চালসা, 7 জানুয়ারি : উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে গতকাল চালসায় সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বৈঠকে ছিলেন জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা । আর সেই বৈঠকের মাঝেই তাল কাটে । অভিষেক বন্দ্যোপাধ্যায়, গৌতম দেবের সামনেই দলের বর্তমান জেলা সভাপতি কিষাণকুমার কল্যাণীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকেই ।
17 বছর ধরে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ছিলেন মোহন বোস । জেলা তৃণমূলের অন্দরমহলে কান পাতলেই শোনা যায় তাঁর সঙ্গে কিষাণকুমার কল্যাণীর তিক্ত সম্পর্কের কথা । গতকাল সাংগঠনিক বৈঠকে সেই একই ছবি আরও একবার প্রকাশ্যে এল । বৈঠক থেকে বেরিয়ে মোহন বোস বলেন, "আমি জেলা সভাপতির সঙ্গে কাজ করব না বলে দিয়েছি । রাজ্য আমাকে যেভাবে কাজ করতে বলবে সেই ভাবেই কাজ করব । জেলা সভাপতি কিষাণ কল্যাণীর নেতৃত্বে কাজ করতে পারব না ।"
তিনি আরও বলেন, "আমাকে বলা হয়েছে শহরটাকে দেখার জন্য । আমি আমার মতো করে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব । আইপ্যাকের সঙ্গে কথা বলে কাজ করতে বলা হয়েছে । "
সূত্রের খবর, নিজেদের 'অসন্তোষ'-এর কথা জানিয়েছেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারীও । তবে বৈঠক শেষে এই বিষয়ে বিশেষ কিছু বলেননি তিনি । শুধু জানিয়ে দেন, "আমি আমার বক্তব্যের কথা জানিয়ে দিয়েছি । এর বেশি কিছু বলব না ।"
আরও পড়ুন : দুর্নীতি-তোলাবাজির প্রমাণ দিন, ফাঁসির কাঠে যাব, শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের
এদিকে জেলার সহ সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়াও বৈঠকে নিজের ক্ষোভ উগরে দেন বলে খবর । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি মুখ না খুললেও বলেন, "আমি আমার সমস্যার কথা বলেছি । আমাকে আজ বৈঠকে ডাকা হয়নি সেটার জানানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দুঃখপ্রকাশ করেছেন ।"
গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির 7টি বিধানসভার ব্লক সভাপতি, বিধায়ক-সহ তৃণমূল যুবর কমিটির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন । জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ বলেন, সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে চলার বার্তা দিয়েছেন । একইসঙ্গে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে মানুষের কাছে নিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন ।