জলপাইগুড়ি, 3 জুন : ভুট্টার বস্তার ভিতর গাঁজা পাচার করতে গিয়ে গ্রেপ্তার দুই । তাদের কাছ থেকে 257 কেজি গাঁজা উদ্ধার হয় । একটি মিনি ট্রাকে করে সেই গাঁজা পাচার করা হচ্ছিল । ট্রাকটিকেও আটক করা হয় । ঘটনা জলপাইগুড়ি থানার তিস্তা সেতু গোশালা মোড় এলাকার ।
সূত্র মারফত পুলিশ জানতে পারে, 27 নম্বর জাতীয় সড়ক ধরে গাঁজা পাচার হবে । সেই মতো আগে থেকে সতর্ক ছিল প্রশাসন । মোতায়েন করা হয়েছিল পুলিশ । সন্দেহ হতেই ভুট্টা বোঝাই মিনি ট্রাকটিকে আটকায় পুলিশ । ভুট্টার বস্তা খুলতেই বেরিয়ে আসে গাঁজার প্যাকেট । সেইগুলি বাজেয়াপ্ত করা হয় । গাড়িটিও আটক করা হয় । টিঙ্কু মণ্ডল এবং আলমগির মণ্ডল নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয় ।
জলপাইগুড়ি পুলিশ জানিয়েছে, দু'জনের বাড়ি নদিয়া জেলায় । এদের মধ্যে একজন ওই ট্রাকের চালক । তাদের আগামীকাল আদালতে তোলা হবে । বাজেয়াপ্ত গাঁজার আনুমানিক মূল্য প্রায় 25 লাখ টাকা ।
জলপাইগুড়ির ডেপুটি ম্যাজিস্টেট দেবাশিস চৌধুরি বলেন, “পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল । জলপাইগুড়ির তিস্তা সেতু গোশালা মোড় এলাকায় মিনি ট্রাকটিকে আটক করা হয় । ট্রাকটিতে মজুত ভুট্টা বোঝাই বস্তা খুলতেই বেরিয়ে আসে গাঁজা । 47 প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত হয়েছে ।”
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, 257 কেজি গাঁজা কোচবিহার থেকে নদিয়ায় পাচার করা হচ্ছিল । আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে ধৃতদের তোলা হবে।