ETV Bharat / state

পরীক্ষা বাতিলের দাবি, অনশনে জলপাইগুড়ির ফার্মেসি কলেজের ছাত্রছাত্রীরা

চতুর্থ বর্ষের সেমেস্টার বাতিলের দাবিতে অনশন আন্দোলনে জলপাইগুড়ি ফার্মেসি কলেজের 10 ছাত্রছাত্রী । তবে, বিগত বর্ষের পরীক্ষার ভিত্তিতে 80% নম্বর এবং হোম অ্যাসাইনমেন্টে 20% নম্বর ধরে পরীক্ষা নিলে পরীক্ষায় বসতে রাজি তাঁরা ।

semester
semester
author img

By

Published : Aug 24, 2020, 7:56 PM IST

জলপাইগুড়ি, 24 অগাস্ট : কোরোনা আবহে পরীক্ষা বাতিলের দাবিতে অনশন আন্দোলনে জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্রছাত্রীরা । চতুর্থ বর্ষের সেমেস্টার পরীক্ষা বাতিলের দাবিতে আজ ফের তাঁরা অনশনে বসেন ।

জলপাইগুড়ি ফার্মেসি কলেজের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা এর আগে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন । এরপর কলেজের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষা বাতিল করার জন্য ঊধর্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।

আন্দোলনকারীদের পক্ষে চতুর্থ বর্ষের ছাত্র তন্ময় তন্ত্র জানান, “কোরোনা আবহে আমরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছি । কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে আমরা আন্দোলন তুলে নিয়েছিলাম । কিন্তু, দাবি না মেটায় ফের আন্দোলন শুরু করেছি । দাবি না মানা পর্যন্ত অনশন আন্দোলন চলবে ।” দশজন পড়ুয়া আজ অনশন আন্দোলনে বসেন ।

তন্ময় তন্ত্র জানান, “বিগত বর্ষের পরীক্ষার ভিত্তিতে 80% নম্বর এবং হোম অ্যাসাইনমেন্টে 20% নম্বর ধরে পরীক্ষা নিতে হবে । তাহলে আমরা পরীক্ষা দিতে রাজি আছি । কিন্তু, কলেজ এতদিন বন্ধ থাকায় পঠন-পাঠন ব্যাহত হয়েছে ।” জলপাইগুড়ি ফার্মেসি ইনস্টিটিউটের অধ্যক্ষ সৌরভ সিনহা রায় জানান, “ কর্তৃপক্ষ যেভাবে পরীক্ষা নিতে বলেছে সেইভাবেই কাজ করছি । ছাত্রছাত্রীদের দাবি আমরা ঊধর্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ।”

জলপাইগুড়ি, 24 অগাস্ট : কোরোনা আবহে পরীক্ষা বাতিলের দাবিতে অনশন আন্দোলনে জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্রছাত্রীরা । চতুর্থ বর্ষের সেমেস্টার পরীক্ষা বাতিলের দাবিতে আজ ফের তাঁরা অনশনে বসেন ।

জলপাইগুড়ি ফার্মেসি কলেজের চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরা এর আগে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন । এরপর কলেজের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষা বাতিল করার জন্য ঊধর্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।

আন্দোলনকারীদের পক্ষে চতুর্থ বর্ষের ছাত্র তন্ময় তন্ত্র জানান, “কোরোনা আবহে আমরা পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে আসছি । কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে আমরা আন্দোলন তুলে নিয়েছিলাম । কিন্তু, দাবি না মেটায় ফের আন্দোলন শুরু করেছি । দাবি না মানা পর্যন্ত অনশন আন্দোলন চলবে ।” দশজন পড়ুয়া আজ অনশন আন্দোলনে বসেন ।

তন্ময় তন্ত্র জানান, “বিগত বর্ষের পরীক্ষার ভিত্তিতে 80% নম্বর এবং হোম অ্যাসাইনমেন্টে 20% নম্বর ধরে পরীক্ষা নিতে হবে । তাহলে আমরা পরীক্ষা দিতে রাজি আছি । কিন্তু, কলেজ এতদিন বন্ধ থাকায় পঠন-পাঠন ব্যাহত হয়েছে ।” জলপাইগুড়ি ফার্মেসি ইনস্টিটিউটের অধ্যক্ষ সৌরভ সিনহা রায় জানান, “ কর্তৃপক্ষ যেভাবে পরীক্ষা নিতে বলেছে সেইভাবেই কাজ করছি । ছাত্রছাত্রীদের দাবি আমরা ঊধর্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.