশনে কিছু ভুল ছিল। ফলে সেই সময় সার্কিট বেঞ্চ উদ্বোধন পিছিয়ে যায়। আজ তা উদ্বোধন হবে।

তৃণমূলের অভিযোগ, তাদের এড়াতেই এভাবে আচমকা উদ্বোধন হচ্ছে। বিচারপতিরাও আসছেন না। ফলে সবটাই রাজনীতি তা লোক বুঝতে পারছে। গো ব্যাক পোস্টার নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলে, জনগণ বিরক্ত হয়ে মোদি গো ব্যাক লিখে পোস্টার টাঙিয়ে থাকতে পারে।

undefined

জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারি : আজ জলপাইগুড়িতে অস্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যকে এড়িয়ে তড়িঘড়ি সার্কিট বেঞ্চ উদ্বোধনের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এরইমাঝে আজ সকালে জলপাইগুড়িতে মোদির বিরুদ্ধে বেশ কিছু পোস্টার পড়েছে। তাতে লেখা 'গো ব্যাক মোদি'। পোস্টারের নিচে অবশ্য তৃণমূলের নাম নেই। জলপাইগুড়ির জনগণের তরফে পোস্টার বলে লেখা।

দু'দিন আগে জলপাইগুড়িতে অস্থায়ী সার্কিট বেঞ্চের জন্য কেন্দ্র অনুমোদন দেয়। তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরই কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, আজ ময়নাগুড়ির মঞ্চ থেকে উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত অস্থায়ী সার্কিট বেঞ্চ।

রাজ্যের তরফে আগ্রহ দেখিয়ে 8 কোটি টাকা খরচ করে জলপাইগুড়ির ডাকবাংলোতে তৈরি করা হয়েছে অস্থায়ী সার্কিট বেঞ্চ। প্রথমে গতবছরের অগাস্টে উদ্বোধনের দিন ঠিক হয়। মুখ্যমন্ত্রী আসবেন বলেও ঠিক ছিল। কিন্তু কেন্দ্র জানায়, অস্থায়ী বেঞ্চের আওতাভুক্ত এলাকা নিয়ে রাজ্যের নোটিফিকেশনে কিছু ভুল ছিল। ফলে সেই সময় সার্কিট বেঞ্চ উদ্বোধন পিছিয়ে যায়। আজ তা উদ্বোধন হবে।

তৃণমূলের অভিযোগ, তাদের এড়াতেই এভাবে আচমকা উদ্বোধন হচ্ছে। বিচারপতিরাও আসছেন না। ফলে সবটাই রাজনীতি তা লোক বুঝতে পারছে। গো ব্যাক পোস্টার নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলে, জনগণ বিরক্ত হয়ে মোদি গো ব্যাক লিখে পোস্টার টাঙিয়ে থাকতে পারে।

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Amman - 7 February 2019
1. Various of Majed Fadayel, Under-Secretary of the Yemeni Ministry of Human Rights, and part of the Yemeni government delegation, talking to reporters
2. SOUNDBITE (Arabic) Majed Fadayel, Under-Secretary of the Yemeni Ministry of Human Rights:
"We reject splitting any lists (of prisoners in the exchange process). We see that all of it is important, therefore we say we should exchange all for all. At the very least, the known list from our side and their side, there are limited lists, of whom four are covered by the United Nations list, to release all, why should we split the file?"
3. Fadayel talking to reporters  
4. SOUNDBITE (Arabic) Majed Fadayel, Under-Secretary of the Yemeni Ministry of Human Rights:
"There is a review of many names, whether for those who have been already released, or assessed, or who have been exchanged before. The names have significantly decreased, we can say there are 5-thousand names in total, and there are 2-thousand to 22 hundred names who have been recognised by the parties. Two thousand names from two parties. Then we can confirm the rest of the names in the coming stages."
5. Houthi delegation walking towards elevator
6. SOUNDBITE (Arabic) Murad Qasem, deputy to Houthi President of National Prisoners' Affairs:
"We have a full authority to make a comprehensive exchange, and we are ready not to leave Amman before we release the last prisoner."
(Reporter: "But the Yemeni government says that you are asking to divide the prisoner list?")
"We demanded it as an initiative, only they weren't ready and it wasn't split (the list of prisoners)."
7. Abdul Qader Murtada, Head of the Houthi delegation (in black scarf and black jacket) and rest of the Houthi delegation entering elevator, refusing to talk to reporters
STORYLINE:
Houthi rebel and Yemeni government representatives concluded the third day of meetings in Jordan on Thursday by discussing the implementation of a prisoner exchange which was agreed on in Sweden.
The exchange still has not been carried out as each side is requesting more prisoners than the other claims to be holding.
Signed in 2018, the exchange was the first agreement concluded between the two parties since the outbreak of the war in Yemen.
It was reached along with an agreement on a ceasefire and the withdrawal of combatants from the key port of Hodeida.
It was seen as a first step towards ending the war.
The Saudi-led coalition has been at war with the Iranian-aligned Houthis since 2015.
The conflict has killed tens of thousands of people and created the world's worst humanitarian crisis.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.