ETV Bharat / state

সেলুন খোলাকে কেন্দ্র করে হাতাহাতি জলপাইগুড়িতে

author img

By

Published : Apr 27, 2020, 10:05 PM IST

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ সবকিছু ৷ বন্ধ গণপরিবহন ৷ কিন্তু আজ কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সামনেই সেলুনে চলছিল ক্ষৌরকর্ম । আর তা দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন অন্যান্য ক্ষৌরকাররা ।

people protests for opening a salon in jalpaiguri
লকডাউনে সেলুন খুলতেই স্থানীয়দের সঙ্গে বচসা মালিকের জলপাইগুড়িতে

জলপাইগুড়ি, 27 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ সবকিছু ৷ বন্ধ গণপরিবহন ৷ কিন্তু আজ কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সামনেই সেলুনে চলছিল ক্ষৌরকর্ম । আর তা দেখেই তেলেবেগুনে জ্বলে উঠলেন অন্যান্য ক্ষৌরকাররা । জলপাইগুড়ি পাঙ্গাসাহেব বাড়ির ঘটনা । এরপর সেলুনের মালিককে দোকান থেকে বের করে দেন স্থানীয়রা ৷ এরপর ঘটনাস্থান থেকে পালিয়ে যান সেলুনের মালিক ।

কেন্দ্রীয় প্রতিনিধি দল লকডাউনের পরিস্থিতি কি তা খতিয়ে দেখতে শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে আসেন । শিলিগুড়ি থেকে পাঙ্গা সাহেববাড়িতে SSB সেক্টর হেড কোয়ার্টারে আসেন তাঁরা । আর SSB সেক্টর হেড কোয়ার্টারের সামনেই সেলুন খুলে বসেছিলেন মধু বিশ্বাস ৷ অন্যান্য সেলুনের মালিকরা তাদের দোকান বন্ধ রেখেছিলেন ৷ কিন্তু এই দোকান কেন খোলা তা নিয়ে বচসা শুরু হয় তাদের মধ্যে । এরপর তা হাতাহাতিতে পৌঁছায় । অন্যান্য সেলুনের কর্মীরাই সেলুন থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় মালিককে ৷ সেলুনের ঝাঁপও বন্ধ করে দেয় । এরপরও সেলুনের ঝাঁপ নামিয়ে দিয়ে চুল দাঁড়ি কাটা হচ্ছিল । আবার হৈ চৈ পড়ে যায় ৷

স্থানীয়রা এরপর সেলুনের মালিককে চেপে ধরে ৷ সেলুনের মালিক মধু বিশ্বাস বলেন, সেলুন খোলা হয়নি । এরপর স্থানীয়রা চেপে ধরতে স্বীকার করেন ভুল হয়েছে । স্থানীয় অন্য এক সেলুনের মালিক তথা ক্ষৌরকার সংগঠনের নেতা গৌরাঙ্গ সরকার বলেন, "কোরোনা ভাইরাস যাতে না ছড়ায় তাই সেলুন বন্ধ রেখেছি । কিন্তু ইনি ঝাঁপ নামিয়ে দিয়ে কাজ করছিলেন । আমরা ওঁর দোকান বন্ধ করে দিয়েছি । আমরা চাই প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিক ৷ "

জলপাইগুড়ি, 27 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । বন্ধ সবকিছু ৷ বন্ধ গণপরিবহন ৷ কিন্তু আজ কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের সামনেই সেলুনে চলছিল ক্ষৌরকর্ম । আর তা দেখেই তেলেবেগুনে জ্বলে উঠলেন অন্যান্য ক্ষৌরকাররা । জলপাইগুড়ি পাঙ্গাসাহেব বাড়ির ঘটনা । এরপর সেলুনের মালিককে দোকান থেকে বের করে দেন স্থানীয়রা ৷ এরপর ঘটনাস্থান থেকে পালিয়ে যান সেলুনের মালিক ।

কেন্দ্রীয় প্রতিনিধি দল লকডাউনের পরিস্থিতি কি তা খতিয়ে দেখতে শিলিগুড়ি থেকে জলপাইগুড়িতে আসেন । শিলিগুড়ি থেকে পাঙ্গা সাহেববাড়িতে SSB সেক্টর হেড কোয়ার্টারে আসেন তাঁরা । আর SSB সেক্টর হেড কোয়ার্টারের সামনেই সেলুন খুলে বসেছিলেন মধু বিশ্বাস ৷ অন্যান্য সেলুনের মালিকরা তাদের দোকান বন্ধ রেখেছিলেন ৷ কিন্তু এই দোকান কেন খোলা তা নিয়ে বচসা শুরু হয় তাদের মধ্যে । এরপর তা হাতাহাতিতে পৌঁছায় । অন্যান্য সেলুনের কর্মীরাই সেলুন থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় মালিককে ৷ সেলুনের ঝাঁপও বন্ধ করে দেয় । এরপরও সেলুনের ঝাঁপ নামিয়ে দিয়ে চুল দাঁড়ি কাটা হচ্ছিল । আবার হৈ চৈ পড়ে যায় ৷

স্থানীয়রা এরপর সেলুনের মালিককে চেপে ধরে ৷ সেলুনের মালিক মধু বিশ্বাস বলেন, সেলুন খোলা হয়নি । এরপর স্থানীয়রা চেপে ধরতে স্বীকার করেন ভুল হয়েছে । স্থানীয় অন্য এক সেলুনের মালিক তথা ক্ষৌরকার সংগঠনের নেতা গৌরাঙ্গ সরকার বলেন, "কোরোনা ভাইরাস যাতে না ছড়ায় তাই সেলুন বন্ধ রেখেছি । কিন্তু ইনি ঝাঁপ নামিয়ে দিয়ে কাজ করছিলেন । আমরা ওঁর দোকান বন্ধ করে দিয়েছি । আমরা চাই প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিক ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.