ETV Bharat / state

নিম্নমানের খাবার ! বিক্ষোভ জলপাইগুড়ির কোরোনা হাসপাতালে - demonstration at Jalpaiguri Covid Hospital

জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের রোগীদের অভিযোগ, প্রতিদিন তাদের সকালের খাবার 10টা 30 মিনিটে দেওয়া হচ্ছে । এমনকী দুপুরের খাবার তিনটের পর দেওয়া হচ্ছে । খাবার দেওয়ার কোনও নির্দিষ্ট সময় নেই ।

বিক্ষোভ জলপাইগুড়ি কোভিড হাসপাতালের রোগীদের
বিক্ষোভ জলপাইগুড়ি কোভিড হাসপাতালের রোগীদের
author img

By

Published : Oct 7, 2020, 6:20 PM IST

জলপাইগুড়ি, 7 অক্টোবর : জলপাইগুড়ির কোরোনা হাসপাতালে রোগীদের সময়মতো খাবার দেওয়া হচ্ছে না । এমনকী নিম্নমানের খাবারও দেওয়া হচ্ছে । এই অভিযোগে বিক্ষোভ দেখাল কোরোনা রোগীরা ।

জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের রোগীদের অভিযোগ, প্রতিদিন তাদের সকালের খাবার 10টা 30 মিনিটে দেওয়া হচ্ছে । এমনকী দুপুরের খাবার তিনটের পর দেওয়া হচ্ছে । খাবার দেওয়ার কোনও নির্দিষ্ট সময় নেই । প্রায় দিনই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । কোরোনা হাসপাতালের ওয়ার্ড পরিষ্কার করা হচ্ছে না । এই সব অভিযোগ এনে কোরোনা হাসপাতালে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান রোগীরা ।

কোরোনা রোগীদের বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় জলপাইগুড়ি থানার পুলিশ । পুলিশকর্মীরা রোগীদের বুঝিয়ে বিক্ষোভ থামান । রোগীদের দাবি, স্বাস্থ্য দপ্তরের কর্তাদের এই খাবারের মান খতিয়ে দেখতে হবে না হলে তাঁরা আন্দোলন জারি রাখবেন ।

জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্কর বলেন, আজ হাসপাতালে ভরতি রোগীর সংখ্যা প্রায় 150 জন । সে কারণেই আজ দুপুরের খাবার প্যাকিং করে হাসপাতালে আনতে একটু দেরি হয়েছে । বর্তমানে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে । এছাড়াও খাবারের গুণগত মান ভালো বলে দাবি করেন গয়ারাম নস্কর।

জলপাইগুড়ি, 7 অক্টোবর : জলপাইগুড়ির কোরোনা হাসপাতালে রোগীদের সময়মতো খাবার দেওয়া হচ্ছে না । এমনকী নিম্নমানের খাবারও দেওয়া হচ্ছে । এই অভিযোগে বিক্ষোভ দেখাল কোরোনা রোগীরা ।

জলপাইগুড়ি কোরোনা হাসপাতালের রোগীদের অভিযোগ, প্রতিদিন তাদের সকালের খাবার 10টা 30 মিনিটে দেওয়া হচ্ছে । এমনকী দুপুরের খাবার তিনটের পর দেওয়া হচ্ছে । খাবার দেওয়ার কোনও নির্দিষ্ট সময় নেই । প্রায় দিনই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । কোরোনা হাসপাতালের ওয়ার্ড পরিষ্কার করা হচ্ছে না । এই সব অভিযোগ এনে কোরোনা হাসপাতালে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান রোগীরা ।

কোরোনা রোগীদের বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় জলপাইগুড়ি থানার পুলিশ । পুলিশকর্মীরা রোগীদের বুঝিয়ে বিক্ষোভ থামান । রোগীদের দাবি, স্বাস্থ্য দপ্তরের কর্তাদের এই খাবারের মান খতিয়ে দেখতে হবে না হলে তাঁরা আন্দোলন জারি রাখবেন ।

জলপাইগুড়ি সদর হাসপাতালের সুপার ডাঃ গয়ারাম নস্কর বলেন, আজ হাসপাতালে ভরতি রোগীর সংখ্যা প্রায় 150 জন । সে কারণেই আজ দুপুরের খাবার প্যাকিং করে হাসপাতালে আনতে একটু দেরি হয়েছে । বর্তমানে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে । এছাড়াও খাবারের গুণগত মান ভালো বলে দাবি করেন গয়ারাম নস্কর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.