ETV Bharat / state

খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক - jailpaiguri

খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে পেয়ে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা । খাঁচার পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এতেই বিরক্ত হয়ে খাঁচার ভিতরে ছোটাছুটি শুরু করে সে। ফলে তার মুখে আঘাত লাগে। ডুয়ার্সের ধুপগুড়ি ব্লকের মরাঘাট চা বাগানের ঘটনা ।

চিতাবাঘ
author img

By

Published : May 8, 2019, 2:22 PM IST

Updated : May 8, 2019, 2:43 PM IST

জলপাইগুড়ি, 8 মে : সেলফি তোলার হিড়িকে আহত হল খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সের ধুপগুড়ি ব্লকের মরাঘাট চা বাগানের ঘটনা ।

কয়েকদিন ধরে চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়ায় । তাই সেখানে শ্রমিকদের নিরাপত্তার জন্য বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডের পক্ষ থেকে ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা পাতা হয়। আজ ভোরে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি ।

ভিডিয়োয় দেখুন খাঁচায় ধরা পড়েছে চিতাবাঘ

খাঁচাবন্দী চিতা বাঘটিকে দেখতে পেয়ে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা । চিতাবাঘের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এতেই বিরক্ত হয়ে খাঁচার ভিতরে ছোটাছুটি শুরু করে সে । ফলে তার মুখে আঘাত লাগে। এখন তার চিকিৎসা চলছে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডের বনকর্মীরা । তারা এসে চিতাবাঘটিকে গোরুমারা প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যায় ।

জলপাইগুড়ি, 8 মে : সেলফি তোলার হিড়িকে আহত হল খাঁচাবন্দি চিতাবাঘ। ডুয়ার্সের ধুপগুড়ি ব্লকের মরাঘাট চা বাগানের ঘটনা ।

কয়েকদিন ধরে চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়ায় । তাই সেখানে শ্রমিকদের নিরাপত্তার জন্য বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডের পক্ষ থেকে ছাগলের টোপ দিয়ে চা বাগানে খাঁচা পাতা হয়। আজ ভোরে খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি ।

ভিডিয়োয় দেখুন খাঁচায় ধরা পড়েছে চিতাবাঘ

খাঁচাবন্দী চিতা বাঘটিকে দেখতে পেয়ে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা । চিতাবাঘের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এতেই বিরক্ত হয়ে খাঁচার ভিতরে ছোটাছুটি শুরু করে সে । ফলে তার মুখে আঘাত লাগে। এখন তার চিকিৎসা চলছে । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডের বনকর্মীরা । তারা এসে চিতাবাঘটিকে গোরুমারা প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যায় ।

Intro:Body:ভোর রাতে খাচায় পড়ল চিতা।খাঁচা বন্দী চিতাকে নিয়ে সেলফির হিড়িক বাগান বাসীদের।সেলফিতে বিরক্ত চিতা খাঁচার ভেতরে ছোটাছুটিতে আহত।ডুয়ার্সের ধুপগুড়ি ব্লকের মরাঘাট চাবাগানের ঘটনা।জানা যায় গত কয়েক দিন থেকে বাগানে চিতাবাঘের আতঙ্ক দেখা দিয়েছিল।সেকারনে বাগান বাসীদের দাবি মতো বাগানে খাঁচা পাতা হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের পক্ষ থেকে।বুধবার ভোরে ঐ খাঁচাতেই চিতাবাঘের খাঁচা বন্দীর পরে ছোটাছুটির শব্দ পাওয়া যায়।ছাগলের টোপ দিয়ে পাতা খাচায় বন্দী হয় চিতাটি।এরপর এলাকাবাসীরা ঘটনার খবর দিলে ঘটনাস্থলে পৌছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা।তারা এসে চিতাটিকে নিয়ে যায় গরুমারা প্রকৃতি বিক্ষন কেন্দ্রে।সেখানে খাঁচার ভেতরে ছোটাছুটিতে আহত চিতাটির চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ববনদফতরের পক্ষ থেকে।উল্লেখ্য চিতাটি খাঁচা বন্দী অবস্থায় দেখতে পেয়েই স্থানীয় ভিড় জমায় এবং খাঁচার পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এতেই বিরক্ত হয়ে খাচাতে ছোটাছুটি শুরু করলে চিতাটির মুখে আঘাত লাগে।
Conclusion:
Last Updated : May 8, 2019, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.