জলপাইগুড়ি, 19 জুলাই : জাতীয় সড়কে ডাকাতির ছক ভেস্তে দিল ময়নাগুড়ি থানার পুলিশ ৷ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল তারা ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার অন্তর্গত কলসীবান্দা এলাকা থেকে এই চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ৷ ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, ধৃতরা নিজেদের ব্যবসায়ী বলে পরিচিত দিত ৷ সেই পরিচয়ের আড়ালেই চুরি, ডাকাতি করে বেড়াত তারা ৷
আরও পড়ুন : ডাকাতির ছক ভেস্তে দিল মালদা পুলিশ, অস্ত্র-সহ গ্রেফতার 6
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কে লুঠপাট চালানোর পরিকল্পনা ছিল ধৃতদের ৷ কিন্তু সেই খবর আগেই পৌঁছে যায় ময়নাগুড়ি থানায় ৷ ডাকাতির আগেই পাকড়াও করা হয় চারজনকে ৷ ধৃতরা হল বাবুল খলিফা শেখ (20), ফাকরু শেখ (27), মহম্মদ সরিফ শেখ (27) এবং মহম্মদ চিটু শেখ (40) ৷ এদের মধ্যে প্রথম দু’জন মালদার সুজাপুরের বাসিন্দা ৷ মহম্মদ সরিফ শেখের বাড়ি মালদারই কালিয়াচকে ৷ আর মহম্মদ চিটু শেখ থাকে ছোট সুজাপুর এলাকায় ৷ ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান, দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷
আরও পড়ুন : সিউড়িতে ব্যাঙ্ক লুটের চেষ্টা, দুষ্কৃতীদের গুলিতে আহত যুবক
জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, জাতীয় সড়ক ধরে যে সমস্ত গাড়ি যাতায়াত করে, সেগুলিকেই টার্গেট করেছিল ধৃতরা ৷ উদ্দেশ্য ছিল ডাকাতির ৷ নিজেদের অপারেশন সফল করতেই আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল তারা ৷ কিন্তু সময় থাকতে পুলিশ সেখানে পৌঁছে যাওয়ায় কোনও অপরাধ ঘটেনি ৷ ধৃতরা কত দিন ধরে এইসব কীর্তি করে বেড়াচ্ছে, ডাকাতির পরিকল্পনায় তাদের সঙ্গে আর কেউ আছে কি না, সবই খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার তদন্ত চলছে ৷