জলপাইগুড়ি, 8 মে : সেলফি তোলার হিড়িকে আহত হল খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সের ধুপগুড়ি ব্লকের মরাঘাট চা বাগানের ঘটনা ।
কয়েকদিন ধরে চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়ায় । তাই সেখানে শ্রমিকদের নিরাপত্তার জন্য বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডের পক্ষ থেকে ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা পাতা হয়। আজ ভোরে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি ।
খাঁচাবন্দী চিতা বাঘটিকে দেখতে পেয়ে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা । চিতাবাঘের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এতেই বিরক্ত হয়ে খাঁচার ভিতরে ছোটাছুটি শুরু করে সে । ফলে তার মুখে আঘাত লাগে। এখন তার চিকিৎসা চলছে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডের বনকর্মীরা । তারা এসে চিতাবাঘটিকে গোরুমারা প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যায় ।