ETV Bharat / state

সাংগঠনিক বৈঠকে প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, জলপাইগুড়ির নেতৃত্বকে একসঙ্গে চলার বার্তা অভিষেকের - জলপাইগুড়িতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কিষাণকুমার কল্যাণীর সঙ্গে মোহন বোসের সম্পর্কের তিক্ততা আরও একবার প্রকাশ্যে এল । এবার একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংগঠনিক বৈঠক শেষে বেরিয়ে মোহনবাবু স্পষ্ট বলে দিলেন, "আমি জেলা সভাপতির সঙ্গে কাজ করব না বলে দিয়েছি ।"

অভিষেক বন্দোপাধ্যায়
অভিষেক বন্দোপাধ্যায়
author img

By

Published : Jan 7, 2021, 8:36 AM IST

Updated : Jan 7, 2021, 11:55 AM IST

চালসা, 7 জানুয়ারি : উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গতকাল চালসায় সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বৈঠকে ছিলেন জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা । আর সেই বৈঠকের মাঝেই তাল কাটে । অভিষেক বন্দ্যোপাধ্যায়, গৌতম দেবের সামনেই দলের বর্তমান জেলা সভাপতি কিষাণকুমার কল্যাণীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকেই ।

17 বছর ধরে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন মোহন বোস । জেলা তৃণমূলের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় তাঁর সঙ্গে কিষাণকুমার কল্যাণীর তিক্ত সম্পর্কের কথা । গতকাল সাংগঠনিক বৈঠকে সেই একই ছবি আরও একবার প্রকাশ্যে এল । বৈঠক থেকে বেরিয়ে মোহন বোস বলেন, "আমি জেলা সভাপতির সঙ্গে কাজ করব না বলে দিয়েছি । রাজ্য আমাকে যেভাবে কাজ করতে বলবে সেই ভাবেই কাজ করব । জেলা সভাপতি কিষাণ কল্যাণীর নেতৃত্বে কাজ করতে পারব না ।"

তিনি আরও বলেন, "আমাকে বলা হয়েছে শহরটাকে দেখার জন্য । আমি আমার মতো করে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব । আইপ্যাকের সঙ্গে কথা বলে কাজ করতে বলা হয়েছে । "

বৈঠক শেষে কী বললেন তৃণমূল নেতারা ?

সূত্রের খবর, নিজেদের 'অসন্তোষ'-এর কথা জানিয়েছেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারীও । তবে বৈঠক শেষে এই বিষয়ে বিশেষ কিছু বলেননি তিনি । শুধু জানিয়ে দেন, "আমি আমার বক্তব্যের কথা জানিয়ে দিয়েছি । এর বেশি কিছু বলব না ।"

আরও পড়ুন : দুর্নীতি-তোলাবাজির প্রমাণ দিন, ফাঁসির কাঠে যাব, শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

এদিকে জেলার সহ সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়াও বৈঠকে নিজের ক্ষোভ উগরে দেন বলে খবর । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি মুখ না খুললেও বলেন, "আমি আমার সমস্যার কথা বলেছি । আমাকে আজ বৈঠকে ডাকা হয়নি সেটার জানানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুঃখপ্রকাশ করেছেন ।"

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির 7টি বিধানসভার ব্লক সভাপতি, বিধায়ক-সহ তৃণমূল যুবর কমিটির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন । জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ বলেন, সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলার বার্তা দিয়েছেন । একইসঙ্গে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন ।

চালসা, 7 জানুয়ারি : উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গতকাল চালসায় সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বৈঠকে ছিলেন জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা । আর সেই বৈঠকের মাঝেই তাল কাটে । অভিষেক বন্দ্যোপাধ্যায়, গৌতম দেবের সামনেই দলের বর্তমান জেলা সভাপতি কিষাণকুমার কল্যাণীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকেই ।

17 বছর ধরে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন মোহন বোস । জেলা তৃণমূলের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় তাঁর সঙ্গে কিষাণকুমার কল্যাণীর তিক্ত সম্পর্কের কথা । গতকাল সাংগঠনিক বৈঠকে সেই একই ছবি আরও একবার প্রকাশ্যে এল । বৈঠক থেকে বেরিয়ে মোহন বোস বলেন, "আমি জেলা সভাপতির সঙ্গে কাজ করব না বলে দিয়েছি । রাজ্য আমাকে যেভাবে কাজ করতে বলবে সেই ভাবেই কাজ করব । জেলা সভাপতি কিষাণ কল্যাণীর নেতৃত্বে কাজ করতে পারব না ।"

তিনি আরও বলেন, "আমাকে বলা হয়েছে শহরটাকে দেখার জন্য । আমি আমার মতো করে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব । আইপ্যাকের সঙ্গে কথা বলে কাজ করতে বলা হয়েছে । "

বৈঠক শেষে কী বললেন তৃণমূল নেতারা ?

সূত্রের খবর, নিজেদের 'অসন্তোষ'-এর কথা জানিয়েছেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারীও । তবে বৈঠক শেষে এই বিষয়ে বিশেষ কিছু বলেননি তিনি । শুধু জানিয়ে দেন, "আমি আমার বক্তব্যের কথা জানিয়ে দিয়েছি । এর বেশি কিছু বলব না ।"

আরও পড়ুন : দুর্নীতি-তোলাবাজির প্রমাণ দিন, ফাঁসির কাঠে যাব, শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

এদিকে জেলার সহ সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়াও বৈঠকে নিজের ক্ষোভ উগরে দেন বলে খবর । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি মুখ না খুললেও বলেন, "আমি আমার সমস্যার কথা বলেছি । আমাকে আজ বৈঠকে ডাকা হয়নি সেটার জানানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুঃখপ্রকাশ করেছেন ।"

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির 7টি বিধানসভার ব্লক সভাপতি, বিধায়ক-সহ তৃণমূল যুবর কমিটির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন । জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ বলেন, সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলার বার্তা দিয়েছেন । একইসঙ্গে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন ।

Last Updated : Jan 7, 2021, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.