জলপাইগুড়ি, 24 ফেব্রুয়ারি : চিতাবাঘের চামড়া পাচার করতে গিয়ে বন্যপ্রাণ বিভাগের কর্মীদের হাতে ধরা পড়ল 1 পাচারকারী । ধৃতের নাম অমর চন্দ্র ওরাওঁ। তার বাড়ি মেটেলি চা বাগানের ফ্যাক্টরি লাইনে।
জলপাইগুড়ি গোরুমারা বন্যপ্রাণ বিভাগের সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী জানান, তাঁরা খবর পান, বেশ কিছু বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা চলছে । সেই খবর পেয়েই মালবাজার চালসায় হানা দেন তাঁরা । সেখানে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালান রেঞ্জাররা ৷ ওই ব্যক্তির কাছ থেকে একটি চামড়া উদ্ধার হয় ৷ তারপরেই ওই পাচারকারীকে পাকড়াও করেন বন্য়প্রাণ বিভাগের আধিকারিকরা ৷ চিতাবাঘের চামড়াটি প্রায় 3.75 মিটার লম্বা ।
আরও পড়ুন : গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই চিতা বাঘ
ওই বন আধিকারিক আরও জানিয়েছেন, অভিযুক্ত অমর চন্দ্র ওরাওঁ-কে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছিল ৷ সেখানে বিচারক অভিযুক্তকে 10 দিনের বন বিভাগের হেফাজতের নির্দেশ দিয়েছেন । তাকে জিজ্ঞাসাবাদ করা হবে । এই চক্রের সঙ্গে আর কাড়া জড়িত? কোথা থেকে এই চিতাবাঘের চামড়া নিয়ে আসা হয়েছিল ? এইসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবেন বনকর্মীরা ৷ কীভাবে চিতাবাঘটিকে মারা হয়েছে, তা পরীক্ষার জন্য চামড়াটি ফরেনসিকে পাঠাচ্ছে বন বিভাগ ৷