শিলিগুড়ি, 6 জানুয়ারি : সমস্যা যেন পিছু ছাড়ছে না বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express) । পাথর ছোড়ার ঘটনার পর এবার বন্দে ভারত ট্রেনকে ঘিরে যাত্রী বিক্ষোভ । ঘটনায় উত্তেজনা ছড়াল নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে (Passengers protest at NJP station) । রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বন্দে ভারত ট্রেনটি দেরি করে ছাড়ায় যাত্রীরা বিক্ষোভ দেখায় । নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে একঘণ্টা দেরিতে ছাড়ল বন্দে ভারত ।
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নির্ধারিত সময়েই স্টেশনে পৌঁছয় বন্দে ভারত এক্সপ্রেস । কিন্তু তারপর ট্রেনটি পরিস্কার করার জন্য পাঠানো হয় বেলাকোবা রেল স্টেশনে । যদিও প্রতিবার বন্দে ভারত ট্রেনটি আমবাড়ি ফালাকাটা রেল স্টেশনে পাঠানো হয় । কিন্তু আমবাড়ি লাইনে মেরামত, সংস্কার ও স্বয়ংক্রিয় সিগন্যালিংয়ের কাজ চলায় সেখানে পাঠানো যায়নি । এতেই ট্রেনটি এনজেপি স্টেশনে পৌঁছতে দেরি করে ।
যাত্রীদের অভিযোগ, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন আড়াইটে নাগাদ এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে থাকার কথা বন্দে ভারতের । এরপর 3.25 নাগাদ এনজেপি থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়ার কথা । কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন দেখতে না-পেয়ে ক্ষোভে ফেটে পরে ট্রেন ধরতে আসা যাত্রীরা । তারা স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে । শেষে 4টে নাগাদ ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছয় । ট্রেনটি ছাড়ে 4.30 নাগাদ ।
আরও পড়ুন: বন্দে ভারতে হামলায় গ্রেফতার 3, বাড়ানো হল ট্রেনের নিরাপত্তা
এক যাত্রী রিম্পা সাহা বলেন, "লাগেজ, বাচ্চাদের নিয়ে ট্রেনের জন্য একঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছি । কিন্তু ট্রেনের দেখা নেই ।" যদিও যাত্রী বিক্ষোভের কথা অস্বীকার করেছেন রেল আধিকারিকরা । যদিও যাত্রী বিক্ষোভের কথা অস্বীকার করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "যাত্রী বিক্ষোভ হয়নি। আর সেরকম দেরি হয়নি । লাইনে কাজের জন্য সামান্য দেরি হয়েছে ।" রেল সূত্রে জানা গিয়েছে, আমবাড়ি ফালাকাটার পাশাপাশি এনজেপি রেল স্টেশনের প্ল্যাটফর্মেও কাজ চলছে । সাতটা পর্যন্ত ওই লাইনে কোনও ট্রেনই চলাচল করতে পারবে না ।