ETV Bharat / state

নবান্নের নির্দেশ পেয়ে বৃষ্টি মাথায় চেক হাতে পুজো মণ্ডপে পুলিশ - Durga Puja grant

আজ সকালে দেখা গেল প্রবল বৃষ্টির মধ্যে পুলিশ সুপার অভিষেক মোদি, জলপাইগুড়ি রেঞ্জের DIG কল্যাণ মুখোপাধ্যায় সহ জেলা পুলিশের অন্য আধিকারিকরা মণ্ডপে মণ্ডপে ঘুরে চেক বিলি করছেন । পাশাপাশি পুজো মণ্ডপের নিরাপত্তা ও প্রস্তুতিও খতিয়ে দেখেন পুলিশ কর্তারা ।

পুলিশ
author img

By

Published : Sep 25, 2019, 7:35 PM IST

Updated : Sep 25, 2019, 9:06 PM IST

জলপাইগুড়ি, 25 সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর নির্দেশ, তাই ছাতা মাথায় নিয়েই পুজো মণ্ডপে চেক বিলি করতে ছুটছেন DIG, SP সহ পুলিশ কর্তারা । নবান্ন থেকে পুজোর চেক বিলি করার জন্য নির্দেশ এসেছে জেলার পুলিশ কর্তাদের কাছে । নির্দেশ পাওয়ার পর মণ্ডপে মণ্ডপে গিয়ে পুলিশ কর্তারা 25 হাজার টাকার চেক ও শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে ।

আজ সকালে দেখা গেল প্রবল বৃষ্টির মধ্যে পুলিশ সুপার অভিষেক মোদি, জলপাইগুড়ি রেঞ্জের DIG কল্যাণ মুখোপাধ্যায় সহ জেলা পুলিশের অন্য আধিকারিকরা মণ্ডপে মণ্ডপে ঘুরে চেক বিলি করছেন । পাশাপাশি পুজো মণ্ডপের নিরাপত্তা ও প্রস্তুতিও খতিয়ে দেখেন পুলিশ কর্তারা ।

ভিডিয়োয় দেখুন

জলপাইগুড়ি রেঞ্জের DIG কল্যাণ মুখোপাধ্যায় বলেন, "আজ আমরা কয়েকটি বড় পুজো কমিটিকে 25 হাজার টাকার চেক তুলে দিলাম । এছাড়া বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা দেখলাম । দর্শনার্থীরা কোন দিক থেকে আসবে কোন দিকে দিয়ে বের হবে, পার্কিং কোথায় হবে, অগ্নিনির্বাপণ ব্যাবস্থা কেমন তা খতিয়ে দেখা হয়েছে ৷ "

জলপাইগুড়ি, 25 সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রীর নির্দেশ, তাই ছাতা মাথায় নিয়েই পুজো মণ্ডপে চেক বিলি করতে ছুটছেন DIG, SP সহ পুলিশ কর্তারা । নবান্ন থেকে পুজোর চেক বিলি করার জন্য নির্দেশ এসেছে জেলার পুলিশ কর্তাদের কাছে । নির্দেশ পাওয়ার পর মণ্ডপে মণ্ডপে গিয়ে পুলিশ কর্তারা 25 হাজার টাকার চেক ও শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন পুজো কমিটির কর্মকর্তাদের হাতে ।

আজ সকালে দেখা গেল প্রবল বৃষ্টির মধ্যে পুলিশ সুপার অভিষেক মোদি, জলপাইগুড়ি রেঞ্জের DIG কল্যাণ মুখোপাধ্যায় সহ জেলা পুলিশের অন্য আধিকারিকরা মণ্ডপে মণ্ডপে ঘুরে চেক বিলি করছেন । পাশাপাশি পুজো মণ্ডপের নিরাপত্তা ও প্রস্তুতিও খতিয়ে দেখেন পুলিশ কর্তারা ।

ভিডিয়োয় দেখুন

জলপাইগুড়ি রেঞ্জের DIG কল্যাণ মুখোপাধ্যায় বলেন, "আজ আমরা কয়েকটি বড় পুজো কমিটিকে 25 হাজার টাকার চেক তুলে দিলাম । এছাড়া বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে তাদের নিরাপত্তা ব্যবস্থা দেখলাম । দর্শনার্থীরা কোন দিক থেকে আসবে কোন দিকে দিয়ে বের হবে, পার্কিং কোথায় হবে, অগ্নিনির্বাপণ ব্যাবস্থা কেমন তা খতিয়ে দেখা হয়েছে ৷ "

Intro:জলপাইগুড়িঃঃ মুখ্যমন্ত্রীর নির্দেশ তাই ছাতা মাথায় নিয়েই পুজো মন্ডপে মন্ডপে চেক বিলি করতে ছুটছেন DIG, SP। নবান্ন থেকে নির্দেশ এসেছে জেলা পুলিশ কর্তাদের পুজো উদ্যোগত্যাদের কাছে পৌছে গিয়ে তাদের হাতে ২৫ হাজার টাকার চেক ও শুভেচ্ছা বার্তা তুলে দিতে হবে। তাই প্রবল বৃষ্টির মধ্যেই কর্তব্যে অবিচল জেলা পুলিশ সুপার অভিষেক মোদী,জলপাইগুড়ি রেঞ্জের DIG কল্যান মুখোপাধ্যায় সহ জেলা পুলিশের আধিকারিকরা।বৃষ্টিকে উপেক্ষা করেই পুজো মণ্ডপে মণ্ডপে গিয়ে পুজোর চেক তুলে দিলেন।Body:এদিন সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যেই জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষথেকে দুর্গাপুজা কমিটি গুলিকে ২৫হাজার টাকার চেক তুলে দেওয়া হলো। জলপাইগুড়ি রেঞ্জের ডি আই জি কল্যান মুখোপাধ্যায় , জেলা পুলিশ সুপার অভিষেক মোদি,অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগনাথারাও সহ জেলার অন্যান পুলিশ আধিকারিকরা সকালথেকে বৃষ্টির মধ্যে বেশ কিছু ক্লাবকে সরকারি ২৫হাজার টাকা তুলে দেন।এছাড়া পুজোর নিরাপত্তা ও ক্লাবের পুজোর প্রস্তুতিও খতিয়ে দেখেন জেলার পুলিশ আধিকারিকরা।Conclusion:বুধবার সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে জেলার সর্বোচ্চ দুই পুলিশ আধিকারিরা হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া চেক গুলি হাতে বেড়িয়ে পরেন ক্লাবগুলির উদ্দেশ্যে।প্রথমে জলপাইগুড়ি কদমতলা সার্বজনীন দুর্গাপুজা কমিটির হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন জলপাইগুড়ি রেঞ্জের ডি আই জি কল্যান মুখোপাধ্যায়। এরপর দিশারী ক্লাব,পাতকাটা কালচারাল ক্লাব,পাতকাটা অগ্রনি সংঘ সহ আরও বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেন ২৫হাজার টাকা করে চেক।

এদিন পুজো কমিটি জলপাইগুড়ি রেঞ্জের ডি আই জি কল্যান মুখোপাধ্যায় বলেন আজ আমরা কয়েকটি বড় বড় পুজো কমিটিকে ২৫ হাজার টাকার চেক তুলে দিলাম।এছাড়া বিভিন্ন পুজো প্যান্ডেলে গিয়ে দেখলাম নিরাপত্তা ব্যবস্থা কেমন।দর্শনার্থীরা কোন দিক থেকে আসবে কোন দিকে দিয়ে বের হবে।পার্কিং কোথায় হবে।
Last Updated : Sep 25, 2019, 9:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.