জলপাইগুড়ি, 4 এপ্রিল : আলুর বস্তার আড়ালে গরু পাচার। উদ্ধার 8টি গরু। গ্রেফতার দুই পিকআপ ভ্যানের চালক (polices arrests 2 cow smuggler) । এদিন জলপাইগুড়ি জেলার মালবাজার থানার অন্তর্গত ক্রান্তি আউটপোস্টে পুলিশ কর্মীদের নাকা চেকিং চলাকালীন উদ্ধার হয়েছে গরুগুলি ৷
সূত্রের খবর, ক্রান্তি ফাঁড়ির পুলিশ কর্মীরা ক্রান্তি মোড়ে নাকা চেকিং করছিল । ময়নাগুড়ির দিক থেকে আলুর বস্তা বোঝাই করে দু‘টি পিকআপ ভ্যান আসছিল। পুলিশের সন্দেহ হওয়ায়, আলুর বস্তা সরাতে বলে পুলিশ কর্মীরা। তখনই দেখতে পায় গাড়ির গোপন কুঠুরিতে রয়েছে গরু। সেখান থেকে উদ্ধার করা হয় 8টি গরু।এরপরেই ক্রান্তি ফাঁড়ির পুলিশ পিকআপ ভ্যানের দুই ড্রাইভারকে গ্রেফতার করে। কোথা থেকে এই গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল তা জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রৌঢ়
ক্রান্তি ফাঁড়ির ওসি সুব্রত গুণ এ বিষয়ে বলেন, ‘‘আমাদের কাছে খবর ছিল অবৈধ ভাবে গরু পাচারের একটা ছক করা হচ্ছে সেই মোতাবিক আমরা নাকা চেকিং চালাই। এদিন নাকা চেকিংয়ে দেখা যায় আলু বোঝাই গাড়ির গোপন চেম্বারে গরু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা গাড়ি দু‘টিকে বাজেয়াপ্ত করেছি। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।"