ETV Bharat / state

কোরোনা থেকে সুস্থ হয়ে স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ - corona virus pandemic

কোরোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৷ তবে বাড়ি যাওয়ার আগে কোরোনার বিরুদ্ধে লড়াই করে যাঁরা তাদের সুস্থ করেছেন তাঁদের কুর্নিশ জানালেন সুস্থ হওয়া কোরোনা রোগীরা ৷

image
স্বাস্থকর্মীদের কুর্নিশ আক্রান্তদের
author img

By

Published : Jun 16, 2020, 2:54 AM IST

জলপাইগুড়ি, 16 জুন : কোরোনার বিরুদ্ধে লড়ে সেরে উঠেছেন ৷ তবে যাঁদের অক্লান্ত পরিশ্রমে ফের জীবনের পথে ফিরেছেন সেই কোরোনা যোদ্ধাদের ভোলেননি তাঁরা ৷ তাই হাসপাতালেই হাঁটুর উপর বসে কোরোনা যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানালেন কোরোনামুক্তরা ৷

জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের COVID হাসপাতালে 30 জন কোরোনামুক্তকে সোমবার ছুটি দেওয়া হয় ৷ তাঁদের ছুটি দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক, সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্কর ও উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় ৷

কোরোনার করাল থাবা থেকে সুস্থ করে আক্রান্তদের বাড়ি ফেরাতে পেরে খুশি স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও ৷ কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা সদর হাসপাতালের নার্স রিঙ্কু দত্ত বলেন, ‘‘কোরোনা পজ়িটিভ যেদিন ধরা পড়ল, সেদিন খুব ঘাবড়ে গিয়েছিলাম । তারপর আমাকে আমার সহকর্মীরা সাহস জোগান । আমিও মনকে শক্ত করে বাড়ি থেকে COVID হাসপাতালে চলে আসি ৷ আজ আমি সুস্থ । খুব ভালো লাগছে আমার । সবাইকে বলব আতঙ্কিত হবেন না । সময়মত চিকিৎসা পেলেই সুস্থ হয়ে ওঠা যায় ।’’

স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত কুমার রায় বলেন, ‘‘আমরা আজ 30 জন কোরোনা আক্রান্তকে সুস্থ করে বাড়ি পাঠাতে পারলাম । 30 জনের মধ্যে 3 জন জলপাইগুড়ির, মালবাজার ব্লকের 17 জন , 5 জন নাগরাকাটার, হলদিবাড়ির 1 জন ও ময়নাগুড়ির 4 জন । ’’

তিনি আরও বলেন, ‘‘এখন পর্যন্ত এই প্রথম একসাথে 30 জনকে ছাড়তে পারলাম । আজ রাতের মধ্যে আরও কয়েকজনকে ছেড়ে দিতে পারব বলে আশা করি ।’’

জলপাইগুড়ি, 16 জুন : কোরোনার বিরুদ্ধে লড়ে সেরে উঠেছেন ৷ তবে যাঁদের অক্লান্ত পরিশ্রমে ফের জীবনের পথে ফিরেছেন সেই কোরোনা যোদ্ধাদের ভোলেননি তাঁরা ৷ তাই হাসপাতালেই হাঁটুর উপর বসে কোরোনা যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানালেন কোরোনামুক্তরা ৷

জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের COVID হাসপাতালে 30 জন কোরোনামুক্তকে সোমবার ছুটি দেওয়া হয় ৷ তাঁদের ছুটি দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রমেন্দ্রনাথ প্রামানিক, সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্কর ও উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় ৷

কোরোনার করাল থাবা থেকে সুস্থ করে আক্রান্তদের বাড়ি ফেরাতে পেরে খুশি স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও ৷ কোভিড হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওঠা সদর হাসপাতালের নার্স রিঙ্কু দত্ত বলেন, ‘‘কোরোনা পজ়িটিভ যেদিন ধরা পড়ল, সেদিন খুব ঘাবড়ে গিয়েছিলাম । তারপর আমাকে আমার সহকর্মীরা সাহস জোগান । আমিও মনকে শক্ত করে বাড়ি থেকে COVID হাসপাতালে চলে আসি ৷ আজ আমি সুস্থ । খুব ভালো লাগছে আমার । সবাইকে বলব আতঙ্কিত হবেন না । সময়মত চিকিৎসা পেলেই সুস্থ হয়ে ওঠা যায় ।’’

স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত কুমার রায় বলেন, ‘‘আমরা আজ 30 জন কোরোনা আক্রান্তকে সুস্থ করে বাড়ি পাঠাতে পারলাম । 30 জনের মধ্যে 3 জন জলপাইগুড়ির, মালবাজার ব্লকের 17 জন , 5 জন নাগরাকাটার, হলদিবাড়ির 1 জন ও ময়নাগুড়ির 4 জন । ’’

তিনি আরও বলেন, ‘‘এখন পর্যন্ত এই প্রথম একসাথে 30 জনকে ছাড়তে পারলাম । আজ রাতের মধ্যে আরও কয়েকজনকে ছেড়ে দিতে পারব বলে আশা করি ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.