ETV Bharat / state

Jalpaiguri OSD Controversy : শিশুরা কেমন আছে ? জানতে চাইতেই রেগে গেলেন ওএসডি - Sushanta Roy gets angry

এদিন, সকালে জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে অবস্থিত ওএসডির দফতরে যান সংবাদমাধ্যমের কর্মীরা । কিন্তু, ওএসডি তাঁর দফতর থেকে সংবাদকর্মীদের তাড়িয়ে দেন ৷ শিশুদের শারীরিক অবস্থার খোঁজ নিতেই রীতিমতো চটে যান তিনি ৷

OSD
OSD
author img

By

Published : Sep 18, 2021, 11:05 PM IST

জলপাইগুড়ি, 18 সেপ্টেম্বর : হাসপাতালে ভর্তি শিশুরা কেমন আছে ? জানতে চাইতেই মেজাজ হারিয়ে ঘর থেকে সংবাদমাধ্যমের কর্মীদের বের করে দিলেন ওএসডি সুশান্ত রায় । বললেন, "আমি তোমাদের চাকর নই, যে প্রশ্নের উত্তর দেব ।" তাঁর অভিযোগ, জলপাইগুড়িতে শিশুদের আক্রান্ত হওয়ার খবর সংবাদমাধ্যমে বেশি বাড়িয়ে দেখানো হচ্ছে । খবর পছন্দসই হচ্ছে না । তাই আজ প্রশ্ন করতেই একপ্রকার চটে গেলেন উত্তরবঙ্গের জন স্বাস্থ্য বিভাগের ওএসডি । সংবাদমাধ্যমের কর্মীদের ঘর থেকে বেরিয়ে যেতে বলেন ।

এদিন, সকালে জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে অবস্থিত ওএসডির দফতরে যান সংবাদমাধ্যমের কর্মীরা । কিন্তু, ওএসডি তাঁর দফতর থেকে সংবাদকর্মীদের তাড়িয়ে দেন ৷ এদিন সুশান্ত রায় সংবাদমাধ্যমের কর্মীদের বলেন, "আমি হাত জোড় করে বলছি সবাই বাইরে যাও । সংবাদ মাধ্যমের কর্মীরা এর কারণ জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন, "আমি তোমার চাকর নই । আমি তোমাদের সঙ্গে কোনও কথা বলব না । সকালবেলা এসে মেজাজটা বিগরে দিও না । আমি কারও সঙ্গে কথা বলব না ।"

গতকাল স্বাস্থ্য দফতরের নির্দেশে কলকাতা থেকে পাঁচ সদস্যের দল জলপাইগুড়িতে এসেছিলেন । সেইসময় সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়েছিল শিশুদের আক্রান্তের বিষয়টি প্রতিবছরই হয় । তেমন কিছুই হয়নি । তাহলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে দুইবার দল এল । জেলা স্বাস্থ্য দফতর মনিটরিং টিম গঠন করল । কলকাতা থেকে টিম এল কেন ? আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন ওএসডি । আগে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হল ৷ তারপর কেন আরটিপিসিআর করা হল প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি । এমনকী, জেলার সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের সংবাদ মাধ্যমের কাছে ওএসডি মুখ খুলতে বারণ করেছেন বলে শোনা যাচ্ছে ৷

আরও পড়ুন, Child Fever : মালদা মেডিক্যালে আরও দুই শিশুর মৃত্যু, 72 ঘণ্টায় মৃত পাঁচ

এদিন গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা রিনা সরকার বলেন, "আমরা আজ ওএসডির সঙ্গে দেখা করে শিশুদের অবস্থা কেমন জানতে এসেছিলাম । তিনি জানালেন সংবাদমাধ্যমে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে । মহিলা সমিতির পক্ষ থেকে বলা হয় সংবাদমাধ্যম যদি ভুল তথ্য পরিবেশন করে, তাহলে কেন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ? সংবাদমাধ্যম কীভাবে তথ্য পাচ্ছে ? তা নিয়ে ওএসডির কাছে প্রশ্ন তোলেন গতান্ত্রিক মহিলা সমিতি । সেইসঙ্গে রিনা সরকার বলেন, "আজ যেভাবে সংবাদ মাধ্যমকে তিনি বের করে দিলেন, তার আমরা প্রতিবাদ করছি ।"

এদিকে জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস বলেন, একটা সমস্যা হয়েছে ৷ তাই আমাদের বক্তব্য দিতে বারণ করা হয়েছে । কিন্তু কে বারণ করেছে, তা তিনি বলেননি ।

জলপাইগুড়ি, 18 সেপ্টেম্বর : হাসপাতালে ভর্তি শিশুরা কেমন আছে ? জানতে চাইতেই মেজাজ হারিয়ে ঘর থেকে সংবাদমাধ্যমের কর্মীদের বের করে দিলেন ওএসডি সুশান্ত রায় । বললেন, "আমি তোমাদের চাকর নই, যে প্রশ্নের উত্তর দেব ।" তাঁর অভিযোগ, জলপাইগুড়িতে শিশুদের আক্রান্ত হওয়ার খবর সংবাদমাধ্যমে বেশি বাড়িয়ে দেখানো হচ্ছে । খবর পছন্দসই হচ্ছে না । তাই আজ প্রশ্ন করতেই একপ্রকার চটে গেলেন উত্তরবঙ্গের জন স্বাস্থ্য বিভাগের ওএসডি । সংবাদমাধ্যমের কর্মীদের ঘর থেকে বেরিয়ে যেতে বলেন ।

এদিন, সকালে জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে অবস্থিত ওএসডির দফতরে যান সংবাদমাধ্যমের কর্মীরা । কিন্তু, ওএসডি তাঁর দফতর থেকে সংবাদকর্মীদের তাড়িয়ে দেন ৷ এদিন সুশান্ত রায় সংবাদমাধ্যমের কর্মীদের বলেন, "আমি হাত জোড় করে বলছি সবাই বাইরে যাও । সংবাদ মাধ্যমের কর্মীরা এর কারণ জিজ্ঞাসা করলে উত্তরে তিনি বলেন, "আমি তোমার চাকর নই । আমি তোমাদের সঙ্গে কোনও কথা বলব না । সকালবেলা এসে মেজাজটা বিগরে দিও না । আমি কারও সঙ্গে কথা বলব না ।"

গতকাল স্বাস্থ্য দফতরের নির্দেশে কলকাতা থেকে পাঁচ সদস্যের দল জলপাইগুড়িতে এসেছিলেন । সেইসময় সাংবাদিক সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়েছিল শিশুদের আক্রান্তের বিষয়টি প্রতিবছরই হয় । তেমন কিছুই হয়নি । তাহলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে দুইবার দল এল । জেলা স্বাস্থ্য দফতর মনিটরিং টিম গঠন করল । কলকাতা থেকে টিম এল কেন ? আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন ওএসডি । আগে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হল ৷ তারপর কেন আরটিপিসিআর করা হল প্রশ্ন করতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন তিনি । এমনকী, জেলার সমস্ত স্বাস্থ্য আধিকারিকদের সংবাদ মাধ্যমের কাছে ওএসডি মুখ খুলতে বারণ করেছেন বলে শোনা যাচ্ছে ৷

আরও পড়ুন, Child Fever : মালদা মেডিক্যালে আরও দুই শিশুর মৃত্যু, 72 ঘণ্টায় মৃত পাঁচ

এদিন গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদিকা রিনা সরকার বলেন, "আমরা আজ ওএসডির সঙ্গে দেখা করে শিশুদের অবস্থা কেমন জানতে এসেছিলাম । তিনি জানালেন সংবাদমাধ্যমে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে । মহিলা সমিতির পক্ষ থেকে বলা হয় সংবাদমাধ্যম যদি ভুল তথ্য পরিবেশন করে, তাহলে কেন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না ? সংবাদমাধ্যম কীভাবে তথ্য পাচ্ছে ? তা নিয়ে ওএসডির কাছে প্রশ্ন তোলেন গতান্ত্রিক মহিলা সমিতি । সেইসঙ্গে রিনা সরকার বলেন, "আজ যেভাবে সংবাদ মাধ্যমকে তিনি বের করে দিলেন, তার আমরা প্রতিবাদ করছি ।"

এদিকে জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস বলেন, একটা সমস্যা হয়েছে ৷ তাই আমাদের বক্তব্য দিতে বারণ করা হয়েছে । কিন্তু কে বারণ করেছে, তা তিনি বলেননি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.